২৮ অক্টোবরে বিএনপির সমাবেশে সংঘর্ষে পুলিশের সম্পৃক্ততা ছিল: আদালত

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ফাইল ছবি

রাজধানীর নয়াপল্টনে ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে কাকরাইল ও আশেপাশের এলাকায় সংঘর্ষের ঘটনায় পুলিশের সম্পৃক্ততা ছিল বলে মন্তব্য করেছেন আদালত। আদালত বলেন, ২৮ তারিখে পুলিশের সম্পৃক্ততা ছিল আমরা টেলিভিশনে দেখেছি।

আজ সোমবার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক এডিসি শাহেন শাহ'র রিমান্ড শুনানিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ মন্তব্য করেন।

এদিন শাহেন শাহ'র ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে শুনানি শেষে আদালত তাকে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

শুনানিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী বলেন, ২০২৩ সালের ২৮ অক্টোবর ডিবি হারুন ও শাহেন শাহ রমনার দায়িত্বে ছিল। বিএনপির এই আন্দোলন বানচালের জন্য পরিকল্পনা করে তারা। পরবর্তীতে তাদের সহায়তায় মেয়র জাহাঙ্গীর বিএনপি নেতাকর্মীদের উপর গুলি করেন।

তিনি বলেন, বিএনপি যেদিন সমাবেশ ডাকতো সেদিন আওয়ামী লীগও সবসময় একটা সমাবেশ ডাকতো। আর তার নাম দিত শান্তি সমাবেশ। কিন্তু তাদের হাতে থাকতো অস্ত্র। আর এতে হারুন, শাহেন শাহ'র নির্দেশে সহায়তা করতো পুলিশ বাহিনী।

পরে শুনানিতে শাহেন শাহ'র আইনজীবী বলেন, এজাহারে তার কথা কোথাও উল্লেখ নেই। সে এই ঘটনার সাথে সম্পৃক্ত না। এসময় আদালত বলেন, 'আপনাদের পিটিশনে আছে উনি তখন সেখানে দায়িত্বে ছিলেন। সেখানে পুলিশের সম্পৃক্ততা ছিল আমরা সেটা টিভিতে দেখেছি।' পরে আদালত আদেশ দেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

হামলা নিয়ে আরও পড়ুন

শেরপুরের নালিতাবাড়ীতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রানাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতের দিকে পৌর শহরের দক্ষিণবাজার এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

১৩ ঘণ্টা আগে

রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে মোট ৩২ জন গ্রেপ্তার হয়েছে।

১৩ ঘণ্টা আগে

মানিকগঞ্জের বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কার্যালয়ে বদলি–সংক্রান্ত দীর্ঘ বিরোধের কারণে প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। দুই মাস আগে বদলি হওয়া সার গুদামের উপসহকারী পরিচালক মেহেদী হাসান এখনো কার্যালয়ের উপসহকারী পরিচালকের কক্ষে তালা ঝুলিয়ে রেখেছেন।

৩ দিন আগে

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও আরও দুই ব্যক্তির নামে সাইবার-সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি এখনও আনুষ্ঠানিকভাবে মামলা হিসেবে নথিভুক্ত হয়নি। অভিযোগ দায়ের করেন জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় নেতা আরিয়ান আহমেদ।

৩ দিন আগে