চট্টগ্রাম অফিস থেকে

র‍্যাবের সিনিয়র এএসপি পলাশের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

প্রতিনিধি
চট্রগাম
Thumbnail image

চট্টগ্রাম র‌্যাব-৭ এর ব্যাটালিয়ন সদর থেকে গুলিবিদ্ধ অবস্থায় এএসপি পলাশ সাহার মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

র‌্যাবের চট্টগ্রাম র‌্যাব-৭ এর ব্যাটালিয়ন সদর নিখাদ খবরকে এ তথ্য নিশ্চিত করেন। নিহত পলাশ বিসিএস পুলিশ ক্যাডারের ৩৭তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জ।

নিহতের মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তাতে লেখা রয়েছে— আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ি না। আমিই দায়ি। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন সব কো-অর্ডিনেট করে।'

জানা গেছে, পলাশ সাহা একসময় পুলিশের বিশেষ শাখায় (এসবি) ছিলেন। সর্বশেষ বদলি হয়ে র‌্যাবে পাঠানো হয়।

এদিকে র‌্যাবের চট্টগ্রাম র‌্যাব-৭ এর ব্যাটালিয়ন সদর নিখাদ খবরকে বলেন, “১২ টার দিকে তিনি মারা গেছেন। তার মরাদেহ এখন চট্রগ্রাম মেডিকেলে রয়েছে। তার স্বজনরা মরাদেহের সাথে মেডিকেলে অবস্থান করছেন। তার মৃত্যুর ব্যাপারে এখন পর্যন্ত কোন অভিযোগ করেনি কেউ। পারিবারিক ঝামেলার কারণে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে তথ্য মিলেছে। মরদেহের আনুষ্ঠানিকতা চলছে। বিস্তারিত জানতে সময় লাগবে। সেখানে থাকা সবাই এখন ব্যস্ত রয়েছেন।'

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

হত্যা নিয়ে আরও পড়ুন

আজ বুধবার (২৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত মামলাটির এজাহার গ্রহণ করেন। একইসঙ্গে আগামী ২৮ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

১৩ ঘণ্টা আগে

খাগড়াছড়ির রামগড়ে খাবারের লোভ দেখিয়ে সাত বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসা পড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

১৪ ঘণ্টা আগে

মুজিব শতবর্ষ উদ্‌যাপন কমিটির সভাপতি কামাল আব্দুল নাসের চৌধুরি হত্যা মামলায় কারাগারে রয়েছেন। অথচ মুজিব শতবর্ষ উদ্‌যাপন কমিটির সদস্য সচিব ৪ হাজার কোটি টাকা লুটপাটের নায়ক এমদাদ উল্লাহ মিয়ান (৫৭০৪) এখনো কৃষি সচিব হিসেবে বহাল আছেন।

২ দিন আগে

সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার( তালা সার্কেল ) হাসানুর রহমান খান জানান, এঘটনায় মা পারুল বেগমকে আটক করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে ।

২ দিন আগে