রায়পুরায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা,নিহত ১

প্রতিনিধি
রায়পুরা, নরসিংদী
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ৩৮
Thumbnail image

নরসিংদী রায়পুরায় সন্ত্রাসীদের গুলিতে শান্তা ইসলাম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও কয়েকজন। শুক্রবার দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শান্তা একই গ্রামের শাকিল খানের স্ত্রী।

নিহতের স্বজনরা বলেন, দুপুরে অস্ত্র নিয়ে ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেলের বাড়িঘরে হামলা চালান সোহেল ও তার দলবল। এ সময় বাধা দিলে চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের স্ত্রী শান্তাকে গুলি করেন তারা। তাকে বাঁচাতে এলে আরও কয়েকজন আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে শান্তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ বলেন, আমার বাড়ি ও ইউনিয়ন পরিষদে ভাঙচুরসহ লুটতরাজ চালান সোহেলের লোকজন। বাড়িতে আমার দুই চাচা ও নারীরা ছিল। বাধা দিতে গেলে নারীসহ পাঁচজনকে গুলি করে পালিয়ে যান তারা। সোহেলের নামে ১০টি মামলা রয়েছে।

রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, একজন নিহত হয়েছেন। কী নিয়ে গুলি করা হয়েছে তা এখনও জানা যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

হত্যা নিয়ে আরও পড়ুন

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গাবতলীতে অভিযান চালিয়ে সেবাগ্রহীতাদের অর্থ নিয়ে কাজের নামে হয়রানি ও হেনস্তার অভিযোগে ৮ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

১০ ঘণ্টা আগে

গত ১৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে ঢাকা থেকে রাজশাহীগামী 'ইউনিক রোড রয়েলস' নামক চলন্ত বাসে ধর্ষণের ঘটনাটি সঠিক নয়— এমনটাই জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

১৩ ঘণ্টা আগে

চলন্ত বাসে ডাকাতি ও নারীদের যৌন নির্যাতনের ঘটনার মূলহোতা আলমগীরসহ তার সহোদরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো ঘটনার মূলহোতা আলমগীর শেখ (৩৪) ও তার সহোদর রাজীব হোসেন (২১)। তারা মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার আমতলী গ্রামের খোরশেদ আলম শেখের ছেলে।

১৫ ঘণ্টা আগে