খোয়াবনামা দেখে তৌসিফের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা

প্রতিনিধি
বিনোদন ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

ইউটিউবে মুক্তি পেয়েছে ক্যাপিটাল ড্রামার নতুন নাটক ‘খোয়াবনামা’। কাফনে মোড়ানো মরদেহ ‘কবরে’ শোয়ানো, আর সেই লাশের উপরে কিলবিল করছে সাপ; ‘খোয়াবনামা' নাটকের এমন পোস্টার চমকে দিয়েছিল অনেক দর্শককে। নাটকটির পোস্টার প্রকাশের পর থেকেই আগ্রহ ছিল দর্শকদের। মুক্তির পর সাড়াও ফেলেছে বেশ।

রোমান্টিক ট্র্যাজেডি ঘরানার এ নাটকটি মুক্তির ২ দিনেই ২৯ লাখেরও বেশি দর্শক দেখেছে। একদিনে এর ভিউ দাঁড়িয়েছে ২০ লাখেরও বেশি।

খোয়াবনামার প্রধান চরিত্রে দেখা গেছে অভিনেতা তৌসিফ মাহবুবকে। নাটকটিতে তরুণ এবং বৃদ্ধ, দুই লুকে দেখা গেছে তাকে। দুই লুকে প্রশংসা পেলেও জ্যান্ত লাশ হয়ে কবরে শোয়া এবং বৃদ্ধ লুকের জন্য প্রস্থেটিক মেকআপের সাহায্যে বয়স্ক সাজা তার জন্য সহজ ছিল না।

এই লুক নিতে গিয়ে মুখে ফোসকা পড়ে গেছে বলেও জানান এই অভিনেতা।

খোয়াবনামায় তৌসিফের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা। অনেকের মতে, ‘খোয়াবনামা’ তৌসিফের ক্যারিয়ারে সেরা নাটক! জান্নাতুল ফেরদৌস নামে একজন নাটকটি দেখে মন্তব্য লিখেছেন, “আমি নিশ্চিতভাবে বলতে পারি তৌসিফের এটা তার জীবনে করা সেরা নাটক হতে চলেছে। আর যেহেতু ভিকি জাহিদের লেখা গল্প অনবদ্য তো হতেই হবে।”

অস্বস্তি, রহস্য আর ভয়—এই তিন উপাদান ঘিরেই নির্মিত হয়েছে নতুন ‘খোয়াবনামা’। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নাটকের একটি ভিডিও ভাইরাল হলে এর জনপ্রিয়তা বাড়তে শুরু করে। ওই ভিডিওতে দেখা যায়, কবরে এক লাশের সঙ্গে দেয়া হচ্ছে বিশাল আকারের ৬টি সাপ। যা দেখে রীতিমতো চমকে ওঠে দর্শক। নাটকটিকে দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তুলতে কোনো গ্রাফিক্সের সাহায্য না নিয়ে তৈরি করা হয়েছে।

এ নাটকে সাপের সঙ্গে সাহসী অভিনয় করতে দেখা গেছে অভিনেতা তৌসিফকে। কবরে তার উপরে জ্যান্ত সাপগুলোই ছেড়ে দেওয়া হয় শুটিংয়ে।

ভিকি জাহেদের পরিচালনায় তৌসিফ ছাড়াও এ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী তানজিন তিশা। নাটকে তার চরিত্রের নাম রূপা। আরো রয়েছেন আবিদ হাসান প্রান্ত।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

নাটক নিয়ে আরও পড়ুন

তিশা বলেন, আমার দর্শকদের জন্যই আজকে আমি এই অবস্থানে। আমি বিশ্বাস করি, আমার জেনুইন কিছু দর্শক আছে। তাদের জন্যই আমার সবকিছু।

২ ঘণ্টা আগে

তাহসান কমিয়ে দিয়েছেন অভিনয়। প্রকাশ করছেন নতুন নতুন গান, কনসার্ট করছেন দেশ-বিদেশে। আর মিম সিনেমার কাজ করছেন, করছেন বিজ্ঞাপনের কাজও। আবার তারা একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন

৭ ঘণ্টা আগে

গত এপ্রিলেই অপু ছেলেকে নিয়ে সিঙ্গাপুর সফরে গিয়েছিলেন। তখন থেকেই অনেকে অনুমান করছিলেন, এটি নিছক ঘোরাঘুরি নয়। এখন জানা গেল সেই অনুমানই সঠিক। ছেলের ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসেবেই ছিল সিঙ্গাপুর সফর

১ দিন আগে

খোয়াবনামার প্রধান চরিত্রে দেখা গেছে অভিনেতা তৌসিফ মাহবুবকে। নাটকটিতে তরুণ এবং বৃদ্ধ, দুই লুকে দেখা গেছে তাকে। দুই লুকে প্রশংসা পেলেও জ্যান্ত লাশ হয়ে কবরে শোয়া এবং বৃদ্ধ লুকের জন্য প্রস্থেটিক মেকআপের সাহায্যে বয়স্ক সাজা তার জন্য সহজ ছিল না

২ দিন আগে