মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করা ১২ জন নারীকে সম্মাননা প্রদান

প্রতিনিধি
বরিশাল ব্যুরো
Thumbnail image
ছবি: প্রতিনিধি

বরিশালে নারী নির্যাতন প্রতিরোধে কাজ করা ১২ জন নারীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে নবগ্রাম রোডের একটি বেসরকারি সংস্থার হলরুমে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত নারীদের মধ্যে রয়েছেন বরিশাল সদর, চরবাড়িয়া, চরকাউয়া, চাঁদপুরা, রায়পাশা ও চরমোনাই ইউনিয়নের নারী নেতারা।

সংগঠক শুভংকর চক্রবর্তী বলেন, ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে। এ বছর প্রধান থিম ছিল—‘নারী ও কন্যার প্রতি ডিজিটাল সহিংসতা বন্ধ করুন’। তিনি আরও জানান, সম্মেলনে নারীর প্রতি সব ধরনের সহিংসতা রোধ, ডিজিটাল নিরাপত্তা, নীতি গ্রহণ ও সমঅধিকার নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

অনুষ্ঠানের অতিথি বরিশাল জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ বলেন, নারী নির্যাতন রোধে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের সুযোগ নিশ্চিত করা দেশের স্থিতিশীলতা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উল্লেখ্য, অনুষ্ঠানের আয়োজন করেছে বেসরকারি সংস্থা বিএনএনআরসি, ‘টিএফজিবিভি ও ডিজিটাল ডেভেলপমেন্ট’ প্রকল্পের অংশ হিসেবে। প্রকল্পটি সুইজারল্যান্ড ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

সৈয়দপুরের বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বাউস্ট) ক্যাম্পাসে অগ্নিকান্ড ও দুর্যোগকালীন সচেতনতা এবং নিরাপত্তামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টায় সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উদ্যোগে এই মহড়া আয়োজন করা হয়।

১৮ মিনিট আগে

খুলনায় এনসিপি নেতাকে গুলি করার ঘটনায় সতর্কতা হিসেবে সাতক্ষীরা সীমান্তে বিজিবির টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর থেকে সীমান্তের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশী কার্যক্রম চালানো হচ্ছে।

২২ মিনিট আগে

ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দীপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে ও গাছে ঝুলিয়ে পুড়িয়ে হত্যা, রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতিকে কুপিয়ে হত্যা, ফরিদপুরে মৎস্য ব্যবসায়ী উৎপল সরকার ও নরসিংদীতে স্বর্ণ ব্যবসায়ী প্রানতোষ কর্মকারকে হত্যাসহ সারাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে খুলনায় মানবব

২৭ মিনিট আগে

হাওর উপজেলা মিঠামইনে বিশেষায়িত স্বাস্থ্যক্যাম্পে ১২০ জন দরিদ্র চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)।

৩৭ মিনিট আগে