অনলাইন ডেস্ক
সাম্প্রতিক বছরে বড় পর্দা নিয়েই বেশি ব্যস্ত ছিলেন আফরান নিশো। ২০২২ সালে ‘সুড়ঙ্গ’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক করেন তিনি। তারপর ‘দাগী’ ও ‘তান্ডব’ নামের আরও দুটি ছবিতে তাঁকে দেখা গেছে। তবে বড় পর্দার পাশাপাশি ওটিটির জন্যও কাজ করছেন এই অভিনেতা—নেটিজেনদের মাঝে এমন গুঞ্জন অনেকদিন ধরেই ছিল। অবশেষে তা-ই সত্যি হলো।
ওটিটি দর্শকদের জন্য আসছে এক নতুন ধাঁচের থ্রিলার ‘আকা’, যেখানে আবারও একসঙ্গে কাজ করেছেন জনপ্রিয় পরিচালক-অভিনেতা জুটি ভিকি জাহেদ ও আফরান নিশো। তাঁদের অসাধারণ কেমিস্ট্রি ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে একাধিক কনটেন্ট। এবার সেই শক্তিশালী জুটির সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা, ওটিটি-তে এটাই তাঁর প্রথম সিরিজ।
ওয়েব সিরিজটি প্রচার হবে স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই-এ। প্রতিষ্ঠানটির ভাষ্য, পরিচালক ভিকি জাহেদের নিজস্ব স্টাইল, মনস্তাত্ত্বিক টানাপোড়েন আর চরিত্র নির্মাণের দক্ষতা আবারও নতুন এক উচ্চতায় পৌঁছেছে আকা’র মধ্যদিয়ে।
এই সিরিজ নিয়ে ভিকি বলেন, ‘আকা নির্মাণ আমার কাছে খুবই ইমোশনাল এক জার্নি। আমি এর আগে অনেক থ্রিলার নির্মাণ করেছি, কিন্তু এই প্রথম একটা সোশ্যাল থ্রিলার নির্মাণ করলাম। আকার মাধ্যমে আমি আসলে দর্শকদের সাথে একটা এক্সপেরিমেন্ট করেছি। রিলিজের পর এক্সপেরিমেন্টের রেজাল্ট বুঝতে পারব।
অভিনয়শিল্পীদের নিয়ে তিনি বলেন, ‘নিশো ভাইয়ের সাথে এর আগে আমি অনেক কাজ করেছি, তবে এই প্রথম কোনো সিরিজে আমরা একসাথে কাজ করেছি। তাঁর সাথে কাজের অভিজ্ঞতা সবসময়ই স্পেশাল। সেই সাথে নাবিলা আপুও খুব কো-অপারেটিং ছিলেন। সব মিলিয়ে আকা আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সিরিজ হতে যাচ্ছে।’
ইতিমধ্যেই বড় পর্দায় ২টি হিট সিনেমা উপহার দিয়েছেন আফরান নিশো। নতুন সিরিজটির মাধ্যমে প্রায় ৩ বছর পর কোনো ওটিটির কাজ করলেন। আকা নিয়ে অভিনেতা নিজেও বেশ আশাবাদী। অপেক্ষা এখন সিরিজটি মুক্তির।
এ সিরিজের মাধ্যমে ওটিটি অভিষেক হতে যাচ্ছে মাসুমা রহমান নাবিলার। হইচই-এর একদম প্রথম দিকের একটা কনটেন্টে তাঁকে কিছুক্ষণ দেখা গেলেও, এবার গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ব্যাপারে নাবিলা বলেন, ‘আমার জন্য আকা খুবই বিশেষ কাজ। আমার প্রথম সিরিজ হিসেবে এই কাজটা করে আমি খুবই আনন্দিত। আমি সত্যিই আশা করি, দর্শকরা শুধু আমার চরিত্রটাই নয়, আকা সিরিজের গল্প, আবহ ও নির্মাণকে আপন করে নেবে।’
জানা যায়, সিরিজটির শুটিং হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনে। ন্যায়-অন্যায়, শোধ-প্রতিশোধ, সাসপেন্স ও রহসস্যের মিশ্র আবহে নির্মিত হয়েছে আকা। হইচই-তে আসছে সেপ্টেম্বরে মুক্তি পেতে যাচ্ছে সিরিজটি।
সাম্প্রতিক বছরে বড় পর্দা নিয়েই বেশি ব্যস্ত ছিলেন আফরান নিশো। ২০২২ সালে ‘সুড়ঙ্গ’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক করেন তিনি। তারপর ‘দাগী’ ও ‘তান্ডব’ নামের আরও দুটি ছবিতে তাঁকে দেখা গেছে। তবে বড় পর্দার পাশাপাশি ওটিটির জন্যও কাজ করছেন এই অভিনেতা—নেটিজেনদের মাঝে এমন গুঞ্জন অনেকদিন ধরেই ছিল। অবশেষে তা-ই সত্যি হলো।
ওটিটি দর্শকদের জন্য আসছে এক নতুন ধাঁচের থ্রিলার ‘আকা’, যেখানে আবারও একসঙ্গে কাজ করেছেন জনপ্রিয় পরিচালক-অভিনেতা জুটি ভিকি জাহেদ ও আফরান নিশো। তাঁদের অসাধারণ কেমিস্ট্রি ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে একাধিক কনটেন্ট। এবার সেই শক্তিশালী জুটির সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা, ওটিটি-তে এটাই তাঁর প্রথম সিরিজ।
ওয়েব সিরিজটি প্রচার হবে স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই-এ। প্রতিষ্ঠানটির ভাষ্য, পরিচালক ভিকি জাহেদের নিজস্ব স্টাইল, মনস্তাত্ত্বিক টানাপোড়েন আর চরিত্র নির্মাণের দক্ষতা আবারও নতুন এক উচ্চতায় পৌঁছেছে আকা’র মধ্যদিয়ে।
এই সিরিজ নিয়ে ভিকি বলেন, ‘আকা নির্মাণ আমার কাছে খুবই ইমোশনাল এক জার্নি। আমি এর আগে অনেক থ্রিলার নির্মাণ করেছি, কিন্তু এই প্রথম একটা সোশ্যাল থ্রিলার নির্মাণ করলাম। আকার মাধ্যমে আমি আসলে দর্শকদের সাথে একটা এক্সপেরিমেন্ট করেছি। রিলিজের পর এক্সপেরিমেন্টের রেজাল্ট বুঝতে পারব।
অভিনয়শিল্পীদের নিয়ে তিনি বলেন, ‘নিশো ভাইয়ের সাথে এর আগে আমি অনেক কাজ করেছি, তবে এই প্রথম কোনো সিরিজে আমরা একসাথে কাজ করেছি। তাঁর সাথে কাজের অভিজ্ঞতা সবসময়ই স্পেশাল। সেই সাথে নাবিলা আপুও খুব কো-অপারেটিং ছিলেন। সব মিলিয়ে আকা আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সিরিজ হতে যাচ্ছে।’
ইতিমধ্যেই বড় পর্দায় ২টি হিট সিনেমা উপহার দিয়েছেন আফরান নিশো। নতুন সিরিজটির মাধ্যমে প্রায় ৩ বছর পর কোনো ওটিটির কাজ করলেন। আকা নিয়ে অভিনেতা নিজেও বেশ আশাবাদী। অপেক্ষা এখন সিরিজটি মুক্তির।
এ সিরিজের মাধ্যমে ওটিটি অভিষেক হতে যাচ্ছে মাসুমা রহমান নাবিলার। হইচই-এর একদম প্রথম দিকের একটা কনটেন্টে তাঁকে কিছুক্ষণ দেখা গেলেও, এবার গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ব্যাপারে নাবিলা বলেন, ‘আমার জন্য আকা খুবই বিশেষ কাজ। আমার প্রথম সিরিজ হিসেবে এই কাজটা করে আমি খুবই আনন্দিত। আমি সত্যিই আশা করি, দর্শকরা শুধু আমার চরিত্রটাই নয়, আকা সিরিজের গল্প, আবহ ও নির্মাণকে আপন করে নেবে।’
জানা যায়, সিরিজটির শুটিং হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনে। ন্যায়-অন্যায়, শোধ-প্রতিশোধ, সাসপেন্স ও রহসস্যের মিশ্র আবহে নির্মিত হয়েছে আকা। হইচই-তে আসছে সেপ্টেম্বরে মুক্তি পেতে যাচ্ছে সিরিজটি।
সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে পিএইচডি থিসিস সম্পন্ন করেছেন তিনি। সোমবার মধ্যরাতে এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী নিজেই জানিয়েছেন এ তথ্য
১৪ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে তিনি নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন। ডায়াবেটিসজনিত সমস্যার কারণে কিডনির কার্যক্ষমতা হারান তিনি
১৯ ঘণ্টা আগেসামান্থা আর নন্দিনী জুটির আগের অভিজ্ঞতা মিলেমিশে আছে। ‘জবর্দস্ত’ তেমন সাড়া ফেলতে পারেনি, কিন্তু ‘ওহ বেবি’ ছিল সুপারহিট। সেই সাফল্যের পর আবারও তারা একসঙ্গে ফিরছেন
২ দিন আগেছেলেরা ইসলামিক পড়াশোনা করে তাই চলচ্চিত্র ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা
২ দিন আগেসুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে পিএইচডি থিসিস সম্পন্ন করেছেন তিনি। সোমবার মধ্যরাতে এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী নিজেই জানিয়েছেন এ তথ্য
দীর্ঘদিন ধরে তিনি নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন। ডায়াবেটিসজনিত সমস্যার কারণে কিডনির কার্যক্ষমতা হারান তিনি
সামান্থা আর নন্দিনী জুটির আগের অভিজ্ঞতা মিলেমিশে আছে। ‘জবর্দস্ত’ তেমন সাড়া ফেলতে পারেনি, কিন্তু ‘ওহ বেবি’ ছিল সুপারহিট। সেই সাফল্যের পর আবারও তারা একসঙ্গে ফিরছেন
ছেলেরা ইসলামিক পড়াশোনা করে তাই চলচ্চিত্র ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা