তিস্তার পানি আবারো বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি

প্রতিনিধি
নীলফামারী
Thumbnail image
ছবি: প্রতিনিধি

উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চল ও চরাঞ্চল তলিয়ে গেছে।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৯ টায় দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয় ৫২ দশমিক ৩০ মিটার, যা বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপরে। এ পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ৫২ দশমিক ১৫ মিটার।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, চলতি বছরে পঞ্চমবারের মতো তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এর আগে ২৯ জুলাই রাতে ৭ সেন্টিমিটার, ৩ আগস্ট ৪০ সেন্টিমিটার, ১২ আগস্ট ১ সেন্টিমিটার এবং ১৩ আগস্ট ৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। এবার তা বেড়ে ১৫ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে।

এদিকে অব্যাহত পানি বৃদ্ধির ফলে নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই, পূর্ব ছাতনাই, খগাখাড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাপানি, ঝুনাগাছ চাপানি ও গয়াবাড়ি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। খালিশা চাপানি ইউনিয়নের ছোটখাতা গ্রামে তোফেল মেম্বারের বাড়ির পাশ দিয়ে নদীর নতুন একটি শাখা সৃষ্টি হয়ে শত শত বিঘা আবাদি জমি নদীতে বিলীন করেছে।

স্থানীয়দের তীরবর্তী বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক বছরে তিস্তার ভাঙনে অসংখ্য গ্রাম মানচিত্র থেকে মুছে গেছে। স্কুল, মসজিদ, মাদ্রাসা ও খেলার মাঠসহ বহু স্থাপনা নদীতে বিলীন হয়েছে। এবারের ভাঙনের তীব্রতা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। প্রতিদিন কয়েক হাজার মিটার নদীপাড় ভেঙে যাচ্ছে, ঝুঁকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ- মন্দির বাজার ও ঘাট।

টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন জানান, তাঁর ইউনিয়নের চারটি ওয়ার্ড নদীতীরবর্তী। যেখানে কয়েক হাজার মানুষের বসবাস, এর মধ্যে ৭০০-৮০০ পরিবারের বাড়ি-ঘরে পানি উঠেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

টাঙ্গাইলের ঘাটাইলে ছেলে জামিলের (২০) বিরুদ্ধে বাবা রাশিদুল হক খান সুমনকে (৪৭) অতিমাত্রায় ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে।

২ দিন আগে

এঘটনায় সিআইডি ও পিবিআইয়ের সদস্যরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সোয়েলের পরনে ছিল সাদা স্যান্ডো গেঞ্জি ও লুঙ্গি।

২ দিন আগে

বাগেরহাটের ফকিরহাট এলাকার কাটাখালী মোড় থেকে অভিযান চালিয়ে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

২ দিন আগে

ফেনীর ছাগলনাইয়া থানার পুলিশ ও বিজিবি পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার এবং তিনজনকে আটক করেছে।

২ দিন আগে