ভালুকায় হাসিনা কাদেরসহ ৩৯৫ জনের নামে হত্যা মামলা

প্রতিনিধি
ময়মনসিংহ
Thumbnail image
ফাইল ছবি

ময়মনসিংহের ভালুকা উপজেলার মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় গত বছরের ৪ আগস্ট সন্ধ্যায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে রাজমিস্ত্রি তোফাজ্জল হোসেনকে হত্যা করে। এ ঘটনার সাত মাস পর তার সহযোদ্ধা মো. শরিফ মিয়া বাদী হয়ে শুক্রবার ভালুকা মডেল থানায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ও ওবায়দুল কাদেরসহ ২৪৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

প্রত্যক্ষদর্শী নিহত তোফাজ্জলের বন্ধু মামুন ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ৪ আগস্ট সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আনন্দোলনের অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুর উপজেলার সীমান্তবর্তী জৈনাবাজার থেকে একটি মিছিল মাস্টারবাড়ী এলাকায় আসে। এ সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজন মিছিলটি প্রতিহত করার লক্ষ্যে লাঠিসোটা নিয়ে ওই মিছিলের ওপর হামলা চালায়। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় রাজমিস্ত্রি তোফাজ্জল হোসেনকে মিছিল থেকে ধরে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহত তোফাজ্জলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে মাস্টারবাড়ী এলাকায় পপুলার ক্লিনিকে নিয়ে যান; কিন্তু সেখানে ডাক্তার তাকে চিকিৎসা না দিলে পরে গাজীপুরের শ্রীপুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তোফাজ্জলকে মৃত ঘোষণা করেন।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ লাশ শ্রীপুর থানার এসআই ওয়াহিদুজ্জামানের কাছে হস্তান্তর করেন। গত ৫ আগস্ট পুলিশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশটি হস্থান্তর করলে ৬ আগস্ট তোফাজ্জলের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ভালুকা মডেল থানার ওসি শামছুল হুদা খান জানান, তোফাজ্জল হত্যার ঘটনায় ২৪৫ জনের নাম উল্লেখ করে ও ১৫০ জন অজ্ঞাত ব্যক্তির নামে তোফাজ্জলের সহযোদ্ধা মো. শরিফ মিয়া নামে এক ব্যক্তি হত্যা মামলা করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

হত্যা নিয়ে আরও পড়ুন

অসদাচারণ ও দুর্নীতির অভিযোগে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা,অসদাচারণ ও দুর্নীতির তদন্ত আগামী শুরু ৩০ জুলাই শুরু হচ্ছে। খাগড়াছড়ি সার্কিট হাউজে তার বিরুদ্ধে তথ্য-প্রমাণ নিয়ে হাজির হতে বলা হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়

৪ ঘণ্টা আগে

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন এবং অন্তত ১৫-২০ জন আহত হয়েছেন।

১ দিন আগে

ডাকাতরা নগদ ৮ লাখ টাকা, সোনার গয়না ও বাড়ির মূল্যবান জিনিস লুঠ করে। বুধবার রাত ২টায় কিশোরগঞ্জ সদর ইউপির মুশা বটতলা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মুরগী ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকীর বাড়িতে এ ডাকাতি হয়।

১ দিন আগে

২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি নরসিংদীর শিবপুরের উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে নিজ বাসায় ঢুকে গুলি করে পালিয়ে যায় আসামি মহসিন মিয়া এবং আরও দুজন। গুরুতর আহত অবস্থায় হারুনুর রশিদকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকার ৯৪ দিন পর ওই বছরের ৩১ মে মারা যান এই রাজনীতিক

১ দিন আগে