নিজস্ব প্রতিবেদক
ঢাকার দোহার উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে হারুনুর রশিদ (৬৫) নামের বিএনপির এক নেতা নিহত হয়েছেন। আজ বুধবার ভোর ৬টার দিকে বাহ্রাঘাট জাবেদের মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের নাম হারুন-অর রশীদ মাস্টার। তিনি বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ছিলেন। ১৭ দিন পর তাঁর অবসরে যাওয়ার কথা ছিল। এছাড়া, তিনি নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির উপদেষ্টা ছিলেন।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার ভোরে ফজরের নামাজ আদায় করে প্রতিদিনের মতো পদ্মা নদীর পাশ দিয়ে হাঁটছিলেন হারুন-অর রশীদ। হঠাৎ দুটি মোটরসাইকেলে চারজন যুবক এসে তাঁকে প্রথমে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এরপর তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা ছুটে এসে হারুন মাস্টারকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নুসরাত তারিন (তন্নি) তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে, হারুন মাস্টারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর সহকর্মী ও রাজনৈতিক নেতা-কর্মীরা হাসপাতালে ছুটে আসেন। এ ঘটনার পর নয়বাড়ির বাহ্রা ঘাট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয় মো. ওয়াসিম নামে এক ব্যক্তি জানান, তিনি মোবাইল ফোনে কল পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। পরে সবাইকে কল করে তিনি বিষয়টি জানান।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বলেন, ‘আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে গিয়েছি। প্রাথমিকভাবে তাঁর শরীরে চারটি গুলি ও ৫ থেকে ৬টি ধারালো অস্ত্রের কোপ দেখা গেছে। বাকিটা ময়নাতদন্ত শেষে বলা যাবে।’
ঢাকার দোহার উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে হারুনুর রশিদ (৬৫) নামের বিএনপির এক নেতা নিহত হয়েছেন। আজ বুধবার ভোর ৬টার দিকে বাহ্রাঘাট জাবেদের মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের নাম হারুন-অর রশীদ মাস্টার। তিনি বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ছিলেন। ১৭ দিন পর তাঁর অবসরে যাওয়ার কথা ছিল। এছাড়া, তিনি নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির উপদেষ্টা ছিলেন।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার ভোরে ফজরের নামাজ আদায় করে প্রতিদিনের মতো পদ্মা নদীর পাশ দিয়ে হাঁটছিলেন হারুন-অর রশীদ। হঠাৎ দুটি মোটরসাইকেলে চারজন যুবক এসে তাঁকে প্রথমে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এরপর তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা ছুটে এসে হারুন মাস্টারকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নুসরাত তারিন (তন্নি) তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে, হারুন মাস্টারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর সহকর্মী ও রাজনৈতিক নেতা-কর্মীরা হাসপাতালে ছুটে আসেন। এ ঘটনার পর নয়বাড়ির বাহ্রা ঘাট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয় মো. ওয়াসিম নামে এক ব্যক্তি জানান, তিনি মোবাইল ফোনে কল পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। পরে সবাইকে কল করে তিনি বিষয়টি জানান।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বলেন, ‘আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে গিয়েছি। প্রাথমিকভাবে তাঁর শরীরে চারটি গুলি ও ৫ থেকে ৬টি ধারালো অস্ত্রের কোপ দেখা গেছে। বাকিটা ময়নাতদন্ত শেষে বলা যাবে।’
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা;র বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। সম্পদের তথ্য গোপন ও অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করায় এই মামলা করে দুদক সমন্বিত জেলা কার্যালয়, জামালপুর।
১ ঘণ্টা আগেঅভিযানে চিহ্নিত সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, চোরাকারবারি, কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজ, অবৈধ দখলদার, ডাকাত সদস্য, অবৈধ বালি উত্তোলনকারী, মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তসহ মোট ৩২৮ জনকে গ্রেফতার করা হয়।
১৬ ঘণ্টা আগেনিখাদ খবরের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, শুধু রাজধানী ঢাকা, সাভার, কুড়িগ্রাম, রংপুর নয়-দেশের অন্তত ৩৫টি জেলায় গোপনে নেটওয়ার্ক গড়ে তোলে মিস্ট্রায়াল এআই-এমএ। মূলত ডেসটিনি, যুবক, ইউনিপেটুইউ এর মতো অনলাইনে মাল্টিলেভেল মার্কেটিং পদ্ধতি অনুসরণ করেছে তারা।
২ দিন আগেপুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল চত্বরে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে পাথর দিয়ে মাথা থেঁতলে দেওয়া আসামিকে গ্রেফতার করা হয়েছে।
২ দিন আগেজামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা;র বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। সম্পদের তথ্য গোপন ও অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করায় এই মামলা করে দুদক সমন্বিত জেলা কার্যালয়, জামালপুর।
অভিযানে চিহ্নিত সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, চোরাকারবারি, কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজ, অবৈধ দখলদার, ডাকাত সদস্য, অবৈধ বালি উত্তোলনকারী, মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তসহ মোট ৩২৮ জনকে গ্রেফতার করা হয়।
নিখাদ খবরের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, শুধু রাজধানী ঢাকা, সাভার, কুড়িগ্রাম, রংপুর নয়-দেশের অন্তত ৩৫টি জেলায় গোপনে নেটওয়ার্ক গড়ে তোলে মিস্ট্রায়াল এআই-এমএ। মূলত ডেসটিনি, যুবক, ইউনিপেটুইউ এর মতো অনলাইনে মাল্টিলেভেল মার্কেটিং পদ্ধতি অনুসরণ করেছে তারা।
পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল চত্বরে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে পাথর দিয়ে মাথা থেঁতলে দেওয়া আসামিকে গ্রেফতার করা হয়েছে।