এখনো বলিউডে কাজ করতে চাই: কোয়েল

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
আপডেট : ০৬ জুন ২০২৫, ১৫: ১২
Thumbnail image

কোয়েল মল্লিক, টালিউডের জনপ্রিয় অভিনেত্রী, তার অভিনয় জীবনে কিছু নীতির প্রতি দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন, যা তাকে বলিউডে সুযোগ এলেও ফিরিয়ে দিতে বাধ্য করেছে।

২০০৬ সালে বলিউডের 'গ্যাংস্টার' ছবির জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, যেখানে ইমরান হাসমির বিপরীতে অভিনয়ের সুযোগ ছিল। কিন্তু ছবির স্ক্রিপ্টে ঘনিষ্ঠ দৃশ্য থাকায় কোয়েল সেই প্রস্তাব ফিরিয়ে দেন, কারণ তিনি এমন দৃশ্যে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন না।

এই সিদ্ধান্তের ফলে 'গ্যাংস্টার' ছবিটি কঙ্গনা রানাওয়াতের হাতে চলে যায়, যিনি এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক করেন এবং সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কারও অর্জন করেন।

কোয়েলের এই নীতির প্রতি অনড়তা তাকে টালিউডে একটি নির্দিষ্ট অবস্থানে প্রতিষ্ঠিত করেছে, যেখানে তিনি তার অভিনয় ও ব্যক্তিত্বের জন্য শ্রদ্ধা অর্জন করেছেন। বর্তমানে তিনি 'সোনার কেল্লা যকের ধন' ছবির মাধ্যমে টালিউডে কামব্যাক করছেন, যা দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।

সুতরাং, কোয়েল মল্লিকের বলিউডে অনুপস্থিতির কারণ তার নিজস্ব নীতির প্রতি শ্রদ্ধা ও পেশাগত সততা, যা তাকে তার অভিনয় জীবনে একটি আলাদা পরিচিতি দিয়েছে।

ছবিতে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, নির্দিষ্ট প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করবো এ রকম কোনো ব্যাপার নেই। চিত্রনাট্য, চরিত্র পছন্দ হলে সবার সঙ্গেই কাজ করবো। এ সময়ে বলিউডে কাজ করা নিয়েও কথা বলেন তিনি।

কোয়েল বলেন, বলিউডের প্রস্তাব একাধিকবার এসেছে। তবে, ফিরিয়ে দিতে বাধ্য হয়েছি। কারণ এত বছর ইন্ডাস্ট্রিতে থাকার পরেও আমি অতি খোলামেলা পোশাকে অভ্যস্ত নই। মূলত এই কারণে বলিউডে কাজ করা হয়নি। তবে, মনের মতো হলে অবশ্যই এখনো বলিউডে কাজ করতে চাই।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

টালিউড নিয়ে আরও পড়ুন

তাহসান কমিয়ে দিয়েছেন অভিনয়। প্রকাশ করছেন নতুন নতুন গান, কনসার্ট করছেন দেশ-বিদেশে। আর মিম সিনেমার কাজ করছেন, করছেন বিজ্ঞাপনের কাজও। আবার তারা একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন

৫ ঘণ্টা আগে

গত এপ্রিলেই অপু ছেলেকে নিয়ে সিঙ্গাপুর সফরে গিয়েছিলেন। তখন থেকেই অনেকে অনুমান করছিলেন, এটি নিছক ঘোরাঘুরি নয়। এখন জানা গেল সেই অনুমানই সঠিক। ছেলের ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসেবেই ছিল সিঙ্গাপুর সফর

১ দিন আগে

খোয়াবনামার প্রধান চরিত্রে দেখা গেছে অভিনেতা তৌসিফ মাহবুবকে। নাটকটিতে তরুণ এবং বৃদ্ধ, দুই লুকে দেখা গেছে তাকে। দুই লুকে প্রশংসা পেলেও জ্যান্ত লাশ হয়ে কবরে শোয়া এবং বৃদ্ধ লুকের জন্য প্রস্থেটিক মেকআপের সাহায্যে বয়স্ক সাজা তার জন্য সহজ ছিল না

২ দিন আগে

‘নাওবিবি’ মূলত হাওরের আবেগ, রহস্য এবং জলবায়ু পরিবর্তনের বাস্তবতা নিয়ে গড়া থ্রিলার। গল্পে দেখা যায়- এক ট্র্যাভেলার হাওরে এসে অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়। রাতে পানিতে হঠাৎ জ্বলে ওঠে আগুন, আর সেই আগুনের ওপারে দাঁড়িয়ে থাকে রহস্যতরুণী মায়া। তাকে ধাওয়া করতে গিয়ে ট্র্যাভেলার ঢুকে যায় হাওরের রহস্যের ভেতর

৩ দিন আগে