দুর্গাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সংগীতশিল্পী গামছা বাউল ডালিমের মৃত্যু

প্রতিনিধি
রাজশাহী
Thumbnail image
ছবি: প্রতিনিধি

‎রাজশাহীর দুর্গাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গামছা বাউল ডালিম (৩৪) নামের এক সংগীত শিল্পীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার শ্রীপুর গ্রামের বিলে ডিপটিউবওয়েলের বৈদ্যুতিক কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

‎‎নিহত ডালিম দুর্গাপুর উপজেলার হরিপুর গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে লোকজ ধারার সংগীতচর্চার পাশাপাশি পেশাগতভাবে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (BMDA) আওতাধীন ডিপটিউবওয়েল লাইনে বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করতেন।

‎‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডালিম বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর গ্রামের বিলে ডিপটিউবওয়েলের বৈদ্যুতিক লাইনের মেরামতের কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে তিনি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রচণ্ড শকে পানিতে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎‎ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, বিষয়টি খুবই দুঃখজনক। প্রাথমিকভাবে এটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা বলেই জানা গেছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

‎‎উল্লেখ্য, নিহত ডালিম স্থানীয়ভাবে ‘গামছা বাউল’ নামেই বেশি পরিচিত ছিলেন। গলায় গামছা বেঁধে নিজস্ব ভঙ্গিতে গান গেয়ে ইতোমধ্যে এলাকায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। লোকজ সুর আর গ্রামীণ সংস্কৃতির প্রতিনিধিত্ব থাকত তার প্রতিটি পরিবেশনায়।

‎তার মৃত্যুতে দুর্গাপুর উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিল্পী সমাজ ও স্থানীয় সংস্কৃতিপ্রেমীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

‎‎এ বিষয়ে স্থানীয় এক সাংস্কৃতিক কর্মী রাশেদুর রহমান রাশেদ বলেন, “ডালিম শুধু একজন মিস্ত্রি ছিলেন না, তিনি ছিলেন আমাদের প্রাণের মানুষ। গ্রামীণ সুরের ধারক ও বাহক ছিলেন তিনি। তার এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

শোক নিয়ে আরও পড়ুন

নীলফামারীতে অবস্থিত নীলসাগরের সৌন্দর্য বর্ধণের কাজ শুরু হয়েছে

৫ ঘণ্টা আগে

১১ অক্টোবর সিনিয়র সহকারী জজ আদালতের নাজিরের মাধ্যমে ডিক্রিদার উপস্থিতিতে ৪ শতাংশ নালিশীয় জমির ওপর ৩টি টিনের চালাঘর উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছিল

৫ ঘণ্টা আগে

সাতক্ষীরার কলারোয়া সরকারী হাইস্কুলে ২-৪ নভেম্বর তাফসির মাহফিল আয়োজনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা অবনতির শঙ্কা দেখা দিয়েছে

৫ ঘণ্টা আগে

ওই দুই শিশু পরিবারের অজান্তে খেলা করতে করতে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর পাশে নবগঙ্গা নদীতে গোসল করতে নেমে ডুবে যায়

৫ ঘণ্টা আগে