পাবনায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে একাধিক যানবাহনে ডাকাতি

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
আপডেট : ০১ মার্চ ২০২৫, ১৩: ৪৫
Thumbnail image
ছবি: সংগৃহীত

পাবনার সাঁথিয়ায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে একাধিক যানবাহনে ডাকাতি হয়েছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে পাবনা-সাঁথিয়া সড়কের ছেঁচানিয়া তলট ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান নিখাদ খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত প্রায় দুইটার দিকে ছেঁচানিয়া ও তলটের মাঝামাঝি ব্রিজের কাছে ডাকাতরা সড়কে বড় বড় গাছের গুঁড়ি ফেলে প্রথমে একটি মালবাহী ট্রাক থামিয়ে দেয়। এর পরপরই বাস, ট্রাক, প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ অন্তত ১৫ থেকে ২০টি যানবাহন আটকে যায়। এরপর ৩০ থেকে ৪০ জন ডাকাত হাসুয়া, রামদা, ছুরি ও অন্যান্য দেশি-বিদেশি অস্ত্র নিয়ে পর্যায়ক্রমে গাড়িগুলোতে লুটপাট চালায়।

গাড়ির দরজা খুলতে দেরি করায় কয়েকটি গাড়ি ভাঙচুরও করে তারা। এসময় যাত্রী ও পরিবহন শ্রমিকদের মারধর করে মোবাইল ফোন, টাকা-পয়সাসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। প্রায় দেড় ঘণ্টা ধরে এ তাণ্ডব চলে।

এদিকে,তিনটি যানবাহনে ডাকাতি হয়েছে বলে জানিয়েছেন সাঁথিয়া থানা ওসি সাইদুর রহমান। তিনি বলেন, ‘খবর পেয়ে রাতেই পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

হামলা নিয়ে আরও পড়ুন

মুজিব শতবর্ষ উদ্‌যাপন কমিটির সভাপতি কামাল আব্দুল নাসের চৌধুরি হত্যা মামলায় কারাগারে রয়েছেন। অথচ মুজিব শতবর্ষ উদ্‌যাপন কমিটির সদস্য সচিব ৪ হাজার কোটি টাকা লুটপাটের নায়ক এমদাদ উল্লাহ মিয়ান (৫৭০৪) এখনো কৃষি সচিব হিসেবে বহাল আছেন।

৫ ঘণ্টা আগে

সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার( তালা সার্কেল ) হাসানুর রহমান খান জানান, এঘটনায় মা পারুল বেগমকে আটক করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে ।

৯ ঘণ্টা আগে

রাজধানীর মিরপুর থেকে জমি নিয়ে জাল-জালিয়াতি ও প্রতারণার মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। এরা হলেন-জয়নাল আবেদীন, জালাল এবং কাউসার। আসামিদের আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।

১ দিন আগে

জ্ঞাত আয় বহির্ভূত এসব টাকা দিয়ে ঝিনাইদহ ছাড়াও তাঁর নিজ জেলা মাগুরা, যশোর ও নড়াইলে নামে-বেনামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। এমনকি আওয়ামী লীগ শাসনামলে বিধি বহির্ভূত ভাবে পদায়ন ও জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নিয়েছেন তিনি।

২ দিন আগে