সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভেদ চাই না : ডা. শফিক

প্রতিনিধি
Thumbnail image

আমরা বাংলাদেশে সংখ্যাগুরু-সংখ্যালঘুর বিভাজন মানি না। এ দেশে জন্মগ্রহণকারী প্রত্যেকেই গর্বিত নাগরিক।’ এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন,‘ইসলাম কারও ওপর জোর খাটানোর অনুমতি দেয় না, তেমনি অন্য ধর্মও কারও ওপর জোর খাটাতে পারে না।’

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরের কক্সবাজার সরকারি কলেজ মাঠে আয়োজিত জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার প্রসঙ্গে জামায়াতের আমীর বলেন, ‘বিভিন্ন সময় মেজরিটি-মাইনরিটি ইস্যু তৈরি করে মানুষকে নিপীড়ন করা হয়েছে, জমি দখল, সম্পদ লুট, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। অথচ এসব অন্যায়ের দায় জামায়াতের ওপর চাপানো হয়েছে।’

তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘যদি কেউ প্রমাণ করতে পারে যে জামায়াতের কর্মীরা এসব ঘটনায় জড়িত, তাহলে নাম-ঠিকানা দিয়ে জানান। আমরা ন্যায়বিচার নিশ্চিত করব।’

২০২৪ সালের রাজনৈতিক আন্দোলন প্রসঙ্গে ডা. শফিক বলেন, ‘সাড়ে ১৫ বছর ধরে আমরা নেতৃত্ব দিয়েছি, কিন্তু স্বৈরাচারের পতন ঘটাতে পারিনি। তবে ২০২৪ সালে তরুণ প্রজন্মের নেতৃত্বে জাতি ফ্যাসিজমের বিরুদ্ধে সফলভাবে শেষ আঘাত হেনেছিল।’

তিনি বলেন,‘অনেকে নিজেদের আন্দোলনের মাস্টারমাইন্ড বলে দাবি করেন, কিন্তু প্রকৃত পরিকল্পনাকারী মহান আল্লাহ।’

দেশের বিচারব্যবস্থা নিয়ে তিনি বলেন, ‘স্বাধীনতার পর অনেক দেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে, কিন্তু আমাদের বিচারব্যবস্থা এখনো স্বচ্ছ হয়নি।’

জামায়াতের শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের ১১ জন শীর্ষ নেতাকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। আমরা প্রতিশোধ চাই না, তবে ন্যায়বিচার চাই। ২০২৪ সালের গণহত্যার বিচার অবশ্যই হতে হবে।’

সম্প্রতি ভাইরাল হওয়া পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের বক্তব্য প্রসঙ্গে জামায়াতের আমীর বলেন, ‘পুলিশ ভাইদের বলছি, বেনজীরের ফাঁদে পা দেবেন না।’

কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নুর মোহাম্মদ আনোয়ারির সভাপতিত্বে আয়োজিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরীসহ শীর্ষ নেতারা।

সম্মেলন ঘিরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। পুরো কক্সবাজার শহর সেজেছিল ব্যানার, ফেস্টুন ও তোরণে, যা কর্মীদের উজ্জীবিত করেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

কক্সবাজারের পেকুয়া থেকে অপহৃত তিনজনকে উদ্ধার করেছে পেকুয়া থানা পুলিশ। তারা সবাই একটি রেস্টুরেন্টের কর্মচারী। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের নয়াহাট গ্রামে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

৬ ঘণ্টা আগে

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের পৌর পার্কে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর অনুষ্ঠাস্থলের অদূরেই দুটি ককটেল বিস্ফোরণ করা হয়।

৭ ঘণ্টা আগে

পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধ সয়াবিন তেলের কারখানায় অভিযান চালিয়ে তিন হাজার ১৩২ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করেছে বোদা থানা পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার বোদা সদর ইউনিয়নের মাঝগ্রাম এলাকায় অভিযান চালিয়ে বোতলজাত সয়াবিন তেলগুলো জব্দ করা হয়। এসময় দুইটি পিকআপও জব্দ করা হয়।

৮ ঘণ্টা আগে

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ -সভাপতি নিতাই রায় চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে গুমসহ সব হত্যাকান্ডের বদলা নেয়া হবে। ক্রসফায়ারের নামে বিএনপির যে সমস্ত নেতাকর্মীদের , খুন করা হয়েছে সব হত্যাকান্ডের বিচার করা হবে। জাতিকে অভিশাপ মুক্ত করতেই বিএনপি নির্বাচন চাচ্ছে।

৮ ঘণ্টা আগে