এখনো বলিউডে কাজ করতে চাই: কোয়েল

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
আপডেট : ০৬ জুন ২০২৫, ১৫: ১২
Thumbnail image

কোয়েল মল্লিক, টালিউডের জনপ্রিয় অভিনেত্রী, তার অভিনয় জীবনে কিছু নীতির প্রতি দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন, যা তাকে বলিউডে সুযোগ এলেও ফিরিয়ে দিতে বাধ্য করেছে।

২০০৬ সালে বলিউডের 'গ্যাংস্টার' ছবির জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, যেখানে ইমরান হাসমির বিপরীতে অভিনয়ের সুযোগ ছিল। কিন্তু ছবির স্ক্রিপ্টে ঘনিষ্ঠ দৃশ্য থাকায় কোয়েল সেই প্রস্তাব ফিরিয়ে দেন, কারণ তিনি এমন দৃশ্যে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন না।

এই সিদ্ধান্তের ফলে 'গ্যাংস্টার' ছবিটি কঙ্গনা রানাওয়াতের হাতে চলে যায়, যিনি এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক করেন এবং সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কারও অর্জন করেন।

কোয়েলের এই নীতির প্রতি অনড়তা তাকে টালিউডে একটি নির্দিষ্ট অবস্থানে প্রতিষ্ঠিত করেছে, যেখানে তিনি তার অভিনয় ও ব্যক্তিত্বের জন্য শ্রদ্ধা অর্জন করেছেন। বর্তমানে তিনি 'সোনার কেল্লা যকের ধন' ছবির মাধ্যমে টালিউডে কামব্যাক করছেন, যা দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।

সুতরাং, কোয়েল মল্লিকের বলিউডে অনুপস্থিতির কারণ তার নিজস্ব নীতির প্রতি শ্রদ্ধা ও পেশাগত সততা, যা তাকে তার অভিনয় জীবনে একটি আলাদা পরিচিতি দিয়েছে।

ছবিতে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, নির্দিষ্ট প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করবো এ রকম কোনো ব্যাপার নেই। চিত্রনাট্য, চরিত্র পছন্দ হলে সবার সঙ্গেই কাজ করবো। এ সময়ে বলিউডে কাজ করা নিয়েও কথা বলেন তিনি।

কোয়েল বলেন, বলিউডের প্রস্তাব একাধিকবার এসেছে। তবে, ফিরিয়ে দিতে বাধ্য হয়েছি। কারণ এত বছর ইন্ডাস্ট্রিতে থাকার পরেও আমি অতি খোলামেলা পোশাকে অভ্যস্ত নই। মূলত এই কারণে বলিউডে কাজ করা হয়নি। তবে, মনের মতো হলে অবশ্যই এখনো বলিউডে কাজ করতে চাই।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

টালিউড নিয়ে আরও পড়ুন

বলিউডের কিং খান শাহরুখ খান সম্প্রতি মজার ছলে ক্ষমা চেয়েছেন কাজল ও টুইঙ্কেলের বিতর্কিত টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’-এ অতিথি হিসেবে হাজির না হওয়ায়। এ বিষয়ে নিজেই পডকাস্টারের মাধ্যমে ভক্তদের জানিয়েছেন কারণ।

৯ দিন আগে

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন সাবেক লাক্স সুন্দরী ও প্রশাসন ক্যাডারের তরুণ কর্মকর্তা তানজিয়া আঞ্জুম সোহানিয়া

১২ দিন আগে

নতুন মুক্তির অপেক্ষায় থাকা চলচ্চিত্র ‘নূর’–এর শুটিং নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে একটি ভিডিও ক্লিপ, যেখানে প্রধান নায়ক আরিফিন শুভ ও চিত্রনায়িকা জান্নাতুল ঐশী–এর চুম্বন দৃশ্য দেখা গেছে। এই ভিডিও ছড়িয়ে পড়ার পরই দর্শক এবং চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আলোচনার জোর ছিল

১৩ দিন আগে

সৃজিত মুখার্জি ও রাফিয়াত রশিদ মিথিলার বৈবাহিক সম্পর্ক ঘিরে চলমান গুঞ্জনের মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পুরোনো ছবি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে

১৪ দিন আগে