চলতি বছরই নদী খননের কাজ শেষ হবে - মন্ত্রিপরিষদ সচিব

প্রতিনিধি
সাতক্ষীরা
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ৪৭
Thumbnail image

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশিদ বলছেন, চলতি বছরের মধ্যে নদী খনন কাজ শেষ হবে। তখন মানুষের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ। এলাকার মানুষ দায়িত্বশীলতার সঙ্গে নতুন সরকারের সব সুযোগ-সুবিধা পাবে। শুক্রবার(৩১ জানুয়ারি) সকালে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে বেতনা নদী খনন কাজ দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথাগুলো বলেন। এ সময় সেখানে সরেজমিন কাজ দেখার পাশাপাশি প্রকল্পের কাজের খোঁজখবর নেন। এ ছাড়া পানি উন্নয়ন বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার বিদ্যুৎ কুমার সাহ প্রকল্পের আওতায় সমাপ্তকৃত ও চলমান কাজের তথ্য সম্পর্কে অবহিত করেন।

WhatsApp Image 2025-02-01 at 5.04.52 PM

তিনি আরও বলেন, ২০২০ সালে এই এলাকায় প্রকল্প পাস হয়ে ২০২১ সালে কাজ শুরু হয়। এ বছর জুনের মধ্যে প্রকল্পের কাজ এবং এপ্রিলের মধ্যে বেতনা নদীর খনন কাজ শেষ হবে। নদীর ওপর ৩১টি স্লুইস গেটের কাজ প্রকল্পের অধীনে করা হচ্ছে। বাকি গেটগুলো অন্য ফান্ড থেকে করা হবে। সাতক্ষীরার সব নদনদী খনন করে নাব্য ফিরিয়ে এনে দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরসন করা হবে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ, ডিআইজি রেজাউল হক, খুলনা বিভাগের পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী শাখাওয়াত হোসেন, সহকারী প্রকৌশলী সৈয়দ সাইদুল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মনিরুল ইসলাম, আশাশুনি নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়, সহকারী ভূমি কমিশনার রাশেদ হোসাইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নোমান হোসেন, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশ প্রমুখ।

এর আগে গত বৃহস্পতিবার রাতে সড়কপথে সাতক্ষীরায় আসেন সচিব ড. শেখ আব্দুর রশিদ। শুক্রবার সকালে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর তিনি আশাশুনি উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের চলমান কাজগুলো পরিদর্শনে যান। চলমান প্রকল্পের কাজ করছে রামপাল ট্রেড ইন্টারন্যাশনাল ডব্লিউইএল-এডব্লিউআর (জেবি) নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পরিবেশ নিয়ে আরও পড়ুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি)শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক পরিচ্ছন্ন রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেরোবি শাখা সদস্য ফরম বিতরণ কর্মসূচি পালন করেছেন।

৪ ঘণ্টা আগে

দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বাগেরহাট জেলা সদরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (২০ জুলাই) দুপুরে শহর রক্ষা বাধ মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের পাশে এ কর্মসূচির আয়োজন করা হয়।

৪ ঘণ্টা আগে

জেলা প্রশাসক সাবেত আলী বলেন, মন্ত্রিপরিষদের নির্দেশনায় আমরা নতুন উদ্যোমে এই গণশুনানি কার্যক্রম শুরু করি। মানুষজন নানা সমস্যা ও অভাব অভিযোগ নিয়ে আমাদের কাছে আসে। আমরা তাদের সাধ্য মতো সমাধান দেয়ার চেষ্টা করি।

৫ ঘণ্টা আগে

সাতক্ষীরার তালা উপজেলায় শরিফুল গাজী (৩৮) নামে এক মাদ্রাসার শিক্ষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এদিকে ঘটনার পরে অভিযুক্ত যুবক রাজু গাজী গণপিটুনিতে নিহত হয়েছে। রোববার (২০ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে খেশরা ইউনিয়নের শাহাপুর মাদ্রাসার সামনে ঘটনাটি ঘটে।

৫ ঘণ্টা আগে