মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিতে ফেনী শহরে হাঁটুপানি, নদীতে বিলীন দুটি দোকান

প্রতিনিধি
ফেনী
Thumbnail image
ছবি: প্রতিনিধি

ফেনীতে চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৪৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

অতি ভারী বৃষ্টিতে হাঁটুপানি জমেছে ফেনী শহরের বেশির ভাগ সড়কে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীরা। বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলে বিপৎসীমার কাছাকাছি ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। মুহুরী নদীর পাড় ভেঙে ফুলগাজী এলাকায় দুটি দোকান নদীতে বিলীন হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত সর্বোচ্চ ৩৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমে সর্বোচ্চ। জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এটাই চলতি বর্ষা মৌসুমে জেলার সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী ২-৩ দিন জেলাজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।

২

এদিকে ফেনীতে টানা বর্ষণের ফলে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই ফেনী শহরের ডাক্তার পাড়া, শহীদ শহিদুল্লা কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস, রামপুর, পাঠানবাড়ি, একাডেমি, নাজির রোড ও পেট্রোবাংলা এলাকায় হাঁটুসমান পানি জমে যায়। এতে সড়কে চলাচলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

স্থানীয় বাসিন্দা শাহাদাত পাঠান বলেন, ‘প্রতিবার বৃষ্টি হলেই এভাবে পানি জমে যায়। জলাবদ্ধতায় দোকানপাট বন্ধ রাখতে হয়। পানি উন্নয়ন বোর্ড আর পৌর কর্তৃপক্ষ শুধু আশ্বাস দেয়, কিন্তু কোনো টেকসই ব্যবস্থা নেয় না।’

অন্যদিকে, টানা ভারী বর্ষণের কারণে ফুলগাজী উপজেলা সদরের শ্রীপুর রোডে মুহুরী নদীর বাঁধ ভেঙে যায়। এতে নদী তীরবর্তী কয়েকটি দোকান ধসে পড়ে। এছাড়া নিলক্ষ্মী-গাবতলা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম জানান, মুহুরী নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে উজানে ভারী বৃষ্টিপাত হলে নদীর পানি দ্রুত বাড়তে পারে। তিনি বলেন, ‘ভাঙন রোধে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।’

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২-৩ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে জেলার নিম্নাঞ্চলগুলোতে জলাবদ্ধতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পরিবেশ নিয়ে আরও পড়ুন

নীলফামারীতে অবস্থিত নীলসাগরের সৌন্দর্য বর্ধণের কাজ শুরু হয়েছে

৯ ঘণ্টা আগে

১১ অক্টোবর সিনিয়র সহকারী জজ আদালতের নাজিরের মাধ্যমে ডিক্রিদার উপস্থিতিতে ৪ শতাংশ নালিশীয় জমির ওপর ৩টি টিনের চালাঘর উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছিল

৯ ঘণ্টা আগে

সাতক্ষীরার কলারোয়া সরকারী হাইস্কুলে ২-৪ নভেম্বর তাফসির মাহফিল আয়োজনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা অবনতির শঙ্কা দেখা দিয়েছে

৯ ঘণ্টা আগে

ওই দুই শিশু পরিবারের অজান্তে খেলা করতে করতে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর পাশে নবগঙ্গা নদীতে গোসল করতে নেমে ডুবে যায়

৯ ঘণ্টা আগে