চলতি বছরই নদী খননের কাজ শেষ হবে - মন্ত্রিপরিষদ সচিব

প্রতিনিধি
সাতক্ষীরা
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ৪৭
Thumbnail image

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশিদ বলছেন, চলতি বছরের মধ্যে নদী খনন কাজ শেষ হবে। তখন মানুষের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ। এলাকার মানুষ দায়িত্বশীলতার সঙ্গে নতুন সরকারের সব সুযোগ-সুবিধা পাবে। শুক্রবার(৩১ জানুয়ারি) সকালে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে বেতনা নদী খনন কাজ দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথাগুলো বলেন। এ সময় সেখানে সরেজমিন কাজ দেখার পাশাপাশি প্রকল্পের কাজের খোঁজখবর নেন। এ ছাড়া পানি উন্নয়ন বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার বিদ্যুৎ কুমার সাহ প্রকল্পের আওতায় সমাপ্তকৃত ও চলমান কাজের তথ্য সম্পর্কে অবহিত করেন।

WhatsApp Image 2025-02-01 at 5.04.52 PM

তিনি আরও বলেন, ২০২০ সালে এই এলাকায় প্রকল্প পাস হয়ে ২০২১ সালে কাজ শুরু হয়। এ বছর জুনের মধ্যে প্রকল্পের কাজ এবং এপ্রিলের মধ্যে বেতনা নদীর খনন কাজ শেষ হবে। নদীর ওপর ৩১টি স্লুইস গেটের কাজ প্রকল্পের অধীনে করা হচ্ছে। বাকি গেটগুলো অন্য ফান্ড থেকে করা হবে। সাতক্ষীরার সব নদনদী খনন করে নাব্য ফিরিয়ে এনে দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরসন করা হবে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ, ডিআইজি রেজাউল হক, খুলনা বিভাগের পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী শাখাওয়াত হোসেন, সহকারী প্রকৌশলী সৈয়দ সাইদুল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মনিরুল ইসলাম, আশাশুনি নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়, সহকারী ভূমি কমিশনার রাশেদ হোসাইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নোমান হোসেন, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশ প্রমুখ।

এর আগে গত বৃহস্পতিবার রাতে সড়কপথে সাতক্ষীরায় আসেন সচিব ড. শেখ আব্দুর রশিদ। শুক্রবার সকালে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর তিনি আশাশুনি উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের চলমান কাজগুলো পরিদর্শনে যান। চলমান প্রকল্পের কাজ করছে রামপাল ট্রেড ইন্টারন্যাশনাল ডব্লিউইএল-এডব্লিউআর (জেবি) নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পরিবেশ নিয়ে আরও পড়ুন

খাগড়াছড়ির জেলার ভারপ্রাপ্ত প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান, মানবিক দিক বিবেচনা করে তাদের আশ্রয় ও খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আইন ও নিয়ম অনুযায়ী পরবর্তি সিদ্ধান্ত নেওয়া হবে।

২ ঘণ্টা আগে

টাঙ্গাইলের মধুপুরে নিখোঁজের একদিন পর জঙ্গল থেকে অধীর সূত্রধর (৬৫) নামে এক কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৭ ঘণ্টা আগে

বাগেরহাটের মোংলায় থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৭ই মে) উপজেলার মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া স্কুলমাঠে সম্মেলনের উদ্বোধন করা হয়। এতে বিএনপি'র কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৭ ঘণ্টা আগে