বাগেরহাটে সাংবাদিককে হুমকি, থানায় জিডি

প্রতিনিধি
বাগেরহাট
Thumbnail image
ছবি: প্রতিনিধি

বাগেরহাটে সংবাদ প্রকাশের পরে এক সাংবাদিককে হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

১৬ ই আগস্ট সকালে ফোন করে এক ব্যক্তি নিজেকে তাজউদ্দীন বাদশা ওরফে বাদল ও তিনি মোংলা ছাত্রদলের সভাপতি হিসাবে পরিচয় দিয়ে সাংবাদিক এমএ সবুর রানাকে হুমকি দেয়। সাংবাদিক সবুর রানা প্রেসক্লাব রামপাল'র সভাপতি ও দৈনিক লোকসমাজ পত্রিকায় কর্মরত আছেন।

হুমকির শিকার সাংবাদিক জানান, ১৫ আগষ্টকে ঘিরে নাশকতা চালাতে পারে এমন একটি অভিযোগ ও কিছু তথ্য প্রেসক্লাব রামপাল বরাবর পাঠানো হয়। পাঠানো তথ্যপ্রমাণ সঠিক প্রতীয়মান হাওয়ায় তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রলীগের এক সদস্যের বিরুদ্ধ পোষ্ট দেয়া হয়। বিষয়টি প্রশাসন কে অবহিতসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ও অবহিত করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ১৫ আগষ্ট রাত থেকে সবুর রানাকে ফোন করে বিভিন্নজনে বিষয়টি জানতে চান। ওইদিন রাতে এই ব্যক্তি নিজেকে মোংলা ছাত্রদলের সভাপতি পরিচয়ে ফোন করেন। রাতে ফোন রিসিভ না করায় পরদিন ১৬ আগস্ট সকাল ৯ টা ৩১ মিনিটে আবারো ফোন করলে বাদল ওরফে বাদশা পরিচয়ে সবুর রানাকে হুমকি দেন অকথ্য ভাষায় গালাগালি করেন বলে তিনি সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন।

হুমকির ঘটনার নিন্দা জানিয়েছেন প্রেসক্লাব রামপাল, মানবাধিকার সংস্থা, রামপাল উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটিসহ বিভিন্ন সামাজিক সংস্থার নেতৃবৃন্দ। তারা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

টাঙ্গাইলের ঘাটাইলে ছেলে জামিলের (২০) বিরুদ্ধে বাবা রাশিদুল হক খান সুমনকে (৪৭) অতিমাত্রায় ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে।

১ দিন আগে

এঘটনায় সিআইডি ও পিবিআইয়ের সদস্যরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সোয়েলের পরনে ছিল সাদা স্যান্ডো গেঞ্জি ও লুঙ্গি।

১ দিন আগে

বাগেরহাটের ফকিরহাট এলাকার কাটাখালী মোড় থেকে অভিযান চালিয়ে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

১ দিন আগে

ফেনীর ছাগলনাইয়া থানার পুলিশ ও বিজিবি পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার এবং তিনজনকে আটক করেছে।

১ দিন আগে