জামালপুর
কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে জামালপুরে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, জামালপুর জেলা শাখা।
মঙ্গলবার (১২ আগস্ট) শহরের ফৌজদারি মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক ফজলুল করিমের সঞ্চালনায় কর্মসূচিতে জেলার সাত উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষকরা অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক হাছিনা বেগমের কাছে স্মারকলিপি জমা দেন তারা।
পরে সরকারি আশেক মাহমুদ কলেজের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা শাখার সভাপতি নাসিমূল মুসাবের, সহ-সভাপতি রিয়াজুল ইসলাম, দেলোয়ার হোসেন, আবু বকর সিদ্দিক, সহ-সম্পাদক নুরুল ইসলাম, একেএম মাসুদুর রহমান, আতিকুর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৫ জুলাইয়ের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হবে। কিন্তু কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে ওই পরীক্ষার বাইরে রাখা হয়েছে, যা শিক্ষাক্ষেত্রে বৈষম্যের নজির স্থাপন করেছে।
তারা আরও বলেন, ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে অংশ নিয়ে সাফল্যের স্বাক্ষর রেখেছে। অথচ নতুন সিদ্ধান্তে তাদের সুযোগ বঞ্চিত করা হচ্ছে, যা শিক্ষার স্বাভাবিক ধারাকে ব্যাহত করবে।
পরিশেষে, বক্তারা কোমলমতি শিক্ষার্থীদের সম-অধিকার রক্ষায় এবং বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানে সরকারের সদয় হস্তক্ষেপ কামনা করেন।
কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে জামালপুরে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, জামালপুর জেলা শাখা।
মঙ্গলবার (১২ আগস্ট) শহরের ফৌজদারি মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক ফজলুল করিমের সঞ্চালনায় কর্মসূচিতে জেলার সাত উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষকরা অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক হাছিনা বেগমের কাছে স্মারকলিপি জমা দেন তারা।
পরে সরকারি আশেক মাহমুদ কলেজের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা শাখার সভাপতি নাসিমূল মুসাবের, সহ-সভাপতি রিয়াজুল ইসলাম, দেলোয়ার হোসেন, আবু বকর সিদ্দিক, সহ-সম্পাদক নুরুল ইসলাম, একেএম মাসুদুর রহমান, আতিকুর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৫ জুলাইয়ের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হবে। কিন্তু কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে ওই পরীক্ষার বাইরে রাখা হয়েছে, যা শিক্ষাক্ষেত্রে বৈষম্যের নজির স্থাপন করেছে।
তারা আরও বলেন, ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে অংশ নিয়ে সাফল্যের স্বাক্ষর রেখেছে। অথচ নতুন সিদ্ধান্তে তাদের সুযোগ বঞ্চিত করা হচ্ছে, যা শিক্ষার স্বাভাবিক ধারাকে ব্যাহত করবে।
পরিশেষে, বক্তারা কোমলমতি শিক্ষার্থীদের সম-অধিকার রক্ষায় এবং বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানে সরকারের সদয় হস্তক্ষেপ কামনা করেন।
পার্বত্য অঞ্চলে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে আসছে।
১ ঘণ্টা আগেজাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিকতা উদ্বোধন করা হয়েছে ঝিনাইদহে। শনিবার (৩০ আগস্ট ২০২৫) সকাল ১০টায় শহরের পশ্চিমে বিটিভি সেন্টারের বিপরীতে অবস্থিতি কেন্দ্রটি উদ্বোধন করা হয়।
১ ঘণ্টা আগেসুন্দরবনের বানিয়াশান্তায় অবস্থিত অরণ্য ছায়া রিসোর্টে অসুস্থ হয়ে পড়া এক পর্যটককে দ্রুত চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
২ ঘণ্টা আগেকিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে চার মাস ১৮ দিন পর এবার রেকর্ড ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা পাওয়া গেছে। এছাড়া পাওয়া গেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার।
২ ঘণ্টা আগেপার্বত্য অঞ্চলে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে আসছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিকতা উদ্বোধন করা হয়েছে ঝিনাইদহে। শনিবার (৩০ আগস্ট ২০২৫) সকাল ১০টায় শহরের পশ্চিমে বিটিভি সেন্টারের বিপরীতে অবস্থিতি কেন্দ্রটি উদ্বোধন করা হয়।
সুন্দরবনের বানিয়াশান্তায় অবস্থিত অরণ্য ছায়া রিসোর্টে অসুস্থ হয়ে পড়া এক পর্যটককে দ্রুত চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে চার মাস ১৮ দিন পর এবার রেকর্ড ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা পাওয়া গেছে। এছাড়া পাওয়া গেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার।