জামালপুরের খাদ্য নিয়ন্ত্রকের ঘুষ নেয়ার অডিও রেকর্ড ফাঁস

প্রতিনিধি
স্টাফ রিপোর্টার
Thumbnail image
আসাদুজ্জামান খান, ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক

জামালপুর জেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খানের অবৈধ ঘুষ লেনদেনের অডিও রেকর্ড ফাঁস হয়ে গেছে। এ অডিও রেকর্ডে সম্প্রতি এক মিল মালিকের প্রতিনিধির সাথে তাঁর কথোপকথনে শুনা যায়, তিনি ওই প্রতিনিধির কাছে ৫% ঘুষ দাবী করছেন। এ সংক্রান্ত ঘুষ গ্রহণের একটি অডিও ক্লিপ এসেছে দৈনিক নিখাদ খবরের কাছে। সেই অডিও ক্লিপে তিনি ওই প্রতিনিধির কাছ থেকে একাউন্স অফিসের (এজি) খরচ বাদেই ৫ শতাংশ টাকা দাবি করেছেন।

এজি অফিসের খরচ বাদে সবাই তাকে ৫% করে দেয় বলে জানিয়ে তিনি আরো বলেন, একাউন্স অফিসের (এজি) খরচও আপনাকে দিতে হবে।

অপর পক্ষ থেকে মিল মালিকের প্রতিনিধি বলছিলেন, সব খরচ আপনার ৫% টাকা আমি দিয়ে দিব। আমি বিষয়টি এগ্রি করে আমাদের স্যারকে জানিয়েছিলাম। আপনি আসার আগে তো আরো কমে করতে পারতাম। এর আগে ৪% থেকে সাড়ে ৪% করা হয়েছে। আপনি বলাতে আমি ৫% এ রাজি করিয়েছি। পারসেন্ট যদি বেশি হয়ে যায় তাহলে তো ম্যানেজমেন্টকে বোঝাতে আমার কষ্ট হয়ে যাবে।

তখন খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান বলেন, আপনার যেন ম্যানেজমেন্টকে বোঝাতে কোনো সমস্যা না হয় সে দিকে আমি খেয়াল রাখব। একাউন্সের খরচ আগে আপনারাই দিতেন। এমনকি অন্যরাও একাউন্সের খরচ বাদেই আমাকে ৫% দেয়। আপনার সঙ্গে সাক্ষাতে বসলে আমার সাথে আর বাজবে না। তবে আমি আমার ডিমান্ড জানালাম। সাক্ষাতে বাকি কথা বলা যাবে।

অডিও ক্লিপ ও ৫% ঘুষসহ অনিয়মের বিষয়ে জানতে খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি এসবের উত্তর না দিয়ে এ প্রতিবেদকের সাথে দেখা করে সমঝোতা করতে চান। প্রথমে তার অফিসে যেতে বলেন পরে এ প্রতিবেদক রাজি না হলে তিনি ঢাকায় এসে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

দুর্নীতি নিয়ে আরও পড়ুন

সুন্দরবনের আদাচাইরে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা করেছে।

১ দিন আগে

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক হুইপ ও খুলনা-১ সাবেক সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

৪ দিন আগে

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান আন্দোলন চলাকালীন সাভারের আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত তিন পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

৪ দিন আগে

নরসিংদী গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী (সিভিল) মো. ইকরামুল হাসান চৌধুরি যেন টাকার মেশিন। ছোট চাকুরি করেও রাতারাতি শত কোটি টাকার মালিক বনে গেছেন। ঘুষ নেন অভিনব কায়দায়। থাকেন ধরা ছোঁয়ার বাইরে। নিজেকে আড়াল করে রাখতেই বেশী পছন্দ করেন তিনি। দিনের বেলায় অফিসে আসেন না এই কর্মকর্তা।

৬ দিন আগে