নিখাদ খবর ডেস্ক
এস আলম গ্রুপের মালিকানাধীন স্টিল কারখানা, বিদ্যুৎকেন্দ্র এবং ভোজ্যতেল কারখানাসহ ১ হাজার ১৪৯ শতাংশ জমি নিলামে তুলেছে ইসলামী ব্যাংক। রোববার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য জানায় ব্যাংকটি।
চট্টগ্রামের খাতুনগঞ্জ করপোরেট শাখার মাধ্যমে ব্যাংকটি এই নিলাম ডেকেছে বলে বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়।
জানা গেছে, গ্রুপটির কাছে এই তিন প্রকল্পের বিপরীতে ব্যাংকের খাতুনগঞ্জ করপোরেট শাখার পাওনার পরিমাণ ২ হাজার ১৮০ কোটি টাকা।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখায় গ্রুপের গ্রাহক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- এস আলম কোল্ড রোলড স্টিল লিমিটেড, এস আলম পাওয়ার জেনারেশন এবং এস আলম ভেজিটেবল অয়েল। এস আলম কোল্ড রোলড স্টিল লিমিটেডের এমডি ওসমান গনি, চেয়ারম্যান আবদুস সামাদ, পরিচালক মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও হালিমা বেগম, এবং স্বতন্ত্র পরিচালক সম্পদ কুমার বসাক ও হাসান ইকবাল রয়েছেন। অন্যদিকে, এস আলম পাওয়ার জেনারেশনের এমডি মোহাম্মদ শহীদুল আলম, চেয়ারম্যান তৌহিদুল আলম, পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ হাছান ও এখলাসুর রহমান এবং এস আলম ভেজিটেবল অয়েলের চেয়ারম্যান ফারজানা পারভীন ও এমডি মোহাম্মদ শহীদুল আলম।
২০২৫ সালের ২০ এপ্রিল পর্যন্ত সুদ (বা ইসলামী ব্যাংকের পরিভাষায় ‘লভ্যাংশ’) যুক্ত করে এসব প্রতিষ্ঠানের কাছে ইসলামী ব্যাংকের মোট পাওনার পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ১৭৯ কোটি ৯৫ লাখ টাকা। এই পাওনা আদায়ে অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর ১২(৩) ধারায় নিলামের উদ্যোগ নেওয়া হয়েছে। আগ্রহী ক্রেতাদের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে।
এর আগে, গত ২০ এপ্রিল ইসলামী ব্যাংক প্রায় ১১ একর জমি এবং একটি চিনিকল নিলামে তোলে ইসলামী ব্যাংক, যার বিপরীতে ব্যাংকের পাওনা ছিল ৯ হাজার ৯৪৮ কোটি টাকা।
২০১৭ সালে আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। এরপর থেকে ব্যাংক থেকে নামে-বেনামে এক লাখ কোটি টাকার বেশি অর্থ উত্তোলন করে প্রতিষ্ঠানটি। বর্তমান সরকারের পরিবর্তনের পর এস আলম গ্রুপ ব্যাংকের নিয়ন্ত্রণ হারায়। এর ধারাবাহিকতায় তাদের ঋণ একের পর এক খেলাপিতে পরিণত হচ্ছে এবং আইনি প্রক্রিয়ায় সম্পত্তি নিলামে তোলা হচ্ছে।
চট্টগ্রামভিত্তিক এই গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলমকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে বিবেচনা করা হয়। ইসলামী ব্যাংক দখলের পর গ্রুপটি আরও কয়েকটি ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়, যার মধ্যে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ কমার্স ব্যাংক।
এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনায় পরিবর্তন এনে গ্রুপটি বিপুল অর্থ উত্তোলন করে। সব মিলিয়ে এস আলম গ্রুপের উত্তোলিত অর্থের পরিমাণ ছাড়িয়েছে ২ লাখ কোটি টাকা। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি ব্যাংকগুলোর ওপর চলছে বিশেষ নিরীক্ষা। নিরীক্ষা শেষ হওয়ার পর এসব ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারিত হবে।
এস আলম গ্রুপের মালিকানাধীন স্টিল কারখানা, বিদ্যুৎকেন্দ্র এবং ভোজ্যতেল কারখানাসহ ১ হাজার ১৪৯ শতাংশ জমি নিলামে তুলেছে ইসলামী ব্যাংক। রোববার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য জানায় ব্যাংকটি।
চট্টগ্রামের খাতুনগঞ্জ করপোরেট শাখার মাধ্যমে ব্যাংকটি এই নিলাম ডেকেছে বলে বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়।
জানা গেছে, গ্রুপটির কাছে এই তিন প্রকল্পের বিপরীতে ব্যাংকের খাতুনগঞ্জ করপোরেট শাখার পাওনার পরিমাণ ২ হাজার ১৮০ কোটি টাকা।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখায় গ্রুপের গ্রাহক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- এস আলম কোল্ড রোলড স্টিল লিমিটেড, এস আলম পাওয়ার জেনারেশন এবং এস আলম ভেজিটেবল অয়েল। এস আলম কোল্ড রোলড স্টিল লিমিটেডের এমডি ওসমান গনি, চেয়ারম্যান আবদুস সামাদ, পরিচালক মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও হালিমা বেগম, এবং স্বতন্ত্র পরিচালক সম্পদ কুমার বসাক ও হাসান ইকবাল রয়েছেন। অন্যদিকে, এস আলম পাওয়ার জেনারেশনের এমডি মোহাম্মদ শহীদুল আলম, চেয়ারম্যান তৌহিদুল আলম, পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ হাছান ও এখলাসুর রহমান এবং এস আলম ভেজিটেবল অয়েলের চেয়ারম্যান ফারজানা পারভীন ও এমডি মোহাম্মদ শহীদুল আলম।
২০২৫ সালের ২০ এপ্রিল পর্যন্ত সুদ (বা ইসলামী ব্যাংকের পরিভাষায় ‘লভ্যাংশ’) যুক্ত করে এসব প্রতিষ্ঠানের কাছে ইসলামী ব্যাংকের মোট পাওনার পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ১৭৯ কোটি ৯৫ লাখ টাকা। এই পাওনা আদায়ে অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর ১২(৩) ধারায় নিলামের উদ্যোগ নেওয়া হয়েছে। আগ্রহী ক্রেতাদের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে।
এর আগে, গত ২০ এপ্রিল ইসলামী ব্যাংক প্রায় ১১ একর জমি এবং একটি চিনিকল নিলামে তোলে ইসলামী ব্যাংক, যার বিপরীতে ব্যাংকের পাওনা ছিল ৯ হাজার ৯৪৮ কোটি টাকা।
২০১৭ সালে আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। এরপর থেকে ব্যাংক থেকে নামে-বেনামে এক লাখ কোটি টাকার বেশি অর্থ উত্তোলন করে প্রতিষ্ঠানটি। বর্তমান সরকারের পরিবর্তনের পর এস আলম গ্রুপ ব্যাংকের নিয়ন্ত্রণ হারায়। এর ধারাবাহিকতায় তাদের ঋণ একের পর এক খেলাপিতে পরিণত হচ্ছে এবং আইনি প্রক্রিয়ায় সম্পত্তি নিলামে তোলা হচ্ছে।
চট্টগ্রামভিত্তিক এই গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলমকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে বিবেচনা করা হয়। ইসলামী ব্যাংক দখলের পর গ্রুপটি আরও কয়েকটি ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়, যার মধ্যে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ কমার্স ব্যাংক।
এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনায় পরিবর্তন এনে গ্রুপটি বিপুল অর্থ উত্তোলন করে। সব মিলিয়ে এস আলম গ্রুপের উত্তোলিত অর্থের পরিমাণ ছাড়িয়েছে ২ লাখ কোটি টাকা। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি ব্যাংকগুলোর ওপর চলছে বিশেষ নিরীক্ষা। নিরীক্ষা শেষ হওয়ার পর এসব ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারিত হবে।
গুটিকয়েক প্রভাবশালী ব্যবসায়ীকে সুবিধা দিতে গিয়ে গোটা ব্যাংকিং খাতের শৃঙ্খলা নষ্ট হয়ে গেছে। বিশৃঙ্খলায় খেলাপি ঋণের যাঁতাকলে পড়ে ডুবতে বসছে রাষ্ট্রীয় খাতের এক সময়ের উদীয়মান প্রতিষ্ঠান জনতা ব্যাংক। নতুন ঋণ বিতরণে গতি হ্রাস পাওয়ায় ক্ষুদ্র উদ্যোক্তারা বঞ্চিত হচ্ছেন অর্থায়ন থেকে এবং সাধারণ আমানতকারীদের ম
১ দিন আগেঅন্যান্য বছরের চেয়ে ফলন অনেক ভালো হয়েছে। খরচ কম ও লাভ বেশি হওয়া বাড়ছে আখ চাষে। সরকারের পৃষ্টপোষকতা পেলে আরো বাড়বে আখের আবাদ মনে করেন চাষিরা। ক্রেতারা জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছরের আখ দেখতে অনেক সুন্দর, রসালো ও মিষ্টি। দামও হাতের নাগালে কাছে
৪ দিন আগেদেশে মোট ৩৬টি জীবন বীমা কোম্পানির অনিষ্পত্তি বীমা দাবির পরিমাণ ৪ হাজার ৩৭৫ কোটি টাকা। এর মধ্যে ৫টি কোম্পানিরই অনিষ্পত্তি বীমা দাবির পরিমাণ ৩ হাজার ৮২৯ কোটি টাকা।
৫ দিন আগেদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, ২৪ আগস্ট পর্যন্ত গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩০৮৬৮ দশমিক ৭৩ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩০.৮৬ বিলিয়ন ডলার)।
৫ দিন আগেগুটিকয়েক প্রভাবশালী ব্যবসায়ীকে সুবিধা দিতে গিয়ে গোটা ব্যাংকিং খাতের শৃঙ্খলা নষ্ট হয়ে গেছে। বিশৃঙ্খলায় খেলাপি ঋণের যাঁতাকলে পড়ে ডুবতে বসছে রাষ্ট্রীয় খাতের এক সময়ের উদীয়মান প্রতিষ্ঠান জনতা ব্যাংক। নতুন ঋণ বিতরণে গতি হ্রাস পাওয়ায় ক্ষুদ্র উদ্যোক্তারা বঞ্চিত হচ্ছেন অর্থায়ন থেকে এবং সাধারণ আমানতকারীদের ম
অন্যান্য বছরের চেয়ে ফলন অনেক ভালো হয়েছে। খরচ কম ও লাভ বেশি হওয়া বাড়ছে আখ চাষে। সরকারের পৃষ্টপোষকতা পেলে আরো বাড়বে আখের আবাদ মনে করেন চাষিরা। ক্রেতারা জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছরের আখ দেখতে অনেক সুন্দর, রসালো ও মিষ্টি। দামও হাতের নাগালে কাছে
দেশে মোট ৩৬টি জীবন বীমা কোম্পানির অনিষ্পত্তি বীমা দাবির পরিমাণ ৪ হাজার ৩৭৫ কোটি টাকা। এর মধ্যে ৫টি কোম্পানিরই অনিষ্পত্তি বীমা দাবির পরিমাণ ৩ হাজার ৮২৯ কোটি টাকা।
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, ২৪ আগস্ট পর্যন্ত গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩০৮৬৮ দশমিক ৭৩ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩০.৮৬ বিলিয়ন ডলার)।