ধানমন্ডিতে যুবককে কোপানোর ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image

রাজধানীর ধানমন্ডি সেন্ট্রাল রোডের ভূতের গলিতে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে জখম করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

রোববার রাত সাড়ে ১১টার দিকে ভূতের গলিতে তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার সময়ের একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি।

জানা গেছে, হামলার শিকার মুন্না নিউমার্কেট থানাধীন ১০ নং সেন্ট্রাল রোড পানির পাম্পের গলির মৃত জমির হোসেনের ছেলে। তাদের বাসা ভূতের গলির শেষ মাথায় চিলড্রেন হোম স্কুলের পাশে। সে কলাবাগান ওয়ার্ড বিএনপির কর্মী বলে জানা গেছে।

মামলার আসামিরা করা হয়েছে- ভূতের গলির পুকুরপাড় এলাকার এমসি শুভ (৩৫), মামুন (৩২), রানা (৩৩), শামীম (৩১) ও মোবারক (৩৩)। মামলায় পূর্ব শত্রুতার জেরে হামলার অভিযোগ করেছেন বাদী জামিলা কবির লাবনীকে।

পুলিশ ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, সেদিন রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে এক ব্যক্তি মুন্নার গতিরোধ করেন। পরে মোটরসাইকেলে করে আরও তিনজন সেখানে এসে তাকে ঘিরে ফেলেন। প্রথমে এক হামলাকারী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন, এরপর কালো পাঞ্জাবি ও হেলমেট পরা এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। মুন্না দৌড়ে পালাতে চেষ্টা করলে অন্যরা তাকে মারধর করে।

হামলায় মুন্নার হাত ও পায়ে গুরুতর জখম হয়েছে। তার শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে। হামলাকারীরা তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে আশিক বলেন, আমরা খবর পাওয়ার পরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে ঘটনাস্থল নিউমার্কেট থানার অধীনে হওয়ায় সেখানেই মামলা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

হামলা নিয়ে আরও পড়ুন

সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার( তালা সার্কেল ) হাসানুর রহমান খান জানান, এঘটনায় মা পারুল বেগমকে আটক করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে ।

৩ ঘণ্টা আগে

রাজধানীর মিরপুর থেকে জমি নিয়ে জাল-জালিয়াতি ও প্রতারণার মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। এরা হলেন-জয়নাল আবেদীন, জালাল এবং কাউসার। আসামিদের আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।

১ দিন আগে

জ্ঞাত আয় বহির্ভূত এসব টাকা দিয়ে ঝিনাইদহ ছাড়াও তাঁর নিজ জেলা মাগুরা, যশোর ও নড়াইলে নামে-বেনামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। এমনকি আওয়ামী লীগ শাসনামলে বিধি বহির্ভূত ভাবে পদায়ন ও জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নিয়েছেন তিনি।

২ দিন আগে

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা;র বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। সম্পদের তথ্য গোপন ও অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করায় এই মামলা করে দুদক সমন্বিত জেলা কার্যালয়, জামালপুর।

৪ দিন আগে