জামালপুরের খাদ্য নিয়ন্ত্রকের ঘুষ নেয়ার অডিও রেকর্ড ফাঁস

প্রতিনিধি
স্টাফ রিপোর্টার
Thumbnail image
আসাদুজ্জামান খান, ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক

জামালপুর জেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খানের অবৈধ ঘুষ লেনদেনের অডিও রেকর্ড ফাঁস হয়ে গেছে। এ অডিও রেকর্ডে সম্প্রতি এক মিল মালিকের প্রতিনিধির সাথে তাঁর কথোপকথনে শুনা যায়, তিনি ওই প্রতিনিধির কাছে ৫% ঘুষ দাবী করছেন। এ সংক্রান্ত ঘুষ গ্রহণের একটি অডিও ক্লিপ এসেছে দৈনিক নিখাদ খবরের কাছে। সেই অডিও ক্লিপে তিনি ওই প্রতিনিধির কাছ থেকে একাউন্স অফিসের (এজি) খরচ বাদেই ৫ শতাংশ টাকা দাবি করেছেন।

এজি অফিসের খরচ বাদে সবাই তাকে ৫% করে দেয় বলে জানিয়ে তিনি আরো বলেন, একাউন্স অফিসের (এজি) খরচও আপনাকে দিতে হবে।

অপর পক্ষ থেকে মিল মালিকের প্রতিনিধি বলছিলেন, সব খরচ আপনার ৫% টাকা আমি দিয়ে দিব। আমি বিষয়টি এগ্রি করে আমাদের স্যারকে জানিয়েছিলাম। আপনি আসার আগে তো আরো কমে করতে পারতাম। এর আগে ৪% থেকে সাড়ে ৪% করা হয়েছে। আপনি বলাতে আমি ৫% এ রাজি করিয়েছি। পারসেন্ট যদি বেশি হয়ে যায় তাহলে তো ম্যানেজমেন্টকে বোঝাতে আমার কষ্ট হয়ে যাবে।

তখন খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান বলেন, আপনার যেন ম্যানেজমেন্টকে বোঝাতে কোনো সমস্যা না হয় সে দিকে আমি খেয়াল রাখব। একাউন্সের খরচ আগে আপনারাই দিতেন। এমনকি অন্যরাও একাউন্সের খরচ বাদেই আমাকে ৫% দেয়। আপনার সঙ্গে সাক্ষাতে বসলে আমার সাথে আর বাজবে না। তবে আমি আমার ডিমান্ড জানালাম। সাক্ষাতে বাকি কথা বলা যাবে।

অডিও ক্লিপ ও ৫% ঘুষসহ অনিয়মের বিষয়ে জানতে খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি এসবের উত্তর না দিয়ে এ প্রতিবেদকের সাথে দেখা করে সমঝোতা করতে চান। প্রথমে তার অফিসে যেতে বলেন পরে এ প্রতিবেদক রাজি না হলে তিনি ঢাকায় এসে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

দুর্নীতি নিয়ে আরও পড়ুন

পতিত স্বৈরাচার হাসিনা সরকারের দোসর নিবন্ধন অধিদফতরের সাবেক আইজিআর খান মো. আব্দুল মান্নান গড়েছেন সম্পদের পাহাড়। আত্মীয়-স্বজন ও ব্যবসায়িক অংশীদারের নামে কিনে হয়েছেন অঢেল সম্পদের মালিক।

১০ ঘণ্টা আগে

দলীয় শৃঙ্খলা শৃঙ্খলা পরিপন্থী কর্মকারে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমনকে প্রাথমিক সদস্য পথ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্র নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক

১৪ ঘণ্টা আগে