জামালপুরে মসজিদের চাঁদাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে হামলা।। আহত ৭

প্রতিনিধি
জামালপুর
Thumbnail image
সংঘর্ষ

জামালপুরে মসজিদের চাঁদা আদায়কে কেন্দ্র করে বিএনপি'র দুই গ্রুপের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে সাতজন আহত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার মেস্টা ইউনিয়নের হাসিল বটতলা এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় এলাকাবাসীরা জানায়, শুক্রবার দুপুরে জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের হাসিল বটতলা গৌরিপুর জামে মসজিদে জুম্মার নামাজের সময় মসজিদের মাসিক চাঁদা বৃদ্ধির জন্য ওই এলাকার বাসিন্দা ভ্যান চালক চাঁন মিয়ার কাছে একশ টাকার স্থলে দেড়শ টাকার আদায়ে চাপ দেন মেষ্টা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ও মসজিদ কমিটির উপদেষ্টা আমজাদ মিয়া। দেড়শ টাকা প্রদানের জন্য চাঁন মিয়া অপারগতা প্রকাশ করেন। এ সময় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক চাঁদার বিষয়ে চাঁন মিয়ার পক্ষ নিলে বিএনপি নেতা আমজাদ মিয়ার সাথে তর্কবিতর্ক সৃষ্টি হয়। এক পর্যায়ের চাঁদার বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তার জের ধরে সন্ধ্যার দিকে মসজিদ কমিটির সভাপতি ও তার দুই ভাই ইফতার সামগ্রী কিনে বাড়ী ফেরার পথে মেষ্টা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আমজাদ মিয়া, তার ছোট ভাই রফিকুল ইসলাম, মোফাজ্জল হোসেনসহ তাদের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মসজিদ কমিটির সভাপতি বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক তার ভাই সোহেল ও সোহাগ রানার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তারা গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।

হামলায় আহত মসজিদ কমিটির সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, ঐদিন দুপুরে আমজাদ মিয়া জোরপূর্বক মসজিদের মাসিক চাঁদার জন্য এলাকার বাসিন্দাদের জুলুম করায় আমি বাধা দিলে তার সাথে কথা কাটাকাটি হয়। তারপর সন্ধ্যায় ইফতার নিয়ে বাড়ি ফেরার পথে আমজাদ মিয়া, তার ভাই রফিকুলসহ বেশ কিছু লোক জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে আহত করে।

এ ব্যাপারে ইউনিয়ন বিএনপি সহ সভাপতি ও মসজিদ কমিটির উপদেষ্টা আমজাদ মিয়া বলেন, ঈদ উপলক্ষ্যে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের বেতন পরিশোধের জন্য চাঁদার হার বাড়ানো হয়েছে। কিন্তু চাঁন মিয়া বর্ধিত চাঁদা দিতে অস্বীকার করায় তার পক্ষ নেয়ায় রফিকুল ইসলাম।তাই তাঁর সাথে তর্কবিতর্ক এবং ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সন্ধ্যার দিকে হামলার ঘটনা অনাকাঙ্খিত। হামলার সময় আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সারাদেশ নিয়ে আরও পড়ুন

সুন্দরবনের আদাচাইরে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা করেছে।

১ দিন আগে

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক হুইপ ও খুলনা-১ সাবেক সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

৪ দিন আগে

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান আন্দোলন চলাকালীন সাভারের আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত তিন পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

৪ দিন আগে

নরসিংদী গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী (সিভিল) মো. ইকরামুল হাসান চৌধুরি যেন টাকার মেশিন। ছোট চাকুরি করেও রাতারাতি শত কোটি টাকার মালিক বনে গেছেন। ঘুষ নেন অভিনব কায়দায়। থাকেন ধরা ছোঁয়ার বাইরে। নিজেকে আড়াল করে রাখতেই বেশী পছন্দ করেন তিনি। দিনের বেলায় অফিসে আসেন না এই কর্মকর্তা।

৬ দিন আগে