বিদ্যুৎ বিল লাখ টাকা, কঙ্গনার ক্ষোভ

প্রতিনিধি
বিনোদন ডেস্ক
Thumbnail image

বলিউডের ঠোঁট কাটা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বাড়িতে না থাকার পরও এক লাখ টাকা বিদ্যুৎ বিল এসেছে তার। এতেই চটে গেছেন অভিনেত্রী। এ কারণে সম্প্রতি মান্ডির এক রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিয়ে সংশ্লিষ্ট ইস্যুতে রাজ্যের কংগ্রেস সরকারকে কটাক্ষ করতে ছাড় দেননি তিনি। এমনকি ‘নেকড়ে’ বলেও মন্তব্য করেছেন বলি তারকা।

কঙ্গনা রানাওয়াত বলেন, ‘এ মাসে আমার মানালির বাড়িতে এক লাখ টাকা বিদ্যুৎ বিল এসেছে। যেখানে আমি থাকিই না। কতটা নাজুক অবস্থা, দেখুন।

তার মন্তব্যের জেরে অস্বস্তিতে ভোগেন বলিউডের জাঁদরেল অভিনয় শিল্পীরা। সেসব নিয়ে মোটেই ভাবেন না এ তারকা।

অপ্রিয় সত্য মুখের ওপর বলতে ভালোবাসেন।

স্বঘোষিত এই বলিউড ‘ক্যুইন’ এখন অভিনয়ের পাশাপাশি পুরোদমে রাজনীতিবিদ। হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য তিনি। কর্মসূত্রে থাকেন দিল্লিতে, নয়তো মুম্বাইয়ে থাকেন তিনি।

মানালিতে পাহাড়ের কোলেও রাজকীয় এক বাড়ি রয়েছে অভিনেত্রীর। সেই বাড়িতে অবশ্য খুব বেশি থাকা হয় না, এমনটাই দাবি কঙ্গনার। তার পরও পাহাড়ি বাড়ির বিদ্যুতের বিল দেখে রীতিমতো বিস্মিত অভিনেত্রী! এ নিয়ে তিনি খেপেছেন হিমাচল প্রদেশের কংগ্রেস সরকার বিরুদ্ধে।

আমি এসব পড়ি আর এটা ভেবে লজ্জা পাই যে, হিমাচলে কী চলছে।’

তিনি আরও বলেন, ‘তবে আমাদের কাছে তো একটা উপায় রয়েছে। আমার যেসব ভাই-বোনেরা মাঠে কাজ করেন, এই দেশ, এই রাজ্যকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়া আমাদের সবার দায়িত্ব। আমি তো বলব, এরা নেকড়ে। আর আমাদের রাজ্যকে ওদের হাত থেকে রক্ষা করার দায়িত্বও আমাদেরই।’

এদিকে, চলতি বছর রেস্তোরাঁ ব্যবসায় নাম লিখিয়েছেন কঙ্গনা। হিমাচলের পাহারের কোলঘেঁষে ‘দ্য মাউন্টেন স্টোরি’ নামের রেস্তোরাঁটি চালু হয়েছে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি। শুধু কঙ্গনাই নয়, বলিউড তারকাদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া, শিল্পা শেঠি, গৌরী খান, মৌনি রায়, রাকুল প্রীত সিং, সানি লিওনদেরও নিজস্ব রেস্তোরাঁ ব্যবসা রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বলিউড নিয়ে আরও পড়ুন

নিজের অফিসিয়াল ফেসবুক ও এক্স হ্যান্ডেলে সিনেমার টাইটেল ভিডিও শেয়ার করে শাহরুখ লিখেছেন, শত দেশে বদনাম হয়েছে আমার, দুনিয়া একটাই নাম দিয়েছে ‘কিং’। সময় এসে গেছে। দেখা হবে ২০২৬ সালে প্রেক্ষাগৃহে

১ দিন আগে

সংবেদনশীলতা, বিশ্বাস, সততা এবং হাস্যরস তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি এমন একজন সঙ্গী চান, যিনি আন্তরিক এবং মিশুক স্বভাবের

২ দিন আগে

ঢালিউডের নায়িকা পরীমণি সবসময় জন্মদিন উৎসবের আয়োজন করেন। তবে এবারের জন্মদিনের জন্য ২৩ অক্টোবর তিনি ১০ দিনের মালয়েশিয়া সফরে যান এবং সেই মুহূর্তের অভিজ্ঞতা শেয়ার করেছেন

২ দিন আগে

কিছুটা বিরতির পর রেদওয়ান রনির পরিচালনায় ‘দম’ সিনেমা নিয়ে ফিরলেন তিনি। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ছবিটির জমকালো শুভ মহরত। এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন আফরান নিশো ও পূজা চেরি। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন চঞ্চল চৌধুরীও

২ দিন আগে