ভোলায় ক্ষমতার দাপট দেখিয়ে ক্রয়সূত্রের জমি জবর দখল

প্রতিনিধি
ভোলা
আপডেট : ০২ জুলাই ২০২৫, ১৪: ৪০
Thumbnail image
প্রতীকী ছবি

ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বিগত স্বৈরশাসক আওয়ামী লীগের দোসর নুরে আলম শাহজাহান ,খলিল মহাজনসহ একদল ভূমি দস্যুচক্র ক্ষমতার দাপট দেখিয়ে ক্রয়সূত্রের একটি জমি জবর দখল করেছে।

জানা যায়, নুরে আলম,শাজাহানসহ ভূমিদস্যুরা ভোলা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান জসিম উদ্দিনের কাছের লোক। সেই প্রভাব খাটিয়ে এলাকায় সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছিল। তাদের সন্ত্রাসের ভয়ে মুখ খোলার সাহস পায়নি এলাকাবাসী।

অভিযোগ সূত্রে জানাযায়, চর রতনপুর মৌজা জে,এল নং-৭২, ২৬৮নং খতিয়ানে১৯৫৮/২০৭৮/২০৮২/২০৮৩/২০১৬, নং দাগে -২১৭ নং খতিয়ানে , ২০৯৬ নং দাগে ভুক্ত জমি ক্রয়সূত্রে মালিক রোকেয়া বেগম । বর্তমান বিএস এ দাতার নিজ নামে রেকর্ডে মালিকও তিনি। উক্ত বিএস খতিয়ান থেকে উক্ত দাগ থেকে তাজল ইসলাম রোকেয়া বেগমের কাছে ১৭ শতাংশ জমি বিক্রি করেন। কিন্তু ভূমিদস্যু নুরে আলমগংদের লোলুপ দৃষ্টি পড়ে ওই জমির ওপর। জবর দখল করে নেন জমিটি। কয়েকবার তাদের সাথে জমির কাগজপত্র নিয়ে বসতে বললেও তারা বসতে অস্বীকৃতি জানায়। ভূমিদস্যু নুরে আলম, শাজাহান ও খলিল মহাজনসহ তাদের দলবলেরা রোকেয়া ও তার পরিবারকে জমির কাছে গেলে হামলা ও হত্যা হুমকি দেয়। এতে করে ভয়ে তারা তাদের ক্রয়কৃত জমি ভোগদখল থেকে বঞ্চিত হচ্ছে।

রোকেয়া ও তার পরিবার জমিটি ফিরে পেতে দেশের প্রশাসন, ভোলা দায়িত্বরত নৌবাহিনী,কোস্টর্গাড এর হস্তক্ষেপ কামনা করেন।

উক্ত বিষয়ে বিগত গত ২২ সালের ১০ জানুয়ারি ভোলা মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করে ভুক্তভোগী পরিবার। কিন্তু আওয়ামী লীগের ক্ষমতা দাপট দেখিয়ে পুলিশ ম্যানেজ করে ফেলে ভূমি দস্যুরা।

স্থানীয়রা আরও অভিযোগ করেন, নুরে আলম স্থানীয় আওয়ামী লীগের ক্ষমতা দাপট দেখিয়ে অনেকের জমি জোরপূর্বক দখল করে রেখেছে। আওয়ামী লীগের পতনের পরে তার বিরুদ্ধে একাধিক জমি সংক্রান্ত মামলা হয়। তারপরে ও কোন এক অদৃশ্য কারণে নুরে আলমগংরা জোরপূর্বক দখল জমিগুলো ভোগ করে আসছে।

এখন আওয়ামী লীগের দাপট না থাকলেও টাকা দিয়ে সব ম্যানেজ করছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সারাদেশ নিয়ে আরও পড়ুন

ঝিনাইদহের মহেশপুরে চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আদমপুর আবাসন প্রকল্পে এ ঘটনা ঘটে।

২ দিন আগে

ধানমন্ডিতে ঝটিকা মিছিল পরিকল্পনাকারী সজীবুল ইসলাম হৃদয়সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি

২ দিন আগে

আটক ফারদিন মিয়ার বরাতে ডিবি পরিদর্শক ছগির হোসেন জানান, নিহত বাবু ও আটক ফারদিন সপ্তাহ খানিক আগে কক্সবাজারে ঘুরতে যান। সেখান থেকে তারা মোটরসাইকেলযোগে সড়কপথে ফেরার পথে বিপুল পরিমাণ ইয়াবার চালান বহন করছিল

২ দিন আগে

কোপা মাসুদ ও তার সহযোগীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ। প্রকাশ্য অস্ত্রের মহড়া দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রাখতেন তারা

২ দিন আগে