মধ্যরাত থেকে ভোলার মেঘনা ও তেতুলিয়া দুই মাস মাছ ধরার নিষেধাজ্ঞা

প্রতিনিধি
ভোলা
Thumbnail image

ইলিশের প্রজনন নিশ্চিত করতে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে দুই মাসের মাছ ধরার নিষেধাজ্ঞা।

একারণে জেলায় কর্মহীন হয়ে পরবে কয়েক লক্ষ জেলে। সরকারি ভিজিএফ চালের পাশাপাশি আর্থিক অনুদানের দাবী করেছেন কর্মহীন জেলেরা।

নিষেধাজ্ঞা মানলে এবছরও ইলিশ এর লক্ষমাত্রা অতিক্রম করবে বলে আশা করছেন মৎস্য কর্মকর্তাদের।

ভোলা জেলার তেতুলিয়া নদীর চর ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত ১০০কিলোমিটার এবং মেঘনা নদীতে ইলিশ থেকে চর পিয়াল পর্যন্ত ৯০ কিলোমিটারসহ মোট ১৯০ কিলোমিটারে মেঘনা ও তেতুলিয়া নদীতে ইলিশের অভয়াশ্রমে দুই মাসের জন্য সকল ধরনের মাছ ধরা নিষেধাজ্ঞা দিয়েছেন মৎস্য বিভাগ।

এ নিষেধাজ্ঞা চলবে ৩০শে এপ্রিল পর্যন্ত। এই সাথে মাছ ধরা বন্ধ রাখতে আশপাশের এলাকায়ও মাছ ক্রয়- বিক্রি, পরিবহণ, বাজারজাত ও সংরক্ষণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

জেলার সাত উপজেলায় ২ লাখ এর বেশি জেলে থাকলেও সরকারি নিবন্ধিত জেলে রয়েছেন ১ লক্ষ ৬৫ হাজার। এর মধ্যে সরকারি বরাদ্দের ৮০কেজি করে চাল পাবে ৯০ হাজার জেলে। নিবন্ধিত অনেকেই এই প্রণোদনা পান না বলেও জানা গেছে।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, "মেঘনা, তেঁতুলিয়া নদীতে অভয়স্থলে দুই মাস মাছ ধরা বন্ধ রাখলে এ অঞ্চলে ইলিশ উৎপাদন বেড়ে যাবে। এ বছর ভোলা জেলায় ৮৯ হাজার ৬শ জেলের অনুকূলে ৭ হাজার ১ শত ৬৮ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। সেগুলো ইতিমধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছানো হয়ে গেছে মার্চের প্রথম সপ্তাহের দিকে জেলেদেরকে দেওয়া শুরু হবে। প্রত্যেক জেলে প্রতি মাসে ৪০ কেজি হারে চাল পাবেন। জেলায় ১ লক্ষ ৮৫ মেট্রিক টন ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। কিন্তু এবছর মা ইলিশ প্রচুর পরিমাণ ডিম ছাড়ার সুযোগ পেয়েছে তাই লক্ষ্যমাত্রা অর্জনের চেয়েও বেশি হবে বলে আশা করা যাচ্ছে।"

এ বিষয়ে জেলেদের সচেতন করার লক্ষ্যে নদী এবং উপকূলবর্তী এলাকায় মাইকিং ও পোস্টারিং-সহ সব ধরনের প্রচারণা অব্যাহত রেখেছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ। এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার জন্য নদীতে মৎস্য বিভাগ, জেলা - উপজেলা প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে। আইন অমান্য করলে জেল-জরিমানার বিধান রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পরিবেশ নিয়ে আরও পড়ুন

রাস্তা সংলগ্ল ২০ শতক জমিতে বস্তার আদা সাড়ি সাড়ি কাঁধ বরাবর উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। সবুজ ও হলুদ রঙের থোকা থোকা আদার গাছ। সহজে দেখা মেলে না। ১ হাজার ২শত বস্তায় চলতি বছরের ২৮ এপ্রিল তিনি আদা রোপণ করেন

৩৭ মিনিট আগে

এই ধরনের কর্মসূচির মাধ্যমে আমরা তরুণদের সচেতন করতে চাই। আমাদের লক্ষ্য মাদকমুক্ত সৈয়দপুর গড়ে তোলা

১ ঘণ্টা আগে

জামালপুরের মাদারগঞ্জে চরভাটিয়ান গ্রামে ঝিনাই নদীতে নিখোঁজ ৫ শিশুর মধ্যে তিন জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

১৩ ঘণ্টা আগে

সাতক্ষীরার তালা উপজেলায় এক কৃষকের আঙিনায় জন্মেছে এক আশ্চর্য লম্বা বেগুন গাছ, যা এখন সারা এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু। সাধারণত একটি বেগুন গাছের উচ্চতা এক থেকে দেড় ফুটের বেশি হয় না, কিন্তু এই গাছটির উচ্চতা প্রায় ১২ ফুটেরও বেশি। আশ্চর্যের বিষয়, এত লম্বা হওয়া সত্ত্বেও গাছটি ফলেও ভরপুর।

১৬ ঘণ্টা আগে