মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিতে ফেনী শহরে হাঁটুপানি, নদীতে বিলীন দুটি দোকান

প্রতিনিধি
ফেনী
Thumbnail image
ছবি: প্রতিনিধি

ফেনীতে চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৪৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

অতি ভারী বৃষ্টিতে হাঁটুপানি জমেছে ফেনী শহরের বেশির ভাগ সড়কে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীরা। বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলে বিপৎসীমার কাছাকাছি ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। মুহুরী নদীর পাড় ভেঙে ফুলগাজী এলাকায় দুটি দোকান নদীতে বিলীন হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত সর্বোচ্চ ৩৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমে সর্বোচ্চ। জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এটাই চলতি বর্ষা মৌসুমে জেলার সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী ২-৩ দিন জেলাজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।

২

এদিকে ফেনীতে টানা বর্ষণের ফলে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই ফেনী শহরের ডাক্তার পাড়া, শহীদ শহিদুল্লা কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস, রামপুর, পাঠানবাড়ি, একাডেমি, নাজির রোড ও পেট্রোবাংলা এলাকায় হাঁটুসমান পানি জমে যায়। এতে সড়কে চলাচলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

স্থানীয় বাসিন্দা শাহাদাত পাঠান বলেন, ‘প্রতিবার বৃষ্টি হলেই এভাবে পানি জমে যায়। জলাবদ্ধতায় দোকানপাট বন্ধ রাখতে হয়। পানি উন্নয়ন বোর্ড আর পৌর কর্তৃপক্ষ শুধু আশ্বাস দেয়, কিন্তু কোনো টেকসই ব্যবস্থা নেয় না।’

অন্যদিকে, টানা ভারী বর্ষণের কারণে ফুলগাজী উপজেলা সদরের শ্রীপুর রোডে মুহুরী নদীর বাঁধ ভেঙে যায়। এতে নদী তীরবর্তী কয়েকটি দোকান ধসে পড়ে। এছাড়া নিলক্ষ্মী-গাবতলা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম জানান, মুহুরী নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে উজানে ভারী বৃষ্টিপাত হলে নদীর পানি দ্রুত বাড়তে পারে। তিনি বলেন, ‘ভাঙন রোধে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।’

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২-৩ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে জেলার নিম্নাঞ্চলগুলোতে জলাবদ্ধতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পরিবেশ নিয়ে আরও পড়ুন

টাঙ্গাইলের ভূঞাপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে টাকা লুটের অভিযোগে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের তিন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

২ ঘণ্টা আগে

জামালপুরে ৪৮ জন কৃতী শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেছে জেলা পরিষদ।

৩ ঘণ্টা আগে

ওই ভিডিও তে মারধর করেছেন তারা সবাই বয়স্ক, তরুণ কেউ ছিল না। এমনকি সেখানে ছাত্রদলের কোন পর্যায়ের নেতাকর্মীকে দেখা যায়নি। কিন্তু বোদা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জীবন সরকার, পৌর ছাত্রদলের সভাপতি নাজমুল ইমনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের চার ছাত্রদল নেতাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে কেন্দ্রীয় ছাত্রদল বহ

৪ ঘণ্টা আগে

আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালে বিজয় চত্বর নির্মাণ করা হয়েছিল ৷ সে সময় স্থাপনাটির নাম ছিল ‘মির্জা আজম চত্বর’।

৪ ঘণ্টা আগে