নিখাদ খবর ডেস্ক
২০২৪-২৫ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও ১৬ দিন বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেয়া যাবে। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এনবিআরের কর নীতি উইংয়ের দ্বিতীয় সচিব এইচ এম শাহরিয়ার হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ব্যক্তিগত আয়করদাতাদের আয় ও সম্পদের বিবরণী দাখিলের সময়সীমা শেষ হওয়ার একদিন আগে এলো এই ঘোষণা। এ নিয়ে তৃতীয়বারের মতো মেয়াদ বাড়ালো এনবিআর।
এর আগে দুই দফা রিটার্ন জমার সময়সীমা বাড়ানো হয়েছে। গত ২৯ ডিসেম্বর ও ১৭ নভেম্বর পৃথক দুটি আদেশে দুই দফা এক মাস করে সময় বাড়ায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বর্তমানে এক কোটির বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। তাঁদের মধ্যে প্রতিবছর ৪০ লাখের বেশি টিআইএনধারী রিটার্ন দেন।
২০২৪-২৫ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও ১৬ দিন বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেয়া যাবে। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এনবিআরের কর নীতি উইংয়ের দ্বিতীয় সচিব এইচ এম শাহরিয়ার হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ব্যক্তিগত আয়করদাতাদের আয় ও সম্পদের বিবরণী দাখিলের সময়সীমা শেষ হওয়ার একদিন আগে এলো এই ঘোষণা। এ নিয়ে তৃতীয়বারের মতো মেয়াদ বাড়ালো এনবিআর।
এর আগে দুই দফা রিটার্ন জমার সময়সীমা বাড়ানো হয়েছে। গত ২৯ ডিসেম্বর ও ১৭ নভেম্বর পৃথক দুটি আদেশে দুই দফা এক মাস করে সময় বাড়ায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বর্তমানে এক কোটির বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। তাঁদের মধ্যে প্রতিবছর ৪০ লাখের বেশি টিআইএনধারী রিটার্ন দেন।