চুরি করা ৭৪ লাখ টাকাসহ কেয়ারটেকার গ্রেফতার

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

রাজধানীর হাতিরঝিল এলাকায় একটি বাসায় চাঞ্চল্যকর চুরির ঘটনায় রুজুকৃত মামলায় চুরি হওয়া ৭৪ লক্ষ টাকা উদ্ধারসহ চোরকে গ্রেফতার করেছে ডিএমপির হাতিরঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ উজ্জল (৩১)।

মঙ্গলবার (১৩ মে ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১২:২০ ঘটিকায় গাজীপুর সদর থানাধীন মৌবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, রাজধানীর হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরার মহানগর প্রজেক্টে কক্সবাজারের হোটেল সী প্যালেস এর মালিক এ.এস.এম আলাউদ্দিন ভূইয়ার বাসায় একটি চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে। আলাউদ্দিন ভূইয়া গত ১০ মে ২০২৫ তারিখে হাতিরঝিল থানায় অভিযোগ করেন যে, তার বাসার কেয়ারটেকার মোঃ উজ্জ্বল তার বাসা থেকে এক কোটি ৫০ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালংকার (আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা) এবং ৭ হাজার মার্কিন ডলার চুরি করে পালিয়ে গেছে। এই অভিযোগের ভিত্তিতে উজ্জলসহ উজ্জলের স্ত্রী মোছা: নাসরিন ও উজ্জলের মা লুৎফার বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা রুজু করা হয়।

মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় দ্রুত উজ্জলের অবস্থান শনাক্ত করা হয়। এরপর গাজীপুর সদর থানাধীন মৌবাগ এলাকায় উজ্জলের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেখানো মতে তার বাসার আলমারি থেকে ৬০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে উজ্জ্বল স্বীকার করে যে, চুরি করা টাকা দিয়ে সে একটি আলমারি ও ফ্রিজ কিনেছে, যা পরে পুলিশ জব্দ করে।

থানা সূত্রে আরো জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জল জানায় চুরি করা আরও ১৪ লক্ষ টাকা গাজীপুর সদর থানাধীন শিমুলতলী বাজারে তার ভগ্নিপতির বাড়িতে লুকিয়ে রেখেছে। পরে বিকেলে পুলিশ তার ভগ্নিপতির বাড়ির শয়নকক্ষের খাটের নিচ থেকে ওই ১৪ লাখ টাকা উদ্ধার করে।

গ্রেফতারকৃত উজ্জলকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করে এবং চুরি সংক্রান্তে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। মামলার অপর দুই আসামি ও চুরি হওয়া অবশিষ্ট টাকা উদ্ধারে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

সুন্দরবনের কুখ্যাত বনদস্যু দুলাভাই বাহিনীর একজন সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ বাংলাদেশ কোস্ট গার্ড আটক করেছে

৪ ঘণ্টা আগে

চাকরি দেওয়ার নামে ৭৭ লাখ ৬৪ হাজার ৩৩২ টাকা পকেটস্থ করার অভিযোগে মাহাবুল হাসান ওরফে মিন্টু (৪৫) নামের এক প্রতারককে আটক করছে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার (৫ নভেম্বর) রাতে নীলফামারীর চড়াইখোলা পূর্ব কেরানী পাড়া থেকে তাকে আটক করা হয়। আটককৃতের বাবার নাম আজাহার আলী বলে জানা গেছে।

৫ ঘণ্টা আগে

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তার স্ত্রী পারভীন চৌধুরী, তার ছেলে রাশেদুল ইসলামের নামে থাকা ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

৬ ঘণ্টা আগে

‘জুলাই যোদ্ধা’ জাহাঙ্গীর আলমকে মারধর ও নির্যাতনের অভিযোগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তা বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি গ্রহণ করে শাহবাগ থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন।

৭ ঘণ্টা আগে