৭০০ টাকার হাঁসের জন্য ৩০০ টাকার চাঁদার দাবিতে হামলা ছাত্রদল নেতার

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাইয়ে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে নৃশংস হামলার অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। হামলার শিকার হয়েছেন স্থানীয় রংমিস্ত্রি কামরুল হাসান ও রুবেল। পুলিশ জানিয়েছে, দুইজনই ৮ ডিসেম্বর ব্রাহ্মণপাড়া থানায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে বলা হয়েছে, শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেন ও তাঁর সহযোগী, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন সহ আটজন ব্যক্তি চাঁদা না দেওয়ায় হামলা চালান। ঘটনা অনুযায়ী, রুবেল বাজার থেকে ৭০০ টাকায় হাঁস কিনেছিলেন। কিন্তু সাব্বির হোসেন খাজনার নামে ৩০০ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তাকে মারধর করা হয়।

কামরুল হাসান হামলা থেকে রুবেলকে বাঁচাতে এগিয়ে গেলে তাকে লক্ষ্য করে মারধর করা হয় এবং সঙ্গে থাকা ৬০ হাজার টাকা লুট করে নেওয়া হয়। স্থানীয়রা জানিয়েছেন, সাব্বির নিয়মিতভাবে শিদলাই বাজার থেকে চাঁদা আদায় করে এবং গ্রামবাসীরা তাদের অত্যাচারে অতিষ্ঠ।

হামলার শিকার কামরুল হাসান বলেন, “আমি রংয়ের কাজ করি। খাজনার নামে চাঁদা দিতে না চাওয়ায় আমাকে মারধর করা হয়েছে এবং আমার সঙ্গে থাকা টাকা ও পাসপোর্ট ছিনিয়ে নেওয়া হয়েছে। আমি থানায় অভিযোগ করেছি।” রুবেলও জানান, হাঁস কেনার জন্য চাঁদা না দেওয়ায় তাকে মারধর করা হয়েছে এবং কামরুলকে বাঁচাতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়।

অভিযুক্ত সাব্বির হোসেন সাংবাদিকদের জানান, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এবং একই দলের লোকেরা তার ক্ষতি করতে চাইছে।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, “আমরা দুইটি অভিযোগ পেয়েছি। বুধবার (১০ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে তদন্ত করা হবে। তদন্ত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।”

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

হামলা নিয়ে আরও পড়ুন

জামালপুরের সরিষাবাড়ীতে র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা এবং স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) গভীর রাতে পৌরসভার গণময়দানের এলাকায় এই ঘটনা ঘটে।

৩০ মিনিট আগে

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৭২ বোতল ভারতীয় মদসহ রজব আলী নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

৪২ মিনিট আগে

নীলফামারীতে বিশেষ অভিযানে ভিসা প্রতারণার মূল হোতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে পুলিশ প্রতারণার সঙ্গে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করেছে। ভুক্তভোগিদের দাবিকৃত ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে ১ কোটি ৭০ লাখ টাকার বেশি।

১ ঘণ্টা আগে

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সন্দেহজনক কর্মকাণ্ডে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার পূজগাং এলাকায় টহলরত পুলিশ তাদের চোখে পড়ে এবং জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়, আটক ব্যক্তিরা ভারতের নাগরিক।

২ ঘণ্টা আগে