অভিনেত্রী সোফিয়ার নতুন তকমা

প্রতিনিধি
বিনোদন ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

গত বছরের শেষদিকে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সোফিয়া কারসনের সিনেমা ‘ক্যারি-অন’ সমালোচকদের কাছে সাড়া না জাগালেও বিশ্বব্যাপী হিট। এ সূত্র ধরেই বোধহয় চলতি বছরের শুরুটাও দারুণ হলো তরুণ এই অভিনেত্রীর। গত ২৮ মার্চ একই প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া সিনেমা ‘দ্য লাইফ লিস্ট’ও হিট। সোফিয়ার সঙ্গে তাই জুড়ে গেছে ‘হিট-কন্যা’ তকমা।

সিনেমাটি এখন আছে নেটফ্লিক্সের ইংরেজি সিনেমার টপচার্টের শীর্ষে। অভিনেত্রী হিসেবে সোফিয়ার পরিচিতি ‘পার্পল হার্টস’ দিয়ে। ২০২২ সালে এই সিনেমাও মুক্তি পায় নেটফ্লিক্সে।

২০২২, ২০২৪ আর ২০২৫—একই প্ল্যাটফর্ম তিন হিট সিনেমার অংশ হয়ে রীতিমতো উড়ছেন ৩২ বছর বয়সী অভিনেত্রী।

সোফিয়া তার এ সফলতায় উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘সাফল্য অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে আমি বৈচিত্র্যময় সিনেমার অংশ হতে পেরেছি, এ জন্যই বেশি খুশি। আগের সিনেমা (‘ক্যারি-অন’) ছিল থ্রিলার, এবারেরটি (‘দ্য লাইফ লিস্ট’) রোমান্টিক। অভিনেত্রী হিসেবে নানা মেজাজের সিনেমা করতে চাই।‘

‘দ্য লাইফ লিস্ট’ পরিচালনা করেছেন অ্যাডাম ব্রুকস। সিনেমাটিতে আরও অভিনয় করেন কেলি অ্যালেন, কোনি ব্রিটন। সিনেমায় অ্যালেক্স রোজের চরিত্রে অভিনয় করেছেন সোফিয়া।

ক্যানসারে মায়ের মৃত্যুর পরও দমে না গিয়ে নিজের স্বপ্নের পেছনে ধাওয়া করেন অ্যালেক্স। এমন চরিত্রে অভিনয়ের সুযোগ তার নিজের জন্যই প্রেরণার বলেন সোফিয়া।

তিনি বলেন, ‘আমরা সবাই একটা জার্নির মধ্যে থাকি, আদতে নিজের স্বপ্নের পেছনেই ছুটি। কিন্তু জীবনে নানা সংকটময় পরিস্থিতি তৈরি হলেও অ্যালেক্স ঠিকই নিজের পথ খুঁজে নেয়। দেখা যাক তার মতো বাস্তবে এমন কিছু আমিও করতে পারি কি না (হাসি)।’

অভিনেত্রী ইউএসএ টুডেকে জানান, সিনেমাটির চিত্রনাট্য পাওয়ার পর তার মা খুব করে চাইছিলেন, তিনি সিনেমাটি করেন। ‘মা আমাকে বলেন, তুমি যখন যা-ই করো না কেন, সব বাদ দিয়ে এই চিত্রনাট্য আগে পড়ো,’ অভিনয়ের সঙ্গে গানটাও নিয়মিত করেন সোফিয়া।

টেলর সুইফট, এড শিরানরা তার মূল প্রেরণা বলেও সোফিয়া মন্তব্য করেন।

২০২২ সালে সোফিয়া কারসন নামে নিজের প্রথম অ্যালবাম মুক্তি দেন। আর এ অ্যালবামের ‘লাভ ইজ দ্য নেম’ গানটি বেশ আলোচিত হয়েছিল তখন।

অ্যালবাম মুক্তির সময় এন্টারটেইনমেন্ট টুনাইটকে দেওয়া সাক্ষাৎকারে সোফিয়া বলেছিলেন, ‘আমার সবচেয়ে পছন্দের কাজগুলোর মধ্যে একটি হলো গান লেখা। আমার মনে আছে, ১০ বছর বয়সে প্রথম গান লিখে উত্তেজনা অনুভব করছিলাম! বলা যায়, তখনই নিজের প্রথম অ্যালবামের প্রস্তুতি শুরু হয়।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ওটিটি নিয়ে আরও পড়ুন

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত ও অভিনেতা ধানুশের বাড়িতে বোমা আছে এমন খবর ছড়িয়ে পড়ায় চেন্নাইয়ে তুমুল হুলস্থূল শুরু হয়েছে

১ দিন আগে

তাঁর ইস্কেমিক স্ট্রোক হয়েছে এবং মাইল্ড হার্ট অ্যাটাকও শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন

২ দিন আগে

র আগে সালমান শাহ এর সাবেক স্ত্রী এবং খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত

২ দিন আগে

সে সময়ে আমার বয়স ছিল কম। আমার সঙ্গে অনেক পলিটিকস করা হয়েছে। আমি পলিটিকসের শিকার। সেগুলো তখন বুঝতে পারিনি। এখন মনে পড়লে বুঝতে পারি কতটা পলিটিকসের মধ্যে দিয়ে আমাকে এগিয়ে যেতে হয়েছে

৪ দিন আগে