বালুর নিচে করে আনা হয় ভারতীয় চিনি, গ্রেপ্তার ২

প্রতিনিধি
সিলেট
Thumbnail image
সিলেটে ভারতীয় ‘বুঙ্গার চিনি’ তল্লাশি চালিয়ে জব্দ করে পুলিশ। ছবি: সংগৃহীত

সিলেট মহানগরের শাহপরান থানার দাসপাড়া এলাকায় মুসলিম হাই স্কুলের পাশে গত মঙ্গলবার মেসার্স ইসলাম ব্রাদার্সের সামনে একটি ট্রাকের ভেতরে বালুর নিচে সুকৌশলে লুকিয়ে আনা হচ্ছিল ভারত থেকে চোরাচালানে আসা ৩১৯ বস্তা চিনি। ‘বুঙ্গার চিনি’ হিসেবে পরিচিত এসব চিনি নেওয়া হচ্ছিল সিলেট শহরে। ট্রাকটি তল্লাশি করে এসব অবৈধ চিনি তাৎক্ষণিকভাবে জব্দ করে পুলিশ। এ সময় জড়িত অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গতকাল বুধবার শাহপরান থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর থানার চমনাই গ্রামের মো. হাবিবুর রহমান (২৭) ও জয়রামপুর গ্রামের জয় হোসেন (২২)।

পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে শাহপরান (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সোহেল চন্দ্র সরকার ও তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা তল্লাশিচৌকিতে একটি ট্রাক থামান। এ সময় তারা তল্লাশি চালিয়ে ট্রাকের ভেতরে বালুর নিচে লুকানো অবস্থায় ৩১৯ বস্তা ভারতীয় চিনি দেখতে পান। এসব বস্তায় ১৫ হাজার ৬১৩ কেজি চিনি ছিল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় পৌনে ১৯ লাখ টাকা।

এ সময় ট্রাকটির চালক ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান, চিনি পাচারের সঙ্গে আরও একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি জড়িত আছেন।

হাবিবুর ও জয়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

গ্রেফতার নিয়ে আরও পড়ুন

অসদাচারণ ও দুর্নীতির অভিযোগে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা,অসদাচারণ ও দুর্নীতির তদন্ত আগামী শুরু ৩০ জুলাই শুরু হচ্ছে। খাগড়াছড়ি সার্কিট হাউজে তার বিরুদ্ধে তথ্য-প্রমাণ নিয়ে হাজির হতে বলা হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়

৪১ মিনিট আগে

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন এবং অন্তত ১৫-২০ জন আহত হয়েছেন।

১ দিন আগে

ডাকাতরা নগদ ৮ লাখ টাকা, সোনার গয়না ও বাড়ির মূল্যবান জিনিস লুঠ করে। বুধবার রাত ২টায় কিশোরগঞ্জ সদর ইউপির মুশা বটতলা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মুরগী ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকীর বাড়িতে এ ডাকাতি হয়।

১ দিন আগে

২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি নরসিংদীর শিবপুরের উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে নিজ বাসায় ঢুকে গুলি করে পালিয়ে যায় আসামি মহসিন মিয়া এবং আরও দুজন। গুরুতর আহত অবস্থায় হারুনুর রশিদকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকার ৯৪ দিন পর ওই বছরের ৩১ মে মারা যান এই রাজনীতিক

১ দিন আগে