গ্রাহকের অ্যাকাউন্টে ভুল করে ৮১ ট্রিলিয়ন ডলার!

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
মার্কিন বহুজাতিক বিনিয়োগ ব্যাংক সিটিগ্রুপ

মার্কিন বহুজাতিক বিনিয়োগ ব্যাংক সিটিগ্রুপ এক গ্রাহকের অ্যাকাউন্টে ভুলে ৮১ ট্রিলিয়ন ডলার জমা করে দেয়। ওই অ্যাকাউন্টে ব্যাংকটির জমা করার কথা ছিল মাত্র ২৮০ ডলার।

বেশ কয়েক ঘণ্টা পরই অবশ্য ব্যাংকটি এই ভুল সংশোধন করে নেয় বলে শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস (এফটি)।

গত বছরের এপ্রিলে করা এই ভুল প্রথমে ব্যাংকের একজন পেমেন্ট কর্মী খেয়াল করেননি। এমনকি পরের দিন লেনদেন চূড়ান্ত করার আগে যাচাইয়ের দায়িত্বপ্রাপ্ত দ্বিতীয় কর্মকর্তার চোখেও ভুলটি এড়িয়ে যায়। এফটি তাদের প্রতিবেদনে দুটি অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

তবে তৃতীয় এক কর্মী লেনদেনটি প্রক্রিয়াকরণের দেড় ঘণ্টা পর ভুলটি ধরেন। এরপর আরও কয়েক ঘণ্টা লাগিয়ে সেটি সংশোধন করা হয়।

সৌভাগ্যবশত, এই লেনদেনের ফলে কোনো অর্থ সিটিগ্রুপের বাইরে চলে যায়নি, তার খানিক আগে ত্রুটি ধরা পড়েছে। ব্যাংকটি এই ভুলের কথা ফেডারেল রিজার্ভ ও অফিস অব দ্য কম্পট্রোলার অব দ্য কারেন্সিকে জানিয়েছে।

রয়টার্সকে পাঠানো এক বিবৃতিতে সিটিগ্রুপ বলেছে, তাদের 'ডিটেকটিভ কন্ট্রোল' দ্রুতই লেজার অ্যাকাউন্টে করা এই ভুল চিহ্নিত করে এবং তা শুধরে নেওয়া হয়। ব্যাংকটির দাবি, এই ভুলের কোনো নেতিবাচক প্রভাব পড়েনি ব্যাংক বা গ্রাহকের ওপর।

এফটি আরও জানিয়েছে, গত বছর সিটিগ্রুপে অন্তত ১০টি বড় ধরনের ভুল লেনদেন হয়েছে, যেগুলোর পরিমাণ ছিল ১ বিলিয়ন ডলার বা তার বেশি। এর আগের বছর ধরনের ভুল হয়েছিল ১৩টি। তবে এ বিষয়ে সিটিগ্রুপ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এ ছাড়া গত জুলাইয়ে একই ধরনের দুর্বলতা মোকাবিলায় অগ্রগতি কম হওয়ায় আরও ১৩৬ মিলিয়ন ডলার জরিমানা করা হয় সিটিগ্রুপকে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ব্যাংক নিয়ে আরও পড়ুন

গুটিকয়েক প্রভাবশালী ব্যবসায়ীকে সুবিধা দিতে গিয়ে গোটা ব্যাংকিং খাতের শৃঙ্খলা নষ্ট হয়ে গেছে। বিশৃঙ্খলায় খেলাপি ঋণের যাঁতাকলে পড়ে ডুবতে বসছে রাষ্ট্রীয় খাতের এক সময়ের উদীয়মান প্রতিষ্ঠান জনতা ব্যাংক। নতুন ঋণ বিতরণে গতি হ্রাস পাওয়ায় ক্ষুদ্র উদ্যোক্তারা বঞ্চিত হচ্ছেন অর্থায়ন থেকে এবং সাধারণ আমানতকারীদের ম

২ দিন আগে

অন্যান্য বছরের চেয়ে ফলন অনেক ভালো হয়েছে। খরচ কম ও লাভ বেশি হওয়া বাড়ছে আখ চাষে। সরকারের পৃষ্টপোষকতা পেলে আরো বাড়বে আখের আবাদ মনে করেন চাষিরা। ক্রেতারা জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছরের আখ দেখতে অনেক সুন্দর, রসালো ও মিষ্টি। দামও হাতের নাগালে কাছে

৫ দিন আগে

দেশে মোট ৩৬টি জীবন বীমা কোম্পানির অনিষ্পত্তি বীমা দাবির পরিমাণ ৪ হাজার ৩৭৫ কোটি টাকা। এর মধ্যে ৫টি কোম্পানিরই অনিষ্পত্তি বীমা দাবির পরিমাণ ৩ হাজার ৮২৯ কোটি টাকা।

৫ দিন আগে

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, ২৪ আগস্ট পর্যন্ত গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩০৮৬৮ দশমিক ৭৩ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩০.৮৬ বিলিয়ন ডলার)।

৫ দিন আগে