ধানমন্ডিতে যুবককে কোপানোর ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image

রাজধানীর ধানমন্ডি সেন্ট্রাল রোডের ভূতের গলিতে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে জখম করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

রোববার রাত সাড়ে ১১টার দিকে ভূতের গলিতে তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার সময়ের একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি।

জানা গেছে, হামলার শিকার মুন্না নিউমার্কেট থানাধীন ১০ নং সেন্ট্রাল রোড পানির পাম্পের গলির মৃত জমির হোসেনের ছেলে। তাদের বাসা ভূতের গলির শেষ মাথায় চিলড্রেন হোম স্কুলের পাশে। সে কলাবাগান ওয়ার্ড বিএনপির কর্মী বলে জানা গেছে।

মামলার আসামিরা করা হয়েছে- ভূতের গলির পুকুরপাড় এলাকার এমসি শুভ (৩৫), মামুন (৩২), রানা (৩৩), শামীম (৩১) ও মোবারক (৩৩)। মামলায় পূর্ব শত্রুতার জেরে হামলার অভিযোগ করেছেন বাদী জামিলা কবির লাবনীকে।

পুলিশ ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, সেদিন রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে এক ব্যক্তি মুন্নার গতিরোধ করেন। পরে মোটরসাইকেলে করে আরও তিনজন সেখানে এসে তাকে ঘিরে ফেলেন। প্রথমে এক হামলাকারী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন, এরপর কালো পাঞ্জাবি ও হেলমেট পরা এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। মুন্না দৌড়ে পালাতে চেষ্টা করলে অন্যরা তাকে মারধর করে।

হামলায় মুন্নার হাত ও পায়ে গুরুতর জখম হয়েছে। তার শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে। হামলাকারীরা তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে আশিক বলেন, আমরা খবর পাওয়ার পরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে ঘটনাস্থল নিউমার্কেট থানার অধীনে হওয়ায় সেখানেই মামলা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

হামলা নিয়ে আরও পড়ুন

চট্টগ্রামের রাউজানে র‍্যাবের অভিযানে এক বিএনপি নেতার বাড়ি থেকে বন্দুকসহ বড় পরিমাণ ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে

১ দিন আগে

মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে

১ দিন আগে

করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারী ওই ব্যাক্তি হারবাড়িয়া সংলগ্ন নন্দবালা খাল এলাকা দিয়ে সুন্দরবনে প্রবেশ করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে কোস্টগার্ড

১ দিন আগে

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশ অভিযান চালিয়ে ১,৪৩২ জনকে গ্রেফতার করেছে

২ দিন আগে