বিনোদন ডেস্ক
বলিউডের ঠোঁট কাটা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বাড়িতে না থাকার পরও এক লাখ টাকা বিদ্যুৎ বিল এসেছে তার। এতেই চটে গেছেন অভিনেত্রী। এ কারণে সম্প্রতি মান্ডির এক রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিয়ে সংশ্লিষ্ট ইস্যুতে রাজ্যের কংগ্রেস সরকারকে কটাক্ষ করতে ছাড় দেননি তিনি। এমনকি ‘নেকড়ে’ বলেও মন্তব্য করেছেন বলি তারকা।
কঙ্গনা রানাওয়াত বলেন, ‘এ মাসে আমার মানালির বাড়িতে এক লাখ টাকা বিদ্যুৎ বিল এসেছে। যেখানে আমি থাকিই না। কতটা নাজুক অবস্থা, দেখুন।
তার মন্তব্যের জেরে অস্বস্তিতে ভোগেন বলিউডের জাঁদরেল অভিনয় শিল্পীরা। সেসব নিয়ে মোটেই ভাবেন না এ তারকা।
অপ্রিয় সত্য মুখের ওপর বলতে ভালোবাসেন।
স্বঘোষিত এই বলিউড ‘ক্যুইন’ এখন অভিনয়ের পাশাপাশি পুরোদমে রাজনীতিবিদ। হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য তিনি। কর্মসূত্রে থাকেন দিল্লিতে, নয়তো মুম্বাইয়ে থাকেন তিনি।
মানালিতে পাহাড়ের কোলেও রাজকীয় এক বাড়ি রয়েছে অভিনেত্রীর। সেই বাড়িতে অবশ্য খুব বেশি থাকা হয় না, এমনটাই দাবি কঙ্গনার। তার পরও পাহাড়ি বাড়ির বিদ্যুতের বিল দেখে রীতিমতো বিস্মিত অভিনেত্রী! এ নিয়ে তিনি খেপেছেন হিমাচল প্রদেশের কংগ্রেস সরকার বিরুদ্ধে।
আমি এসব পড়ি আর এটা ভেবে লজ্জা পাই যে, হিমাচলে কী চলছে।’
তিনি আরও বলেন, ‘তবে আমাদের কাছে তো একটা উপায় রয়েছে। আমার যেসব ভাই-বোনেরা মাঠে কাজ করেন, এই দেশ, এই রাজ্যকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়া আমাদের সবার দায়িত্ব। আমি তো বলব, এরা নেকড়ে। আর আমাদের রাজ্যকে ওদের হাত থেকে রক্ষা করার দায়িত্বও আমাদেরই।’
এদিকে, চলতি বছর রেস্তোরাঁ ব্যবসায় নাম লিখিয়েছেন কঙ্গনা। হিমাচলের পাহারের কোলঘেঁষে ‘দ্য মাউন্টেন স্টোরি’ নামের রেস্তোরাঁটি চালু হয়েছে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি। শুধু কঙ্গনাই নয়, বলিউড তারকাদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া, শিল্পা শেঠি, গৌরী খান, মৌনি রায়, রাকুল প্রীত সিং, সানি লিওনদেরও নিজস্ব রেস্তোরাঁ ব্যবসা রয়েছে।
বলিউডের ঠোঁট কাটা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বাড়িতে না থাকার পরও এক লাখ টাকা বিদ্যুৎ বিল এসেছে তার। এতেই চটে গেছেন অভিনেত্রী। এ কারণে সম্প্রতি মান্ডির এক রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিয়ে সংশ্লিষ্ট ইস্যুতে রাজ্যের কংগ্রেস সরকারকে কটাক্ষ করতে ছাড় দেননি তিনি। এমনকি ‘নেকড়ে’ বলেও মন্তব্য করেছেন বলি তারকা।
কঙ্গনা রানাওয়াত বলেন, ‘এ মাসে আমার মানালির বাড়িতে এক লাখ টাকা বিদ্যুৎ বিল এসেছে। যেখানে আমি থাকিই না। কতটা নাজুক অবস্থা, দেখুন।
তার মন্তব্যের জেরে অস্বস্তিতে ভোগেন বলিউডের জাঁদরেল অভিনয় শিল্পীরা। সেসব নিয়ে মোটেই ভাবেন না এ তারকা।
অপ্রিয় সত্য মুখের ওপর বলতে ভালোবাসেন।
স্বঘোষিত এই বলিউড ‘ক্যুইন’ এখন অভিনয়ের পাশাপাশি পুরোদমে রাজনীতিবিদ। হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য তিনি। কর্মসূত্রে থাকেন দিল্লিতে, নয়তো মুম্বাইয়ে থাকেন তিনি।
মানালিতে পাহাড়ের কোলেও রাজকীয় এক বাড়ি রয়েছে অভিনেত্রীর। সেই বাড়িতে অবশ্য খুব বেশি থাকা হয় না, এমনটাই দাবি কঙ্গনার। তার পরও পাহাড়ি বাড়ির বিদ্যুতের বিল দেখে রীতিমতো বিস্মিত অভিনেত্রী! এ নিয়ে তিনি খেপেছেন হিমাচল প্রদেশের কংগ্রেস সরকার বিরুদ্ধে।
আমি এসব পড়ি আর এটা ভেবে লজ্জা পাই যে, হিমাচলে কী চলছে।’
তিনি আরও বলেন, ‘তবে আমাদের কাছে তো একটা উপায় রয়েছে। আমার যেসব ভাই-বোনেরা মাঠে কাজ করেন, এই দেশ, এই রাজ্যকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়া আমাদের সবার দায়িত্ব। আমি তো বলব, এরা নেকড়ে। আর আমাদের রাজ্যকে ওদের হাত থেকে রক্ষা করার দায়িত্বও আমাদেরই।’
এদিকে, চলতি বছর রেস্তোরাঁ ব্যবসায় নাম লিখিয়েছেন কঙ্গনা। হিমাচলের পাহারের কোলঘেঁষে ‘দ্য মাউন্টেন স্টোরি’ নামের রেস্তোরাঁটি চালু হয়েছে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি। শুধু কঙ্গনাই নয়, বলিউড তারকাদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া, শিল্পা শেঠি, গৌরী খান, মৌনি রায়, রাকুল প্রীত সিং, সানি লিওনদেরও নিজস্ব রেস্তোরাঁ ব্যবসা রয়েছে।
তিশা বলেন, আমার দর্শকদের জন্যই আজকে আমি এই অবস্থানে। আমি বিশ্বাস করি, আমার জেনুইন কিছু দর্শক আছে। তাদের জন্যই আমার সবকিছু।
২ দিন আগেতাহসান কমিয়ে দিয়েছেন অভিনয়। প্রকাশ করছেন নতুন নতুন গান, কনসার্ট করছেন দেশ-বিদেশে। আর মিম সিনেমার কাজ করছেন, করছেন বিজ্ঞাপনের কাজও। আবার তারা একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন
২ দিন আগেগত এপ্রিলেই অপু ছেলেকে নিয়ে সিঙ্গাপুর সফরে গিয়েছিলেন। তখন থেকেই অনেকে অনুমান করছিলেন, এটি নিছক ঘোরাঘুরি নয়। এখন জানা গেল সেই অনুমানই সঠিক। ছেলের ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসেবেই ছিল সিঙ্গাপুর সফর
৪ দিন আগেখোয়াবনামার প্রধান চরিত্রে দেখা গেছে অভিনেতা তৌসিফ মাহবুবকে। নাটকটিতে তরুণ এবং বৃদ্ধ, দুই লুকে দেখা গেছে তাকে। দুই লুকে প্রশংসা পেলেও জ্যান্ত লাশ হয়ে কবরে শোয়া এবং বৃদ্ধ লুকের জন্য প্রস্থেটিক মেকআপের সাহায্যে বয়স্ক সাজা তার জন্য সহজ ছিল না
৫ দিন আগেতিশা বলেন, আমার দর্শকদের জন্যই আজকে আমি এই অবস্থানে। আমি বিশ্বাস করি, আমার জেনুইন কিছু দর্শক আছে। তাদের জন্যই আমার সবকিছু।
তাহসান কমিয়ে দিয়েছেন অভিনয়। প্রকাশ করছেন নতুন নতুন গান, কনসার্ট করছেন দেশ-বিদেশে। আর মিম সিনেমার কাজ করছেন, করছেন বিজ্ঞাপনের কাজও। আবার তারা একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন
গত এপ্রিলেই অপু ছেলেকে নিয়ে সিঙ্গাপুর সফরে গিয়েছিলেন। তখন থেকেই অনেকে অনুমান করছিলেন, এটি নিছক ঘোরাঘুরি নয়। এখন জানা গেল সেই অনুমানই সঠিক। ছেলের ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসেবেই ছিল সিঙ্গাপুর সফর
খোয়াবনামার প্রধান চরিত্রে দেখা গেছে অভিনেতা তৌসিফ মাহবুবকে। নাটকটিতে তরুণ এবং বৃদ্ধ, দুই লুকে দেখা গেছে তাকে। দুই লুকে প্রশংসা পেলেও জ্যান্ত লাশ হয়ে কবরে শোয়া এবং বৃদ্ধ লুকের জন্য প্রস্থেটিক মেকআপের সাহায্যে বয়স্ক সাজা তার জন্য সহজ ছিল না