নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসী মামলায় সেই প্রতারক আশরাফুজ্জামান মিনহাজ ওরফে মিনহাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার শরীয়তপুরের নড়িয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর একটি টিম।
প্রতারক মিনহাজ ও তার স্ত্রীর অপকর্মের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দিয়েছেন একজন ভুক্তভোগী। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সেনাবাহিনীর একটি টিম।
অভিযোগ রয়েছে, ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি, মামলা বাণিজ্য, হয়রানি, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে প্রতারক আশরাফুজ্জামান মিনহাজ ও তার কথিত স্ত্রী সিনিয়র সহকারী সচিবের বিরুদ্ধে দুদকে অভিযোগ দিয়েছেন এক ভুক্তভোগী। অভিযোগে বলা হয়েছে, প্রতারক মিনহাজ ম্যাজিস্ট্রেট সেজে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাড়ি জব্দ, জরিমানা ও চাঁদাবাজি করেন। তার কথিত স্ত্রী তাকে এসব অপরাধে সহযোগিতা করেন। নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে বহু মানুষকে হয়রানি করছেন আশরাফুজ্জামান মিনহাজ। নোয়াখালীতে নিজ এলাকায় অন্তত ১০ জনকে মামলায় ফাঁসানোর অভিযোগ রয়েছে।
বহুরূপী প্রতারকের নাম আশরাফুজ্জামান মিনহাজ। বাড়ি নোয়াখালীর মিরওয়ারিশপুর। বিসিএস ক্যাডার ‘কথিত’ স্ত্রীর প্রভাব দেখিয়ে ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে মিথ্যা মামলার আসামি করে আবার ভুক্তভোগীদের সহযোগিতার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়াই ছিল তার মূল পেশা।
গত ১০-১২ বছর ফ্যাসিস্ট সরকারের উচ্চপদস্থ কর্তাব্যক্তিদের সান্নিধ্যে থেকে অনেক অপকর্মে করে আশরাফুজ্জামান মিনহাজ। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও গোপনীয় শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য হ্যাকের সঙ্গে তিনি জড়িত। এই অপকর্মের সঙ্গে তিনি ব্যবহার করেন তার নিজের স্ত্রীকে। তার স্ত্রী বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। প্রতারক মিনহাজ নিজেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের আত্মীয় পরিচয় দিয়ে অপকর্ম করতে গিয়ে একবার আটক হয়েছিলেন। পরে দীর্ঘদিন তিনি কারাগারে ছিলেন। সাহারা খাতুনের একজন স্বজন এমন তথ্য নিশ্চিত করেন। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর গা-ঢাকা দেন এ প্রতারক।
সম্প্রতি নতুন পন্থা অবলম্বন করে অর্থ কামানোর ধান্দায় নামেন তিনি। পতিত স্বৈরাচারের ১৬ বছরে বিএনপি-জামায়াতপন্থি কর্মকর্তাদের পদোন্নতি ও ভালো পদায়ন দেওয়ার আশ্বাস দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসী মামলায় সেই প্রতারক আশরাফুজ্জামান মিনহাজ ওরফে মিনহাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার শরীয়তপুরের নড়িয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর একটি টিম।
প্রতারক মিনহাজ ও তার স্ত্রীর অপকর্মের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দিয়েছেন একজন ভুক্তভোগী। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সেনাবাহিনীর একটি টিম।
অভিযোগ রয়েছে, ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি, মামলা বাণিজ্য, হয়রানি, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে প্রতারক আশরাফুজ্জামান মিনহাজ ও তার কথিত স্ত্রী সিনিয়র সহকারী সচিবের বিরুদ্ধে দুদকে অভিযোগ দিয়েছেন এক ভুক্তভোগী। অভিযোগে বলা হয়েছে, প্রতারক মিনহাজ ম্যাজিস্ট্রেট সেজে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাড়ি জব্দ, জরিমানা ও চাঁদাবাজি করেন। তার কথিত স্ত্রী তাকে এসব অপরাধে সহযোগিতা করেন। নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে বহু মানুষকে হয়রানি করছেন আশরাফুজ্জামান মিনহাজ। নোয়াখালীতে নিজ এলাকায় অন্তত ১০ জনকে মামলায় ফাঁসানোর অভিযোগ রয়েছে।
বহুরূপী প্রতারকের নাম আশরাফুজ্জামান মিনহাজ। বাড়ি নোয়াখালীর মিরওয়ারিশপুর। বিসিএস ক্যাডার ‘কথিত’ স্ত্রীর প্রভাব দেখিয়ে ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে মিথ্যা মামলার আসামি করে আবার ভুক্তভোগীদের সহযোগিতার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়াই ছিল তার মূল পেশা।
গত ১০-১২ বছর ফ্যাসিস্ট সরকারের উচ্চপদস্থ কর্তাব্যক্তিদের সান্নিধ্যে থেকে অনেক অপকর্মে করে আশরাফুজ্জামান মিনহাজ। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও গোপনীয় শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য হ্যাকের সঙ্গে তিনি জড়িত। এই অপকর্মের সঙ্গে তিনি ব্যবহার করেন তার নিজের স্ত্রীকে। তার স্ত্রী বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। প্রতারক মিনহাজ নিজেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের আত্মীয় পরিচয় দিয়ে অপকর্ম করতে গিয়ে একবার আটক হয়েছিলেন। পরে দীর্ঘদিন তিনি কারাগারে ছিলেন। সাহারা খাতুনের একজন স্বজন এমন তথ্য নিশ্চিত করেন। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর গা-ঢাকা দেন এ প্রতারক।
সম্প্রতি নতুন পন্থা অবলম্বন করে অর্থ কামানোর ধান্দায় নামেন তিনি। পতিত স্বৈরাচারের ১৬ বছরে বিএনপি-জামায়াতপন্থি কর্মকর্তাদের পদোন্নতি ও ভালো পদায়ন দেওয়ার আশ্বাস দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
রাজধানীর বনশ্রীতে ইংরেজি দৈনিকের এক নারী সাংবাদিককে হেনস্তা ও মারধরের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল বুধবার দিবাগত ২ জনকে ও আজ বৃহস্পতিবার আরও একজনকে গ্রেফতার করা হয়।
১৩ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে ইংরেজি দৈনিকের এক নারী সাংবাদিককে হেনস্তা ও মারধরের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল বুধবার দিবাগত ২ জনকে ও আজ বৃহস্পতিবার আরও একজনকে গ্রেফতার করা হয়।