সাউথ টাউনে প্লট কিনে ওমান প্রবাসী দম্পতির আহাজারি

বিডিসির বিরুদ্ধে হয়রানি-প্রতারণার অভিযোগ

প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
Thumbnail image
ছবি: সংগৃহীত

মো. সহিদ হোসেন। বয়স সত্তরের কাছাকাছি। ৪২ বছরেরও বেশি হল বসবাস করছেন ওমানে। দেশের জন্য প্রতিমাসেই পাঠান রেমিট্যান্স। সহিদের মতো প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ঘুরছে দেশের অর্থনীতির চাকা। মাতৃভূমির জন্য যাদের এত অবদান, দেশের মাটিতে তাদেরকেই আবার হয়রানি, জালিয়াতি ও প্রতারণার শিকার হতে হয়।

চটকদার বিজ্ঞাপন দেখে বিদেশের মাটিতে শ্রমের জমানো টাকায় ২০ বছর আগে কেরাণীগঞ্জে বিডিসির সাউথ টাউন আবাসন প্রকল্পে স্ত্রী ও নিজের নামে আড়াই কাঠার করে দুটি প্লট কিনে পদে পদে হয়রানি ও প্রতারণার শিকার হয়েছেন ওমান প্রবাসী মো. সহিদ হোসেন। বছর বছর সময় করে দেশে এসে রিহ্যাবসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ছোটাছুটি করেও বুঝে পাননি তাদের স্বপ্নের প্লট। শেষমেষ ওমানে বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থ্না মন্ত্রণালয়ের দারস্থ হন তিনি। আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ করার পরও মেলেনি কোনো প্রতিকার। আবাসন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কোন ব্যবস্থাই নেয়নি তারা। এদিকে প্লট পাওয়াতো দূরে থাক, অযৌক্তিক ও বানোয়াট অজুহাত দেখিয়ে মো. সহিদ হোসেন ও তার স্ত্রীর বরাদ্দকৃত প্লট দুটি বাতিল করে দিয়েছে বিডিসি।

ভুক্তভোগী মো. সহিদ হোসেন ও তার স্ত্রী জামিলা আক্তার স্বপ্না নিখাদ খবরকে তাদের প্লট বরাদ্দপত্র, মাসে মাসে কিস্তি জমাদানের রসিদ, রেজিস্ট্রেশ ও সার্ভিস চার্জ জমাদানের রসিদ, রিহ্যাবসহ বিভিন্ন দপ্তরে চিঠি ও অভিযুক্ত প্রতিষ্ঠানটির স্বেচ্ছাচারিতার দালিলিক তথ্যপ্রমাণ পাঠিয়েছেন। তাদের অভিযোগ, অনেক কষ্টের টাকায় কেনা আড়াই কাঠা করে মোট ৫ কাঠার প্লট দুটি তাদের নামে রেজিস্ট্রি করে দিচ্ছে না বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি পিএলসি-বিডিসি।

নিখাদ খবরকে মো. সহিদ হোসেন জানান, বিডিসির এমন হয়রানি, জালিয়াতি ও প্রতারণার বিষয়টি রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন-রিহ্যাবকেও চিঠি দিয়ে জানিয়েছেন। কিন্তু প্রতারিত দম্পতিকে প্লট বুঝিয়ে দিতে কোন ব্যবস্থ্ইা নেয়নি সংস্থাটি। রিহ্যাবটি দেওয়া চিঠিতে সহিদ উল্লেখ করেন, ২০০৫ সালে বিডিসির কাছ থেকে কেরাণীগঞ্জের সাউথ টাউন প্রকল্পে আড়াই কাঠার দুটি প্লট নির্দিষ্ট মেয়াদের কিস্তিতে কিনেছিলেন তিনি ও তার স্ত্রী। কিস্তি সময়মতো পরিশোধ করার পর প্লটের রেজিস্ট্রেশন নেয়ার জন্য কোম্পানির পক্ষ থেকে বলা হয়। এর প্রেক্ষিতে ২০১১ সালে রেজিস্ট্র্শেন ও সার্ভিস চার্জ বাবদ ৫,৩৮,৩৭০ (পাঁচ লাখ আটত্রিশ হাজার তিনশত সত্তর টাকা মাত্র) জমা দেয়া হয়। টাকা পাওয়ার পর শুরু হয় আজ না কাল। এভাবে মাসের পর মাস, বছরের পর হয়রানি করেছে বিডিসি।

মো. সহিদ হোসেন নিখাদ খবরকে আরও জানান, প্লট নিয়ে জালিয়াতি ও প্রতারণার অভিযোগ করার পর বিষয়টি বিডিসির কাছে জানতে চায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এসময় সাউথ টাউনের পক্ষে এর মহাব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন এক চিঠিতে আমাদের প্লট দুটি বাতিল করার সিদ্ধান্তের কথা জানান। চিঠিতে দাবি করা হয়, অভিযোগকারী প্লটের মূল্য, রেজিস্ট্রেশন খরচ ও আবকাঠামো উন্নয়ন খাতে প্রাথমিক ব্যয়ের টাকা পরিশোধ করলেও বার বার তাগিদ দেয়া হলেও হাল তারিখ পর্যন্ত সার্ভিস চার্জ পরিশোধ করেনি। এজন্য প্লট বরাদ্দ বাতিল করে গ্রাহকের জমা টাকা ফেরত প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি পিএসসি। যা সম্পূর্ণ অন্যায়। গ্রাহকের সাথে রীতিমতো প্রতারণা।

সহিদ দম্পতি এখন তাদের প্লট দুটির শর্ত মোতাবেক রেজিস্ট্রেশন চান। অনেক কষ্টের টাকায় কেনা প্লট দুটির গড়ে তুলতে চান স্বপ্নের বাড়ি। এ ব্যাপারে রিহ্যাব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, অন্তর্বর্তীকালীন সরকারসহ দেশের সচেতন নাগরিকদের সহযোগিতা চান। একইসাথে আর যেন কোনো প্রবাসী বা রেমিট্যান্স যোদ্ধাদের ঘামের টাকায় কেনা জমি বা প্লট নিয়ে ভোগান্তি, হয়রানি ও প্রতারণার শিকার হতে না হয়-সে ব্যাপারে আবাসন কোম্পানিগুলোকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

দুর্নীতি নিয়ে আরও পড়ুন

ঝিনাইদহের মহেশপুরে চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আদমপুর আবাসন প্রকল্পে এ ঘটনা ঘটে।

২ দিন আগে

ধানমন্ডিতে ঝটিকা মিছিল পরিকল্পনাকারী সজীবুল ইসলাম হৃদয়সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি

২ দিন আগে

আটক ফারদিন মিয়ার বরাতে ডিবি পরিদর্শক ছগির হোসেন জানান, নিহত বাবু ও আটক ফারদিন সপ্তাহ খানিক আগে কক্সবাজারে ঘুরতে যান। সেখান থেকে তারা মোটরসাইকেলযোগে সড়কপথে ফেরার পথে বিপুল পরিমাণ ইয়াবার চালান বহন করছিল

২ দিন আগে

কোপা মাসুদ ও তার সহযোগীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ। প্রকাশ্য অস্ত্রের মহড়া দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রাখতেন তারা

২ দিন আগে