দুর্গা পূজায় ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

চাল আমদানি নিয়ে দুশ্চিন্তায় আমদানিকারকরা

প্রতিনিধি
সাতক্ষীরা
Thumbnail image
ছবি: সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে ভারতীয় ব্যবসায়ীরা রপ্তানি পণ্য কার্যক্রম বন্ধ রাখবেন ৮ দিন। এর ফলে বাংলাদেশ সরকারের নির্ধারিত সময়ের আগেই শেষ হচ্ছে চাল আমদানির মেয়াদ। এমন পরিস্থিতিতে ভোমরা স্থলবন্দর দিয়ে এলসি করা চাল দেশে আনা নিয়ে দুশ্চিন্তায় পড়েতে যাচ্ছেন আমদানিকারকরা।

এদিকে সময়সীমা ঘনিয়ে আশায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চাল আমদানির হিড়িক পড়েছে। বেড়েছে ভারতীয় গাড়ির চাপও। তবে নির্ধারিত সময়ে চাল আনতে পারবেন কি না তা নিয়ে সন্দিহান ব্যবসায়ীরা।

সাতক্ষীরার ভোমরা কাস্টমসের তথ্যমতে, দেশের চালের বাজার স্থিতিশীল রাখতে বেসরকারি পর্যায়ে ভারত থেকে সিদ্ধ ও আতপ চাল আমদানির জন্য নির্বাচিত ২৪২টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে ৪ লাখ ৬১ হাজার মেট্রিক টন সিদ্ধ ও ৩৯ হাজার মেট্রিক টন আতপ চাল মিলে মোট ৫ লাখ মেট্রিক টন বরাদ্দ প্রদান করে খাদ্য মন্ত্রণালয়।

সে অনুযায়ী গত ১৯ আগস্ট থেকে এই বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়। ফলে ১৯ আগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ২৯ দিনে ভারতীয় ২ হাজার ৪৭৪টি ট্রাকের মাধ্যমে ৯৫ হাজার ৭২১ দশমিক ৬৩৫ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনপ্রাপ্ত দেশের শীর্ষ ৭৩টি চাল আমদানীকারক প্রতিষ্ঠান ভোমরা বন্দর দিয়ে এই চাল আমদানি করে।

ভোমরা স্থলবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান বলেন, চলতি বছরের ১৫ এপ্রিল এ বন্দর দিয়ে সর্বশেষ চাল আমদানি হয়। গত ১৯ আগস্ট থেকে আবারো চাল আমদানি শুরু হয়েছে। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত গত ২৯ দিনে ২ হাজার ৪৭৪টি গাড়িতে করে মোট ৯৫ হাজার ৭২১ দশমিক ৬৩৫ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। প্রতিদিনই চালের গাড়ি ঢুকছে। পূজার ছুটিতে বন্দরের কার্যক্রম বন্ধ থাকার ঘোষণায় চাল আমদানির পরিমাণ বেড়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

আমদানি-রপ্তানি নিয়ে আরও পড়ুন

১৯ আগস্ট থেকে এই বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়। ফলে ১৯ আগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ২৯ দিনে ভারতীয় ২ হাজার ৪৭৪টি ট্রাকের মাধ্যমে ৯৫ হাজার ৭২১ দশমিক ৬৩৫ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনপ্রাপ্ত দেশের শীর্ষ ৭৩টি চাল আমদানীকারক প্রতিষ্ঠান ভোমরা বন্দর দিয়ে এই চাল আমদানি করে

৩ ঘণ্টা আগে

ফিশিং ট্রলার দিয়ে গবেষণা চালিয়ে সমুদ্র এলাকায় আট ধরনের ভারী খনিজ পদার্থ চিহ্নিত করা হয়েছে। ক্যানসার চিকিৎসার উপাদান সমৃদ্ধ সি আর্চিন এবং ভ্যাকসিন উৎপাদনযোগ্য রাজ কাঁকড়া চিহ্নিত করা হয়েছে। নেওয়া হয়েছে বিশেষ জাহাজ ক্রয়ের উদ্যোগ

৬ ঘণ্টা আগে

ইসলামী ব্যাংক বাংলাদেশের গুলশান শাখা থেকে নাম সর্বস্ব নাবা এগ্রো ট্রেড ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠানের অনুকূলে ঋণের প্রস্তাবনা সুপারিশ ও অনুমোদন করেন আসমিরা। পরস্পর যোগসাজসে তারা ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে রেকর্ডপত্র তৈরি করে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন

১ দিন আগে

প্রতিকেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার । আগামী ৫ অক্টোবরের মধ্যে রপ্তানি শেষ করার নির্দেশনা রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের

১ দিন আগে