২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রেপ্তার

প্রতিনিধি
Thumbnail image
গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী আশিক

কক্সবাজার শহরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ও ২৮ মামলার আসামি আশিকুল ইসলাম (৩২) অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে থাকা আশিককে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. জসিম উদ্দিন চৌধুরী।

গ্রেপ্তার আশিক কক্সবাজার পৌরসভার মধ্যম বাহারছড়া এলাকার আব্দুল করিমের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, অপহরণ, ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, চুরি, মারামারিসহ ২৮টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে কক্সবাজার শহর ও আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, আশিক দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। তবে মঙ্গলবার রাতে তার অবস্থান নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও কিছু মাদক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আশিকের গ্রেপ্তারের খবরে কক্সবাজারের সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে তার সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিল স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ। অনেকে মনে করছেন, আশিকের গ্রেপ্তার কক্সবাজারে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পুলিশ জানিয়েছে, অন্য সহযোগীদের ধরতে অভিযান চলবে।

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. জসিম উদ্দিন চৌধুরী নিখাদ খবরকে জানান, দীর্ঘদিন ধরে আশিক কক্সবাজারে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার সন্ত্রাসী কার্যকলাপ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রেহাই পায়নি। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

কক্সবাজারের পেকুয়া থেকে অপহৃত তিনজনকে উদ্ধার করেছে পেকুয়া থানা পুলিশ। তারা সবাই একটি রেস্টুরেন্টের কর্মচারী। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের নয়াহাট গ্রামে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

৭ ঘণ্টা আগে

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের পৌর পার্কে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর অনুষ্ঠাস্থলের অদূরেই দুটি ককটেল বিস্ফোরণ করা হয়।

৭ ঘণ্টা আগে

পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধ সয়াবিন তেলের কারখানায় অভিযান চালিয়ে তিন হাজার ১৩২ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করেছে বোদা থানা পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার বোদা সদর ইউনিয়নের মাঝগ্রাম এলাকায় অভিযান চালিয়ে বোতলজাত সয়াবিন তেলগুলো জব্দ করা হয়। এসময় দুইটি পিকআপও জব্দ করা হয়।

৮ ঘণ্টা আগে

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ -সভাপতি নিতাই রায় চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে গুমসহ সব হত্যাকান্ডের বদলা নেয়া হবে। ক্রসফায়ারের নামে বিএনপির যে সমস্ত নেতাকর্মীদের , খুন করা হয়েছে সব হত্যাকান্ডের বিচার করা হবে। জাতিকে অভিশাপ মুক্ত করতেই বিএনপি নির্বাচন চাচ্ছে।

৮ ঘণ্টা আগে