নিজস্ব প্রতিবেদক
দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তাদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এরই মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এর আগে রেলওয়ে স্টেশনে চাঁদাবাজি এবং রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে নরসিংদী শহর যুবদলের আহ্বায়কের বিরুদ্ধে।
নরসিংদী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু তাহের মোহাম্মদ মুসা গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন।
এ ছাড়া জেলা পুলিশ সুপার (এসপি), সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), নরসিংদী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) অভিযোগপত্রের অনুলিপি দিয়েছেন তিনি।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, সুমন ও তার সহযোগীরা স্টেশনে এসে কর্মচারীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন; শারীরিকভাবে লাঞ্ছিত করে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন; স্টেশনের ভিআইপি কক্ষে মাদক ও জুয়ার আসর বসান এবং যাত্রীদের সঙ্গে অসদাচরণ করেন।
গত ২১ ফেব্রুয়ারি রাত আনুমানিক সোয়া ৮টার দিকে সুমন ও তার সহযোগীরা অস্ত্র নিয়ে জোর করে স্টেশনের অফিস কক্ষে প্রবেশ করে আবু তাহের ও তার সহকর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত এবং চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে হত্যা করা হবে এমন হুমকিও দেন সুমন—উল্লেখ করেছেন তাহের।
নরসিংদী রেলওয়ে স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে জরুরিভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে স্টেশনের কার্যক্রম পরিচালনা অসম্ভব হয়ে পড়বে।
দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তাদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এরই মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এর আগে রেলওয়ে স্টেশনে চাঁদাবাজি এবং রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে নরসিংদী শহর যুবদলের আহ্বায়কের বিরুদ্ধে।
নরসিংদী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু তাহের মোহাম্মদ মুসা গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন।
এ ছাড়া জেলা পুলিশ সুপার (এসপি), সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), নরসিংদী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) অভিযোগপত্রের অনুলিপি দিয়েছেন তিনি।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, সুমন ও তার সহযোগীরা স্টেশনে এসে কর্মচারীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন; শারীরিকভাবে লাঞ্ছিত করে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন; স্টেশনের ভিআইপি কক্ষে মাদক ও জুয়ার আসর বসান এবং যাত্রীদের সঙ্গে অসদাচরণ করেন।
গত ২১ ফেব্রুয়ারি রাত আনুমানিক সোয়া ৮টার দিকে সুমন ও তার সহযোগীরা অস্ত্র নিয়ে জোর করে স্টেশনের অফিস কক্ষে প্রবেশ করে আবু তাহের ও তার সহকর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত এবং চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে হত্যা করা হবে এমন হুমকিও দেন সুমন—উল্লেখ করেছেন তাহের।
নরসিংদী রেলওয়ে স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে জরুরিভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে স্টেশনের কার্যক্রম পরিচালনা অসম্ভব হয়ে পড়বে।
পতিত স্বৈরাচার হাসিনা সরকারের দোসর নিবন্ধন অধিদফতরের সাবেক আইজিআর খান মো. আব্দুল মান্নান গড়েছেন সম্পদের পাহাড়। আত্মীয়-স্বজন ও ব্যবসায়িক অংশীদারের নামে কিনে হয়েছেন অঢেল সম্পদের মালিক।
১০ ঘণ্টা আগেগ্রাহকদের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের ঘটনায় অভিযান চালিয়ে প্রিমিয়ার ইসলামী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড নামের একটি এনজিও পরিচালক সাতক্ষীরা মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৩ ঘণ্টা আগেপতিত স্বৈরাচার হাসিনা সরকারের দোসর নিবন্ধন অধিদফতরের সাবেক আইজিআর খান মো. আব্দুল মান্নান গড়েছেন সম্পদের পাহাড়। আত্মীয়-স্বজন ও ব্যবসায়িক অংশীদারের নামে কিনে হয়েছেন অঢেল সম্পদের মালিক।
দলীয় শৃঙ্খলা শৃঙ্খলা পরিপন্থী কর্মকারে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমনকে প্রাথমিক সদস্য পথ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্র নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক