সাতক্ষীরায় সাংবাদিকদের বহনকারী বাস খাদে, আহত অন্তত ২০

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
আপডেট : ১৮ মে ২০২৫, ১৯: ২০
Thumbnail image

সাতক্ষীরা তালা উপজেলার মির্জাপুর বাজারের কাছে ৩৫ জন সাংবাদিককে বহনকারী একটি বাস খাদে পড়ে গেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। বিভিন্ন টিভি চ্যানেল ও পত্রিকার সাংবাদিকরা বিজিবির সঙ্গে সাতক্ষীরা সীমান্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন।

রোববার (১৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মির্জাপুর বাজারসংলগ্ন ইসলাম কাঠির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

বাসটিতে থাকা কয়েকজন সাংবাদিক ফেসবুকে ছবি পোস্ট করে সংক্ষিপ্তভাবে ঘটনা বর্নণা করেছেন। সফররত সাংবাদিকরা সবাই-ই ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সদস্য।

জানা যায়, সফর শেষে ঢাকায় ফেরার পথে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার তালা উপজেলার মির্জাপুর বাজারের কাছে আসলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে পড়ে যায়। তাৎক্ষণিক বিজিবি সদস্যরা ও স্থানীয়রা তাদের উদ্ধারে এগিয়ে আসে।

এ বিষয়ে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ নিখাদ খবরকে জানান, প্রাথমিক ভাবে সহকর্মীদের কাছ থেকে যতটুকু জেনেছি, সড়কের ঐ এলাকটা দুর্ঘটনাপ্রবণ। তাই, রোড ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বাঁকে কিংবা সড়ক দ্বীপের উন্নয়ন জরুরি। একই সাথে যে গাড়ির ধাক্কায় সাংবাদিকদের বহনকারী বাসটি উল্টে গেছে, সে গাড়ির চালকের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা জরুরি এবং এজন্য দায়ী ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সাম্প্রতিক বৃষ্টির কারণে সড়কটি পিচ্ছল হয়ে পড়েছে। পর্যাপ্ত পাথর না থাকায় প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটে। চালকরাও বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

মির্জাপুর বাজারের এক দোকানদার বলেন, এ রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। গত মাসেও একটি মালবাহী ট্রাক উল্টে গিয়েছিল। দ্রুত সংস্কার প্রয়োজন।

এ বিষয়ে পাটকেলঘাটা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাইনউদ্দিন নিখাদ খবরকে জানান, বাসটি রাস্তার পাশে পড়ে গেছে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

তালা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সূত্রে জানা গেছে, খবর পেয়ে বিকাল সাড়ে পাঁচটার দিকে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিস্তারিত তথ্য এখনও সংগ্রহ করা হচ্ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সারাদেশ নিয়ে আরও পড়ুন

ঝিনাইদহের মহেশপুরে চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আদমপুর আবাসন প্রকল্পে এ ঘটনা ঘটে।

২ দিন আগে

ধানমন্ডিতে ঝটিকা মিছিল পরিকল্পনাকারী সজীবুল ইসলাম হৃদয়সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি

২ দিন আগে

আটক ফারদিন মিয়ার বরাতে ডিবি পরিদর্শক ছগির হোসেন জানান, নিহত বাবু ও আটক ফারদিন সপ্তাহ খানিক আগে কক্সবাজারে ঘুরতে যান। সেখান থেকে তারা মোটরসাইকেলযোগে সড়কপথে ফেরার পথে বিপুল পরিমাণ ইয়াবার চালান বহন করছিল

২ দিন আগে

কোপা মাসুদ ও তার সহযোগীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ। প্রকাশ্য অস্ত্রের মহড়া দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রাখতেন তারা

২ দিন আগে