অসহায় বৃদ্ধের চিকিৎসার দায়িত্ব নিল ছাত্রদলের নেতাকর্মীরা

প্রতিনিধি
Thumbnail image

মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আড্ডা দেওয়ার সময় আহত এক বৃদ্ধ তাদের কাছে সাহায্যের আবেদন করলে তারা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসার দায়িত্ব নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আহত ব্যক্তি নুরুল আলম (৬৫) হঠাৎ ঈদগাঁও বিএনপি কার্যালয়ের সামনে এসে ছাত্রদলের নেতাদের কাছে তার যখম হওয়া হাত দেখান এবং সাহায্য চান। হাতে গভীর ক্ষত থাকায় অবস্থা গুরুতর ছিল। বিষয়টি বুঝতে পেরে ঈদগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আনিসুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা ও আব্দুর রহমান, ঈদগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন দেরি না করে বৃদ্ধকে দ্রুত ঈদগাঁওর আল হারামাইন হাসপাতালে নিয়ে যান।

সাবেক সদস্য সচিব আনিসুর রহমান বলেন, ‘মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। আমরা দেখলাম, বৃদ্ধ নুরুল আলম কষ্ট পাচ্ছেন, তাই দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।’

সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা বলেন, ‘আমরা যখন জানতে পারলাম তিনি অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেন না, তখন আর দেরি করিনি। মানবিক দায়িত্ব থেকেই আমরা এগিয়ে এসেছি।’

সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বলেন, ‘রাজনীতি শুধু বক্তৃতা-বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়, এটি মানুষের কল্যাণে কাজ করার মাধ্যম। আমরা চেষ্টা করেছি একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।’

স্থানীয়রা ছাত্রদলের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে, রাজনৈতিক নেতাকর্মীরা দল-মতের ঊর্ধ্বে উঠে সবসময় মানুষের কল্যাণে কাজ করবেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

কক্সবাজারের পেকুয়া থেকে অপহৃত তিনজনকে উদ্ধার করেছে পেকুয়া থানা পুলিশ। তারা সবাই একটি রেস্টুরেন্টের কর্মচারী। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের নয়াহাট গ্রামে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

৬ ঘণ্টা আগে

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের পৌর পার্কে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর অনুষ্ঠাস্থলের অদূরেই দুটি ককটেল বিস্ফোরণ করা হয়।

৬ ঘণ্টা আগে

পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধ সয়াবিন তেলের কারখানায় অভিযান চালিয়ে তিন হাজার ১৩২ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করেছে বোদা থানা পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার বোদা সদর ইউনিয়নের মাঝগ্রাম এলাকায় অভিযান চালিয়ে বোতলজাত সয়াবিন তেলগুলো জব্দ করা হয়। এসময় দুইটি পিকআপও জব্দ করা হয়।

৭ ঘণ্টা আগে

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ -সভাপতি নিতাই রায় চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে গুমসহ সব হত্যাকান্ডের বদলা নেয়া হবে। ক্রসফায়ারের নামে বিএনপির যে সমস্ত নেতাকর্মীদের , খুন করা হয়েছে সব হত্যাকান্ডের বিচার করা হবে। জাতিকে অভিশাপ মুক্ত করতেই বিএনপি নির্বাচন চাচ্ছে।

৮ ঘণ্টা আগে