খুলনায় ৫দফা দাবিতে ইটভাটা মালিক-শ্রমিকদের বিক্ষোভ

প্রতিনিধি
খুলনা
Thumbnail image
ছবি: সংগৃহীত

ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা, ভাঙচুর ও বন্ধ করার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহষ্পতিবার দুপুরে খুলনা ইট, বালু ব্যবসায়ী ও পরিবহন এসোসিয়েশনের উদ্যোগে এ বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ৫ দফা দাবি জানানো হয়।

আজ বেলা ১১টার দিকে নগরীর ১নং কাষ্টম ঘাট এলাকায় সমবেত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে ইটভাটা মালিক ও শ্রমিকরা। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভাটা মালিক ও শ্রমিকরা জেলা প্রশাসকের অফিসের সামনে অবস্থান ও বিক্ষোভ সমাবেশ করে তারা।

সমাবেশে খুলনা জেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি ইদ্রিস আহম্মেদ জমাদ্দার, সাধারন সম্পাদক আব্দুস সাত্তার ও সাবেক সভাপতি কামাল খান বক্তব্য রাখেন ।

সমাবেশে ইটভাটা মালিক-শ্রমিকরা বলেন, তারা সরকারের নিয়মনীতি মেনেই পরিবেশ বান্ধব জিগজ্যাগ হাওয়া ভাটা পরিচালনা করে আসছেন। তাদের কয়েকশত ভাটায় কয়েক হাজার শ্রমিক-কর্মচারীর জীবন-জীবিকা চলে। কোন প্রকার আগাম নোটিশ ছাড়াই এভাবে শত শত ভাটা বন্ধ করে দেওয়ায় হাজার হাজার মানুষ রুটিরুজি হারিয়ে চরম বিপাকে পড়েছে। সেই সাথে ভাটা মালিকরা চরমি সংকটের মধ্যে পড়েছে। এই অবস্থার অবসানে ভাটা মালিক-শ্রমিকদের ৫দফা দাবী বাস্তবায়নের আহবান জানানো হয়।

সমাবেশ শেষে ৫ দফা দাবিতে খুলনা ইট, বালু ব্যবসায়ী ও পরিবহন এসোসিয়েশনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারক লিপি প্রদান করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পরিবেশ নিয়ে আরও পড়ুন

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আল রাফিকে অপহরণের ঘটনায় পলাতক আসামি মো. মনির গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে টিএন্ডটি পাহাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। একই সাথে অপহরণের কাজে ব্যাবহৃত অটোরিক্সাটিও উদ্ধার করা হয়েছে।

১৬ মিনিট আগে

ভোলার গ্রামীণ অর্থনীতিতে নীরব বিপ্লব ঘটাচ্ছে গাড়ল (উন্নত জাতের ভেড়া) পালন। এর উজ্জ্বল উদাহরণ সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বাসিন্দা মো. ফিরোজ। মাত্র ছয়টি গাড়ল দিয়ে খামার শুরু করে দুই বছরেই তিনি লক্ষাধিক টাকা আয় করেছেন এবং বর্তমানে তাঁর খামারে ২৫টি গাড়ল রয়েছে।

২১ মিনিট আগে

বস্তি এলাকায় মাদকের ভয়াবহ ছোবল, মাদক বিক্রয় ও সেবনকারীদের বিরুদ্ধে মানববন্ধন করেছে চাঁন্দলাই জোড়বাগান এলাকার যুবসমাজ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়

২ দিন আগে

অভিযান চলাকালে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ২টি ইটভাটার মালিক সাধন পাল ও সঞ্জয় পালকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৬ ধারা মোতাবেক ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়

২ দিন আগে