মসজিদে নববীর সামনে গান গেয়ে বিতর্কের মুখে মাহের জেইন

প্রতিনিধি
বিনোদন ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

ইসলামের পবিত্রতাকে অসম্মান করার অভিযোগ উঠেছে ইসলামিক সংগীতশিল্পী মাহের জেইনের বিরুদ্ধে। সৌদি আরবের মদিনায় মসজিদে নববীর সামনে গান গেয়ে বিতর্কের জন্মদেন তিনি। শিল্পীর এমন কাণ্ড ইসলামের পবিত্রতাকে অসম্মান করেছে বলে অভিযোগ উঠেছে। খবর : দ্য ইসলামিক ইনফরমেশন

সম্প্রতি সামাজিক মাধ্যমে মাহের জেইনের একটি প্রমোশনাল ভিডিও ছড়িয়ে পড়তেই এ বিতর্কের শুরু। সেখানে মূলত শিল্পীকে ‘কালবি ফিল মদিনা’ গাইতে দেখা যায়। এ সময় মাহেরের সঙ্গে সমবেত অবস্থায় দেখা যায় একদল নারী-পুরুষকে; সেখানে শিল্পীর সঙ্গে গলা মেলান তারা।

কিন্তু মাহেরের এমন কাণ্ড যে রীতিমতো ইসলামিক আচারের সঙ্গে সাংঘর্ষিক, তা বোধহয় ভুলেই বসেছিলেন শিল্পী। শুধু তাই নয়, বিষয়টি মুসলিম সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত হেনেছে বলেও দাবি উঠেছে। বলা হচ্ছে, সেখানে মাহেরের সঙ্গে যোগ দেওয়া সে সব নারী-পুরুষ ছিল ‘নন-মাহরাম’ অর্থাৎ অবিবাহিত। অতএব বিষয়টি ‘ফ্রি-মিক্সিং’-এর মধ্যে পড়েছে, যা ইসলামের পবিত্রতাকে রীতিমতো অসম্মান করে।

এক নেটিজেন লিখেছেন, এটি কোনো কনফারেন্স হল বা কনসার্ট এলাকা নয়, এটি নবীর শহর। আরেকজন লিখেছেন, এসব জায়গায় প্রার্থনা ও নীরবতা পালনই হোক একমাত্র উদ্দেশ্য। দয়া করে অসচেতনভাবে এমন পাপকে প্রভাবিত করবেন না।

মাহেরের সেই গান তথা ‘কালবি ফিল মদিনা’ শিরোনামের হামদটি নবী মুহাম্মদের প্রতি গভীর আকাঙ্ক্ষা এবং মদিনায় ইবাদত করার আন্তরিক ইচ্ছা প্রকাশ করা হয়েছে। তাই ফ্রি মিক্সিং-এর বিষয়টি ছাড়া গায়কের উদ্দেশ্যকে সমর্থনও করেছেন অনেকে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিনোদন নিয়ে আরও পড়ুন

নিজের অফিসিয়াল ফেসবুক ও এক্স হ্যান্ডেলে সিনেমার টাইটেল ভিডিও শেয়ার করে শাহরুখ লিখেছেন, শত দেশে বদনাম হয়েছে আমার, দুনিয়া একটাই নাম দিয়েছে ‘কিং’। সময় এসে গেছে। দেখা হবে ২০২৬ সালে প্রেক্ষাগৃহে

১ দিন আগে

সংবেদনশীলতা, বিশ্বাস, সততা এবং হাস্যরস তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি এমন একজন সঙ্গী চান, যিনি আন্তরিক এবং মিশুক স্বভাবের

২ দিন আগে

ঢালিউডের নায়িকা পরীমণি সবসময় জন্মদিন উৎসবের আয়োজন করেন। তবে এবারের জন্মদিনের জন্য ২৩ অক্টোবর তিনি ১০ দিনের মালয়েশিয়া সফরে যান এবং সেই মুহূর্তের অভিজ্ঞতা শেয়ার করেছেন

২ দিন আগে

কিছুটা বিরতির পর রেদওয়ান রনির পরিচালনায় ‘দম’ সিনেমা নিয়ে ফিরলেন তিনি। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ছবিটির জমকালো শুভ মহরত। এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন আফরান নিশো ও পূজা চেরি। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন চঞ্চল চৌধুরীও

২ দিন আগে