মাদক ব্যবসার অভিযোগ তুলে নারীসহ তিনজনকে ‘পিটিয়ে হত্যা’

প্রতিনিধি
কুষ্টিয়া
Thumbnail image
কুমিল্লার মুরাদনগরে নিহতদের মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি:সংগৃহীত

মাদক ব্যবসার সঙ্গে জড়িত—এমন অভিযোগ তুলে কুমিল্লার বাঙ্গরা বাজার এলাকায় মা-মেয়ে ও ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার আকিবপুর ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় বাড়িও ভাঙচুর করা হয়।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতেরা হলেন রোকসানা আক্তার রুবি, মেয়ে জোনাকি ও ছেলে রাসেল। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ওসি মাহফুজুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মাদকের ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে কে বা কারা তাদের গণপিটুনি দেয়। এরপর তারা মারা যায়।

তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহতদের বিরুদ্ধে আগে থেকে মাদক ব্যবসার অভিযোগ ছিল। এর জেরে কেউ তাদের হত্যা করে থাকতে পারে।

ওসি আরও জানান, কুমিল্লার পুলিশ সুপার নজির আহম্মেদ খান এরই মধ্যে ঘটাস্থলে পৌঁছেছেন।

এ নিয়ে এলাকায় সামান্য উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে অতিরিক্তি পুলিশ মোতায়ন রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

হত্যা নিয়ে আরও পড়ুন

রাজধানীর মিরপুর থেকে জমি নিয়ে জাল-জালিয়াতি ও প্রতারণার মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। এরা হলেন-জয়নাল আবেদীন, জালাল এবং কাউসার। আসামিদের আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।

১৬ ঘণ্টা আগে

জ্ঞাত আয় বহির্ভূত এসব টাকা দিয়ে ঝিনাইদহ ছাড়াও তাঁর নিজ জেলা মাগুরা, যশোর ও নড়াইলে নামে-বেনামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। এমনকি আওয়ামী লীগ শাসনামলে বিধি বহির্ভূত ভাবে পদায়ন ও জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নিয়েছেন তিনি।

২ দিন আগে

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা;র বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। সম্পদের তথ্য গোপন ও অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করায় এই মামলা করে দুদক সমন্বিত জেলা কার্যালয়, জামালপুর।

৪ দিন আগে

অভিযানে চিহ্নিত সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, চোরাকারবারি, কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজ, অবৈধ দখলদার, ডাকাত সদস্য, অবৈধ বালি উত্তোলনকারী, মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তসহ মোট ৩২৮ জনকে গ্রেফতার করা হয়।

৫ দিন আগে