আজ রাষ্ট্রীয় শোক
নিজস্ব প্রতিবেদক

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৫টা ৪৮ মিনিটে হাদির মরদেহ বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কফিন নামানোর সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
হাদির মৃত্যুতে সরকার আজ রাষ্ট্রীয় শোক পালন করছে। প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, জানাজা উপলক্ষে সংসদ ভবন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অংশগ্রহণকারীদের কোনো ব্যাগ বা ভারী বস্তু বহন না করার অনুরোধ জানানো হয়েছে এবং সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে।
ইনকিলাব মঞ্চ এক ফেসবুক পোস্টে জানায়, পরিবারের ইচ্ছা অনুযায়ী হাদিকে কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে। এ উপলক্ষে জানাজার পর তাঁর মরদেহ মিছিল সহকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে নেওয়া হবে।
এর আগে গত বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১০টার দিকে শরিফ ওসমান হাদি মারা যান। তাঁর মৃত্যুতে শোক ও ক্ষোভ প্রকাশ করে গতকাল রাজধানীর শাহবাগে সমাবেশ করে ইনকিলাব মঞ্চ, ডাকসু ও বিভিন্ন সংগঠন। সমাবেশ থেকে হত্যার বিচার দাবি করা হয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আহ্বান জানানো হয়। একই সঙ্গে শাহবাগ মোড়কে ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনে দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আহত হন হাদি। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়।
ঝালকাঠির নলছিটি থেকে উঠে আসা শরিফ ওসমান হাদি ছিলেন জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ের আলোচিত তরুণ নেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা শেষে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। ইনকিলাব মঞ্চ গঠনের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হন এবং বিভিন্ন দাবিতে নিয়মিত আন্দোলন ও সমাবেশে নেতৃত্ব দেন। গুলিবিদ্ধ হওয়ার আগেই তিনি একাধিকবার হত্যার হুমকি পাওয়ার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার নেবে বলে ঘোষণা দেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৫টা ৪৮ মিনিটে হাদির মরদেহ বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কফিন নামানোর সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
হাদির মৃত্যুতে সরকার আজ রাষ্ট্রীয় শোক পালন করছে। প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, জানাজা উপলক্ষে সংসদ ভবন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অংশগ্রহণকারীদের কোনো ব্যাগ বা ভারী বস্তু বহন না করার অনুরোধ জানানো হয়েছে এবং সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে।
ইনকিলাব মঞ্চ এক ফেসবুক পোস্টে জানায়, পরিবারের ইচ্ছা অনুযায়ী হাদিকে কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে। এ উপলক্ষে জানাজার পর তাঁর মরদেহ মিছিল সহকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে নেওয়া হবে।
এর আগে গত বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১০টার দিকে শরিফ ওসমান হাদি মারা যান। তাঁর মৃত্যুতে শোক ও ক্ষোভ প্রকাশ করে গতকাল রাজধানীর শাহবাগে সমাবেশ করে ইনকিলাব মঞ্চ, ডাকসু ও বিভিন্ন সংগঠন। সমাবেশ থেকে হত্যার বিচার দাবি করা হয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আহ্বান জানানো হয়। একই সঙ্গে শাহবাগ মোড়কে ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনে দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আহত হন হাদি। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়।
ঝালকাঠির নলছিটি থেকে উঠে আসা শরিফ ওসমান হাদি ছিলেন জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ের আলোচিত তরুণ নেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা শেষে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। ইনকিলাব মঞ্চ গঠনের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হন এবং বিভিন্ন দাবিতে নিয়মিত আন্দোলন ও সমাবেশে নেতৃত্ব দেন। গুলিবিদ্ধ হওয়ার আগেই তিনি একাধিকবার হত্যার হুমকি পাওয়ার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার নেবে বলে ঘোষণা দেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি অনির্দিষ্টকালের জন্য সব অনুষ্ঠান ও প্রদর্শনী স্থগিত করেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) একাডেমির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় বলা হয়, রাষ্ট্রীয় শোকের কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
৩৪ মিনিট আগে
উত্তরের আকাশে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ও শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতের প্রথমভাগে বিভিন্ন এলাকায় উল্কাবৃষ্টি দেখা গেছে। দিনাজপুর, গাইবান্ধা ও নীলফামারীর সীমান্তবর্তী এলাকায় কিছু মানুষ আতঙ্কিত হয়েছেন, উল্কাগুলোকে ক্ষেপণাস্ত্র মনে করেছেন।
১ ঘণ্টা আগে
ঢাকার পূর্বাঞ্চলীয় রেলপথে শনিবার (২০ ডিসেম্বর) থেকে যাত্রীদের ভাড়া বৃদ্ধি কার্যকর হয়েছে। এবার সরাসরি টিকিটের দাম না বাড়িয়ে, বিশেষভাবে সেতু সংক্রান্ত ‘পন্টেজ চার্জ’ আরোপের মাধ্যমে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। নতুন নিয়মে ছয়টি রুটে চলাচলরত ট্রেনের আসনভেদে ৫ থেকে ২২৬ টাকা পর্যন্ত বাড়তি অর্থ দিতে হবে।
৩ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজা শনিবার (২০ ডিসেম্বর) দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। রাজধানীর কেন্দ্রীয় অংশে যান চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ শিল্পকলা একাডেমি অনির্দিষ্টকালের জন্য সব অনুষ্ঠান ও প্রদর্শনী স্থগিত করেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) একাডেমির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় বলা হয়, রাষ্ট্রীয় শোকের কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
উত্তরের আকাশে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ও শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতের প্রথমভাগে বিভিন্ন এলাকায় উল্কাবৃষ্টি দেখা গেছে। দিনাজপুর, গাইবান্ধা ও নীলফামারীর সীমান্তবর্তী এলাকায় কিছু মানুষ আতঙ্কিত হয়েছেন, উল্কাগুলোকে ক্ষেপণাস্ত্র মনে করেছেন।
ঢাকার পূর্বাঞ্চলীয় রেলপথে শনিবার (২০ ডিসেম্বর) থেকে যাত্রীদের ভাড়া বৃদ্ধি কার্যকর হয়েছে। এবার সরাসরি টিকিটের দাম না বাড়িয়ে, বিশেষভাবে সেতু সংক্রান্ত ‘পন্টেজ চার্জ’ আরোপের মাধ্যমে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। নতুন নিয়মে ছয়টি রুটে চলাচলরত ট্রেনের আসনভেদে ৫ থেকে ২২৬ টাকা পর্যন্ত বাড়তি অর্থ দিতে হবে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজা শনিবার (২০ ডিসেম্বর) দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। রাজধানীর কেন্দ্রীয় অংশে যান চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে।