কালিগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যা: পালিয়েছে শ্বাশুড়ি ও ননদ

প্রতিনিধি
সাতক্ষীরা
আপডেট : ১২ জুন ২০২৫, ১৭: ৩৭
Thumbnail image
ছবিঃপ্রতিনিধি

সাতক্ষীরার কালীগঞ্জে দুই সন্তানের জননী এক গৃহবধূ কে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। নিহাতের নাম বৈতরণী মন্ডল (২৫)। শ্বাশুড়ি ও ননদ তাকে পিটিয়ে হত্যা করে বাড়ী থেকে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার সকালে কালিগঞ্জ উপজেলার দুড়দুড়ি গ্রাম থেকে পুলিশ ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।

সে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের জেলিয়াখালি গ্রামের খগেন্দ্রনাথ মন্ডলের মেয়ে ও কালিগঞ্জ উপজেলার নন্দিকাটি গ্রামের মিঠুন ঘরামীর স্ত্রী।

বৈতরণী মন্ডলের সাথে আট বছর আগে কালিগঞ্জ উপজেলার নন্দিকাটি গ্রামের পরিমল ঘরামীর ছেলে মিঠুন ঘরামীর বিয়ে হয়। মিঠুন মাদকাসক্ত ছিল।

জয়া ঘরামী (৬) ও জ্যোতি ঘরামী (৪) নামে তাদের দুটি কন্যা সন্তান রয়েছে।

তিন বছর আগে মিঠুন কাজ করার জন্য ভারতের কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালর শহরে যায়।

সেখানে যেয়েও সে মাদক সেবন করতো। মিঠুনের অনুপস্থিতিতে তার মা মমতা ঘরামী ও বোন পুতুল ঘরামী প্রতিনিয়ত বৈতরণীকে বাপের বাড়িতে চলে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করতো। যেতে রাজী না হওয়ায় তাকে মারপিট করতো শ্বাশুড়ি মমতা ও ননদ পুতুল।

একপর্যায়ে স্বামীর ঠিকানা জোগাড় করে গত বছরের শ্রাবণ মাসে বৈতরণী ব্যাঙ্গালোরে গেলে তাকে নির্যাতন করে নর্দমায় ফেলে দেয় স্বামী মিঠুন।

স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে ছাড়া পেয়ে বৈতরণী বাড়িতে চলে আসে। এরপর থেকে শ্বাশুড়ি মমতা ও ননদ পুতুল তাকে বেশি নির্যাতন শুরু করে।

বুধবার সকাল সাতটার দিকে প্রতিবেশী এক নারী গৃহবধূ বৈতরণীর গলায় দড়ি দিয়ে আত্মহত্যার খবর দেয় মেয়ের বাবা মায়ের কাছে। খবর পেয়ে মেয়ের বাবাসহ নিকট আত্মীয়স্বজন ছুটে আসে।

তবে বৈতরণীর মৃত্যুর পর শ্বাশুড়ি ও ননদ পালিয়ে যায়। পরে পুলিশ লাশ নিয়ে থানায় চলে যায়। বৈতরণীর মুখে ও পেটে লাল দাগসহ শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

প্রতিবেশীদের অভিযোগ শাশুড়ি ও ননদ পিটিয়ে হত্যা করে বৈতরণী মন্ডল কে ঘরের আড়াই ঝুলিয়ে রাখে বলে আত্মহত্যার প্রচার দেয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি )মো. হাফিজুর রহমান জানান, বৈতরণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে মৃতের কাকা দ্বিগেন্দ্রনাথ মন্ডল মৃতের শ্বাশুড়ি ও ননদের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

হত্যা নিয়ে আরও পড়ুন

রাজধানীর মিরপুর থেকে জমি নিয়ে জাল-জালিয়াতি ও প্রতারণার মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। এরা হলেন-জয়নাল আবেদীন, জালাল এবং কাউসার। আসামিদের আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।

১৬ ঘণ্টা আগে

জ্ঞাত আয় বহির্ভূত এসব টাকা দিয়ে ঝিনাইদহ ছাড়াও তাঁর নিজ জেলা মাগুরা, যশোর ও নড়াইলে নামে-বেনামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। এমনকি আওয়ামী লীগ শাসনামলে বিধি বহির্ভূত ভাবে পদায়ন ও জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নিয়েছেন তিনি।

২ দিন আগে

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা;র বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। সম্পদের তথ্য গোপন ও অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করায় এই মামলা করে দুদক সমন্বিত জেলা কার্যালয়, জামালপুর।

৪ দিন আগে

অভিযানে চিহ্নিত সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, চোরাকারবারি, কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজ, অবৈধ দখলদার, ডাকাত সদস্য, অবৈধ বালি উত্তোলনকারী, মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তসহ মোট ৩২৮ জনকে গ্রেফতার করা হয়।

৫ দিন আগে