দুর্গাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সংগীতশিল্পী গামছা বাউল ডালিমের মৃত্যু

প্রতিনিধি
রাজশাহী
Thumbnail image
ছবি: প্রতিনিধি

‎রাজশাহীর দুর্গাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গামছা বাউল ডালিম (৩৪) নামের এক সংগীত শিল্পীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার শ্রীপুর গ্রামের বিলে ডিপটিউবওয়েলের বৈদ্যুতিক কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

‎‎নিহত ডালিম দুর্গাপুর উপজেলার হরিপুর গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে লোকজ ধারার সংগীতচর্চার পাশাপাশি পেশাগতভাবে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (BMDA) আওতাধীন ডিপটিউবওয়েল লাইনে বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করতেন।

‎‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডালিম বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর গ্রামের বিলে ডিপটিউবওয়েলের বৈদ্যুতিক লাইনের মেরামতের কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে তিনি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রচণ্ড শকে পানিতে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎‎ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, বিষয়টি খুবই দুঃখজনক। প্রাথমিকভাবে এটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা বলেই জানা গেছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

‎‎উল্লেখ্য, নিহত ডালিম স্থানীয়ভাবে ‘গামছা বাউল’ নামেই বেশি পরিচিত ছিলেন। গলায় গামছা বেঁধে নিজস্ব ভঙ্গিতে গান গেয়ে ইতোমধ্যে এলাকায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। লোকজ সুর আর গ্রামীণ সংস্কৃতির প্রতিনিধিত্ব থাকত তার প্রতিটি পরিবেশনায়।

‎তার মৃত্যুতে দুর্গাপুর উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিল্পী সমাজ ও স্থানীয় সংস্কৃতিপ্রেমীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

‎‎এ বিষয়ে স্থানীয় এক সাংস্কৃতিক কর্মী রাশেদুর রহমান রাশেদ বলেন, “ডালিম শুধু একজন মিস্ত্রি ছিলেন না, তিনি ছিলেন আমাদের প্রাণের মানুষ। গ্রামীণ সুরের ধারক ও বাহক ছিলেন তিনি। তার এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

শোক নিয়ে আরও পড়ুন

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, সেপ্টেম্বর বিকেলে জেলার প্রতিটি উপজেলায় বিক্ষোভ মিছিল, ৮ সেপ্টেম্বর হরতাল-অবরোধ ও নির্বাচন কমিশন কার্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান,৯ সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল, ১০ ও ১১ সেপ্টেম্বর টানা হরতাল

১২ ঘণ্টা আগে

বরাদ্দ পাওয়া প্রতিটি এতিমের বিপরীতে আরও দ্বিগুণ সংখ্যক শিক্ষার্থী থাকার কথা। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে, নিবন্ধিত ৫০ জনের বেশি থাকার কথা থাকলেও নিয়মিত বসবাস করে মাত্র ৮ থেকে ১০ জন শিশু

১৩ ঘণ্টা আগে

বাগেরহাট পল্লি বিদ্যুতের কয়েকজন কর্মচারী জানান, কর্মচারীরা চার দফা দাবি নিয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। এর মধ্যে রয়েছে—আরইবি ও পল্লি বিদ্যুৎ সমিতির একীভূতকরণ বা অন্য বিতরণ সংস্থার মতো কোম্পানি গঠনের প্রজ্ঞাপন জারি, সব চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী করা, চাকরিচ্যুত ও বরখাস্তদের পুনর্বহাল

১৩ ঘণ্টা আগে

সম্প্রতি প্রকাশিত গেজেটে ৯নং ওয়ার্ডকে রংপুর-১ আসনে অন্তর্ভুক্ত করা হয়, যা স্থানীয় বাসিন্দারা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য দাবি করে এর প্রতিবাদ জানাচ্ছেন

১৪ ঘণ্টা আগে