কুড়িগ্রামে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের তিনজন নিহত

প্রতিনিধি
কুড়িগ্রাম
Thumbnail image
ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন এবং অন্তত ১৫-২০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ভুন্দুর চর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মৃত গোলাম শহিদুল ইসলামের ছেলে ফুলবাবু (৪৩), তার ভাই বুলু মিয়া(৫২) ও তাদের আরেক ভাই আনোয়ার হোসেনের ছেলে নুরুল আমিন (৩০)। আহতদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের ভুন্দুরচর গ্রামের শহিদুল ইসলামের পরিবার এবং প্রতিবেশি রব্বানীদের মধ্যে সাড়ে চার বিঘা জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার দুপুরে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে শহিদুল ইসলামের দুই ছেলে ও নাতি মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুস সামাদ নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার সাহাও ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) লুৎফুর রহমান বলেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

হত্যা নিয়ে আরও পড়ুন

অসদাচারণ ও দুর্নীতির অভিযোগে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা,অসদাচারণ ও দুর্নীতির তদন্ত আগামী শুরু ৩০ জুলাই শুরু হচ্ছে। খাগড়াছড়ি সার্কিট হাউজে তার বিরুদ্ধে তথ্য-প্রমাণ নিয়ে হাজির হতে বলা হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়

১৯ ঘণ্টা আগে

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন এবং অন্তত ১৫-২০ জন আহত হয়েছেন।

২ দিন আগে

ডাকাতরা নগদ ৮ লাখ টাকা, সোনার গয়না ও বাড়ির মূল্যবান জিনিস লুঠ করে। বুধবার রাত ২টায় কিশোরগঞ্জ সদর ইউপির মুশা বটতলা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মুরগী ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকীর বাড়িতে এ ডাকাতি হয়।

২ দিন আগে

২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি নরসিংদীর শিবপুরের উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে নিজ বাসায় ঢুকে গুলি করে পালিয়ে যায় আসামি মহসিন মিয়া এবং আরও দুজন। গুরুতর আহত অবস্থায় হারুনুর রশিদকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকার ৯৪ দিন পর ওই বছরের ৩১ মে মারা যান এই রাজনীতিক

২ দিন আগে