এডিবির প্রথম টেকসই ঋণ পেলো এনভয় টেক্সটাইল

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশে প্রথমবারের মতো ‘সাসটেইনেবিলিটি লিঙ্কড লোন’ বা টেকসই ঋণ প্রদান করেছে। এই সুবিধা পেয়েছে দেশের ডেনিম প্রস্তুতকারক প্রতিষ্ঠান এনভয় টেক্সটাইলস লিমিটেড।

বৃহস্পতিবার (২ অক্টোবর) এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এনভয়ের সঙ্গে এডিবির ৩ কোটি মার্কিন ডলারের ঋণচুক্তি সই হয়েছে। এটি ২০২২ সালে প্রতিষ্ঠানটির সঙ্গে হওয়া টেক্সটাইল উৎপাদন প্রকল্পের ধারাবাহিক অংশ। বাংলাদেশে এই প্রথম এডিবি কোনও শিল্পপ্রতিষ্ঠানকে টেকসই ঋণ দিলো।

এ ঋণ হবে কর্মক্ষমতা-ভিত্তিক, যেখানে পূর্বনির্ধারিত পরিবেশগত ও টেকসই সূচক পূরণের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। এনভয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে—কারখানার ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ানো এবং গ্রিনহাউজ গ্যাস নির্গমন হ্রাস করা।

প্রাপ্ত অর্থ দিয়ে ময়মনসিংহের ভালুকার জামিরদিয়ায় এনভয়ের কারখানায় নতুন সুতা উৎপাদন ইউনিট নির্মাণ করা হবে। নতুন এই ইউনিটটি হবে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও জ্বালানি সাশ্রয়ী। এতে বছরে ৪ হাজার ৫৫০ টন সুতা উৎপাদন করা যাবে, যা মূলত এনভয়ের নিজস্ব ডেনিম কাপড় উৎপাদনে ব্যবহৃত হবে। পাশাপাশি, কারখানায় ৩ দশমিক ৫ মেগাওয়াটপিক ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্যানেল স্থাপন এবং স্বল্পমেয়াদি স্থানীয় কার্যকরী মূলধন ঋণ পুনঃঅর্থায়নেও এ অর্থ ব্যবহার করা হবে।

বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং বলেন, ‘তৈরি পোশাকশিল্প বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। এনভয় দেশের অন্যতম শীর্ষ ডেনিম উৎপাদক। এডিবির প্রথম টেকসই ঋণ দিয়ে এনভয়কে সহায়তা করতে পেরে আমরা আনন্দিত। এই অংশীদারত্ব পরিবেশবান্ধব শিল্পায়ন ও আধুনিকায়নে নতুন মানদণ্ড তৈরি করবে।’

এনভয় টেক্সটাইলসের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ বলেন, ‘এডিবির অব্যাহত সহায়তা আমাদের টেকসই প্রবৃদ্ধি ও উদ্ভাবনের প্রতি অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে। এই ঋণ উৎপাদন সক্ষমতা বাড়ানো, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং পরিবেশগত প্রভাব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বর্তমানে এনভয় টেক্সটাইলস বছরে প্রায় ৫ কোটি ৪০ লাখ গজ ডেনিম কাপড় উৎপাদন করে, যা দেশের মোট উৎপাদনের প্রায় ১০ শতাংশ। প্রতিষ্ঠানটির কারখানা বিশ্বের প্রথম প্লাটিনাম এলইইডি সার্টিফায়েড ডেনিম উৎপাদন সুবিধা, যা স্বীকৃতি দিয়েছে মার্কিন গ্রিন বিল্ডিং কাউন্সিল।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ব্যাংক নিয়ে আরও পড়ুন

সরকারি উদ্যোগে হজযাত্রীদের জন্য বিমান ভ্রমণে গুরুত্বপূর্ণ আর্থিক সুবিধা নিশ্চিত হয়েছে। হজ মৌসুমে বিমান টিকিটের ওপর প্রযোজ্য আবগারি শুল্ক সম্পূর্ণভাবে বাতিল করা হচ্ছে, যা হজযাত্রীদের খরচ কমিয়ে পবিত্র হজ পালনের পথ আরও সহজ করবে।

৫ দিন আগে

প্রায় তিন মাস বন্ধ থাকার পর অবশেষে ভারত থেকে পেঁয়াজ আমদানি ফের চালু হয়েছে। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় নতুন চালান দেশে আসে। প্রথম দফায় ৩০ টন পেঁয়াজ আমদানি করেছে রকি এন্টারপ্রাইজ, বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির আমদানিকারক আব্দুল মালেক বাবু।

৯ দিন আগে

দেশের পাঁচ সমস্যাগ্রস্ত ইসলামি ব্যাংককে একীভূত করার প্রক্রিয়ায় আমানতকারীদের উদ্বেগ কমাতে বাংলাদেশ ব্যাংক বিশেষ উদ্যোগ নিয়েছে। নতুন গঠিত ‘সম্মিলিত ইসলামি ব্যাংক পিএলসি’ অধিগ্রহণের কাজ এগোনোর সঙ্গে সঙ্গে জানানো হয়েছে—যেসব গ্রাহকের হিসাব এই পাঁচ ব্যাংকে রয়েছে, তাঁদের নির্দিষ্ট পরিমাণ টাকা দ্রুত ফেরত দে

৯ দিন আগে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, যারা ব্যাংক ঋণ পরিশোধ করেন না এবং গ্যাস–বিদ্যুৎ বিল দিতে অনীহা দেখান, তারাই দেশের বড়লোক। তবে তার এই মন্তব্যে ব্যবসায়ীরা প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, সম্পদ সঞ্চয় ও টাকা পাচারের ক্ষেত্রে কেবল ব্যবসায়ীরা নয়, সরকারি কর্মকর্তারাও জড়িত

১২ দিন আগে