আগামী জন্মতেও প্রিয়াংকাকে সঙ্গী হিসেবে দেখতে চাই- নিক জোনাস

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিক জোনাস আরও একবার স্ত্রীর প্রতি ভালোবাসা উজাড় করে দিলেন। জানালেন প্রিয়াংকাকেই সঙ্গী হিসেবে পুনর্জন্মে চান তিনি। পুনর্জন্মে বিশ্বাস করেন বলেও জানান তারা দুজনেই।

নিক জোনাস বলেন, আমি পুনর্জন্মে বিশ্বাসী। অবশ্যই বিশ্বাস রাখি। আগামী জন্মগুলোতেও স্ত্রীকেই সঙ্গী হিসেবে দেখতে চাই। এ চিন্তা আমাকে শান্তি দেয়। এ জন্মে আমাদের একসঙ্গে থাকার সময়কাল খুব ক্ষুদ্র মনে হয়। পরের জন্মেও আরও ভালোবাসা বাকি রয়েছে, এটা ভেবে খুব ভালো লাগে।

নিকের এ মন্তব্য শুনে ভক্ত-অনুরাগীরা মুগ্ধ। তাদের মতে, নিকের মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। এক অনুরাগী তাই লিখেছেন— প্রিয়াংকার বিষয়ে নিক যা বলেন, আমি চাই আমার জন্যও কোনো পুরুষ এমন কথাই বলুক।

বিনোদন জগতে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাস ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত। যদিও তাদের বয়সের ব্যবধান নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে। কিন্তু সেসবে কান দেন না এ তারকা দম্পতি। বরং পরস্পরকে বিভিন্নভাবে উৎসাহ দেন দুজনে।

এক নেটিজেন সামাজিক মাধ্যমে লিখেছেন, পুনর্জন্মে প্রিয়াংকাকেই সঙ্গী হিসেবে দেখে শান্তি খুঁজে পান নিক। এর চেয়ে গভীর প্রেম আর কী হতে পারে।

এর আগেই এক সাক্ষাৎকারে প্রিয়াংকাকে সন্ন্যাসীনি বলেও দাবি করেছিলেন নিক জোনাস। কন্যা মালতী মেরির কাছে প্রায়ই প্রিয়াংকার কথা বলেন আমেরিকান পপতারকা। প্রিয়াংকা সম্পর্কে কন্যাকে নিক বলেন, তোমার মা একজন সন্ন্যাসীনি। সে কখনো খারাপ কিছু করেনি। তোমার মা সবার মধ্যে সেরা।

প্রিয়াংকার জন্যই তিনি মালতী মেরির আরও ভালো বাবা হয়ে উঠতে পেরেছেন বলে জানিয়েছিলেন নিক। তিনি বলেছিলেন, স্ত্রীর মধ্যে আমি একজন দারুণ সঙ্গী খুঁজে পেয়েছি। ওর গুণাবলির জন্যই আমি ভালো বাবা হয়ে উঠতে পেরেছি। ওর মতো গুণী মানুষের পাশে হাঁটতে পারাটা সত্যিই অসাধারণ কিছু।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

হলিউড নিয়ে আরও পড়ুন

বলিউডের কিং খান শাহরুখ খান সম্প্রতি মজার ছলে ক্ষমা চেয়েছেন কাজল ও টুইঙ্কেলের বিতর্কিত টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’-এ অতিথি হিসেবে হাজির না হওয়ায়। এ বিষয়ে নিজেই পডকাস্টারের মাধ্যমে ভক্তদের জানিয়েছেন কারণ।

৯ দিন আগে

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন সাবেক লাক্স সুন্দরী ও প্রশাসন ক্যাডারের তরুণ কর্মকর্তা তানজিয়া আঞ্জুম সোহানিয়া

১২ দিন আগে

নতুন মুক্তির অপেক্ষায় থাকা চলচ্চিত্র ‘নূর’–এর শুটিং নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে একটি ভিডিও ক্লিপ, যেখানে প্রধান নায়ক আরিফিন শুভ ও চিত্রনায়িকা জান্নাতুল ঐশী–এর চুম্বন দৃশ্য দেখা গেছে। এই ভিডিও ছড়িয়ে পড়ার পরই দর্শক এবং চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আলোচনার জোর ছিল

১৩ দিন আগে

সৃজিত মুখার্জি ও রাফিয়াত রশিদ মিথিলার বৈবাহিক সম্পর্ক ঘিরে চলমান গুঞ্জনের মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পুরোনো ছবি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে

১৪ দিন আগে