নিজস্ব প্রতিবেদক

রায়কে কেন্দ্র করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিতে দেশজুড়ে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, বিশেষ করে ঢাকা, মুন্সিগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, গোপালগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর, ময়মনসিংহ ও ফেনীসহ একাধিক জেলায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের জন্য রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে।
রাজধানী ও আশপাশের এলাকায় বিভিন্ন স্থানে বাস ও যানবাহনে আগুন এবং ককটেল বিস্ফোরণ ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মিরপুর পল্লবী, কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা মোড় ও মৌচাকে ফরচুন টাওয়ারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া সিলেট-আখাউড়া রেলপথে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে রেললাইনে স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছে; তবে কালনী এক্সপ্রেস ট্রেন সময়মতো থামিয়ে বড় দুর্ঘটনা এড়ানো গেছে।
রাজধানী ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা নিরাপত্তা তদারকি করছেন। ঢাকার বিভিন্ন এলাকায় ১-১১ নভেম্বর পর্যন্ত ১৫ স্থানে ২৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কোনো হতাহতের খবর নেই।
অপরদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে, তবে টাকার নিরাপত্তা রক্ষা পায়। মুন্সিগঞ্জের গজারিয়ায় এবং গোপালগঞ্জ গণপূর্ত কার্যালয়ের সামনেও আগুন দেওয়া হয়। ফেনী-চট্টগ্রাম সড়কের মহিপালে দাঁড়িয়ে থাকা একটি বাস আগুনে পুড়ে যায়।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি বাসে আগুন দেয়ার ঘটনায় চালক জুলহাস মিয়া নিহত হয়েছেন। ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে আরও দুইজনের সংযোগ রয়েছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সংক্ষেপে, রায়কে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলায় নাশকতা, আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা তদারকি করছে এবং বেশিরভাগ নাশক কার্যক্রম নিয়ন্ত্রণে আনা হয়েছে।
জোরদার নিরাপত্তা ব্যবস্থা
বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টাল, হাইকোর্ট এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এবং মিন্টু রোডে বিজিবি সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। এছাড়া কাকরাইলসহ ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ ও র্যাব সদস্যরা অবস্থান নিয়েছেন। ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোতায়েন অব্যাহত থাকবে।
অনলাইনে ক্লাস, পরীক্ষা স্থগিত
ঢাকার মোহাম্মদপুরের ইকবাল রোডে মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় প্রিপারেটরি স্কুলের সামনে দুর্বৃত্তরা দুটি পেট্রোলবোমা নিক্ষেপ করে; এতে কেউ আহত হয়নি। ঘটনার পর স্কুলের নিরাপত্তায় পুলিশ ও র্যাব সদস্যরা মোতায়েন হয়েছেন।
এই ঘটনার প্রভাব হিসেবে বুধবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ পরে নতুন সময়সূচি জানাবে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ও রায়কে ঘিরে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান আজকে অনলাইনে ক্লাস পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
ইংরেজি মাধ্যমের ইউরোপীয়ান স্ট্যান্ডার্ড স্কুল ও সানবীম স্কুল বৃহস্পতিবার সমস্ত ক্লাস অনলাইনে করার তথ্য শিক্ষার্থীদের জানিয়েছে। বেসরকারি শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিও ১২ ও ১৩ নভেম্বরের সব ক্লাস ও পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করেছে। বিশ্ববিদ্যালয়ের শাটল ও বাস সার্ভিসও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
এর আগে সোমবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একটি বাসে ধানমন্ডিতে অগ্নিসংযোগ ঘটেছিল। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশও ১৩ নভেম্বরের সব ক্লাস অনলাইনে করার সিদ্ধান্ত নিয়েছে।

রায়কে কেন্দ্র করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিতে দেশজুড়ে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, বিশেষ করে ঢাকা, মুন্সিগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, গোপালগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর, ময়মনসিংহ ও ফেনীসহ একাধিক জেলায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের জন্য রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে।
রাজধানী ও আশপাশের এলাকায় বিভিন্ন স্থানে বাস ও যানবাহনে আগুন এবং ককটেল বিস্ফোরণ ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মিরপুর পল্লবী, কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা মোড় ও মৌচাকে ফরচুন টাওয়ারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া সিলেট-আখাউড়া রেলপথে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে রেললাইনে স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছে; তবে কালনী এক্সপ্রেস ট্রেন সময়মতো থামিয়ে বড় দুর্ঘটনা এড়ানো গেছে।
রাজধানী ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা নিরাপত্তা তদারকি করছেন। ঢাকার বিভিন্ন এলাকায় ১-১১ নভেম্বর পর্যন্ত ১৫ স্থানে ২৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কোনো হতাহতের খবর নেই।
অপরদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে, তবে টাকার নিরাপত্তা রক্ষা পায়। মুন্সিগঞ্জের গজারিয়ায় এবং গোপালগঞ্জ গণপূর্ত কার্যালয়ের সামনেও আগুন দেওয়া হয়। ফেনী-চট্টগ্রাম সড়কের মহিপালে দাঁড়িয়ে থাকা একটি বাস আগুনে পুড়ে যায়।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি বাসে আগুন দেয়ার ঘটনায় চালক জুলহাস মিয়া নিহত হয়েছেন। ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে আরও দুইজনের সংযোগ রয়েছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সংক্ষেপে, রায়কে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলায় নাশকতা, আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা তদারকি করছে এবং বেশিরভাগ নাশক কার্যক্রম নিয়ন্ত্রণে আনা হয়েছে।
জোরদার নিরাপত্তা ব্যবস্থা
বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টাল, হাইকোর্ট এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এবং মিন্টু রোডে বিজিবি সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। এছাড়া কাকরাইলসহ ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ ও র্যাব সদস্যরা অবস্থান নিয়েছেন। ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোতায়েন অব্যাহত থাকবে।
অনলাইনে ক্লাস, পরীক্ষা স্থগিত
ঢাকার মোহাম্মদপুরের ইকবাল রোডে মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় প্রিপারেটরি স্কুলের সামনে দুর্বৃত্তরা দুটি পেট্রোলবোমা নিক্ষেপ করে; এতে কেউ আহত হয়নি। ঘটনার পর স্কুলের নিরাপত্তায় পুলিশ ও র্যাব সদস্যরা মোতায়েন হয়েছেন।
এই ঘটনার প্রভাব হিসেবে বুধবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ পরে নতুন সময়সূচি জানাবে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ও রায়কে ঘিরে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান আজকে অনলাইনে ক্লাস পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
ইংরেজি মাধ্যমের ইউরোপীয়ান স্ট্যান্ডার্ড স্কুল ও সানবীম স্কুল বৃহস্পতিবার সমস্ত ক্লাস অনলাইনে করার তথ্য শিক্ষার্থীদের জানিয়েছে। বেসরকারি শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিও ১২ ও ১৩ নভেম্বরের সব ক্লাস ও পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করেছে। বিশ্ববিদ্যালয়ের শাটল ও বাস সার্ভিসও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
এর আগে সোমবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একটি বাসে ধানমন্ডিতে অগ্নিসংযোগ ঘটেছিল। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশও ১৩ নভেম্বরের সব ক্লাস অনলাইনে করার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ স্কাউটসের তত্ত্বাবধানে ১৮তম কোর্স ফর লিডার ট্রেনার শুরু হয়েছে। গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৮ দিনব্যাপী এই কোর্সের উদ্বোধন করেন কোর্স পরিচালক ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল
১৮ মিনিট আগে
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ডাকা লকডাউনের প্রভাব পড়েনি ভোলায়, জনজীবন স্বাভাবিক রয়েছে। ভোর থেকেই প্রতিদিনের মত কর্মব্যস্ততা শুরু করেন শ্রমজীবীরা
৩৩ মিনিট আগে
কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা রোধে বাংলাদেশ জামায়েতে ইসলামীর নেতাকর্মীরা অবস্থান নেন
৩৯ মিনিট আগেবাংলাদেশ স্কাউটসের তত্ত্বাবধানে ১৮তম কোর্স ফর লিডার ট্রেনার শুরু হয়েছে। গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৮ দিনব্যাপী এই কোর্সের উদ্বোধন করেন কোর্স পরিচালক ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ডাকা লকডাউনের প্রভাব পড়েনি ভোলায়, জনজীবন স্বাভাবিক রয়েছে। ভোর থেকেই প্রতিদিনের মত কর্মব্যস্ততা শুরু করেন শ্রমজীবীরা
কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা রোধে বাংলাদেশ জামায়েতে ইসলামীর নেতাকর্মীরা অবস্থান নেন