দোহারে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ফাইল ছবি

ঢাকার দোহার উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে হারুনুর রশিদ (৬৫) নামের বিএনপির এক নেতা নিহত হয়েছেন। আজ বুধবার ভোর ৬টার দিকে বাহ্রাঘাট জাবেদের মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম হারুন-অর রশীদ মাস্টার। তিনি বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ছিলেন। ১৭ দিন পর তাঁর অবসরে যাওয়ার কথা ছিল। এছাড়া, তিনি নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির উপদেষ্টা ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার ভোরে ফজরের নামাজ আদায় করে প্রতিদিনের মতো পদ্মা নদীর পাশ দিয়ে হাঁটছিলেন হারুন-অর রশীদ। হঠাৎ দুটি মোটরসাইকেলে চারজন যুবক এসে তাঁকে প্রথমে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এরপর তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা ছুটে এসে হারুন মাস্টারকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নুসরাত তারিন (তন্নি) তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে, হারুন মাস্টারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর সহকর্মী ও রাজনৈতিক নেতা-কর্মীরা হাসপাতালে ছুটে আসেন। এ ঘটনার পর নয়বাড়ির বাহ্রা ঘাট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

স্থানীয় মো. ওয়াসিম নামে এক ব্যক্তি জানান, তিনি মোবাইল ফোনে কল পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। পরে সবাইকে কল করে তিনি বিষয়টি জানান।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বলেন, ‘আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে গিয়েছি। প্রাথমিকভাবে তাঁর শরীরে চারটি গুলি ও ৫ থেকে ৬টি ধারালো অস্ত্রের কোপ দেখা গেছে। বাকিটা ময়নাতদন্ত শেষে বলা যাবে।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

হত্যা নিয়ে আরও পড়ুন

চট্টগ্রামের রাউজানে র‍্যাবের অভিযানে এক বিএনপি নেতার বাড়ি থেকে বন্দুকসহ বড় পরিমাণ ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে

২০ ঘণ্টা আগে

মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে

২০ ঘণ্টা আগে

করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারী ওই ব্যাক্তি হারবাড়িয়া সংলগ্ন নন্দবালা খাল এলাকা দিয়ে সুন্দরবনে প্রবেশ করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে কোস্টগার্ড

১ দিন আগে

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশ অভিযান চালিয়ে ১,৪৩২ জনকে গ্রেফতার করেছে

২ দিন আগে