সুদের টাকা নিয়ে বিরোধ সংঘর্ষে নিহত ১: আহত ৫

প্রতিনিধি
সাতক্ষীরা
Thumbnail image
প্রতীকী ছবি

সাতক্ষীরায় সুদের টাকা লেনদেনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত মুজিবর গাজী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মুজিবর গাজী শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামের মৃত আহাদ আলী গাজীর ছেলে।

জানা গেছে, সুদের টাকা লেনদেনের বিরোধকে কেন্দ্র করে রোববার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে শ্যামনগর উপজেলার সোনার মোড় মৎস্য আড়ৎ এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মুজিবর গাজী ও অমল সরকারসহ উভয় পক্ষের ৬ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে মুজিবর গাজী ও অমল সরকারকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মুজিবর গাজীর মূত্যু হয়।

এ ঘটনায় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা জানান, সংঘর্ষের ঘটনায় আলাউদ্দিন ও সুশান্ত সরকার নামে দুইজন বাদী হয়ে সোমবার (২৫ আগস্ট) রাতে থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

মুজিবর গাজী মারা যাওয়ায় তার পক্ষের মামলাটি হত্যা মামলা হিসেবে নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

হত্যা নিয়ে আরও পড়ুন

উপজেলায় নাশকতার মামলায় মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান (২৬) কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

৭ ঘণ্টা আগে

স্বর্ণের বার গুলো মানিব্যাগ ও কোমরে বিশেষভাবে লুকায়িত ছিলো। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৫ কেজি ৩৩৪ গ্রাম। বিজিবি জানায়, জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য ৭ কোটি ৮৯ লাখ ৫৩ হাজার ৬৬৮ টাকা

১ দিন আগে

শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ ট্যাংকে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয়রা শ্রমিক রাসেলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে

১ দিন আগে

ডা. মোস্তফার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন এবং অসাধু প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পদ পাওয়ার জন্য ঘুষ দেয়ার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

১ দিন আগে