বিনোদন ডেস্ক

প্রতি বছরই ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহরে বসে চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘কান চলচ্চিত্র উৎসব’। চলতি বছর ১৩ মে পর্দা ওঠে ৭৮তম আসরের। ১২ দিনব্যাপী চলতে থাকা এই উৎসবের পর্দা নামছে আজ শনিবার। বরাবরের মতো এবারও কানের লাল গালিচায় আলো ছড়ায় হলিউড-বলিউডসহ বিশ্বের বিভিন্ন দেশের নামিদামি তারকা।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শুরু হবে সমাপনী আসর। সঞ্চালনায় থাকবেন লওরা লাফি। পুরস্কার ঘোষণা করবেন জুরিপ্রধান জুলিয়েট বিনোশ।
এদিকে কানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের মূল প্রতিযোগিতায় প্রথমবারের মতো জায়গা করে নিলো বাংলাদেশ, আদনান আল রাজীবের ‘আলী’র সুবাদে ইতোমধ্যেই ইতিহাসের পয়লা অধ্যায় রচিত হয়ে গেছে। এবার কৌতূহল কাঙ্ক্ষিত বিজয়ের।
গতকাল ছবিটির প্রদর্শনী হয়েছে। উপস্থিত ছিলেন নির্মাতা, ছবির প্রধান অভিনেতা আল আমিন, প্রযোজকসহ কয়েকজন। আজ পুরস্কার বিতরণে উচ্চারিত হবে বাংলাদেশের নাম? টানটান উত্তেজনায় অপেক্ষায় আছেন বাংলার চলচ্চিত্রপ্রেমীরা।
এবারের আসরে মূল প্রতিযোগিতায় অংশ নিয়েছে ২৩টি ছবি। এগুলো থেকে চুলচেরা বিশ্লেষণ শেষে সেরা ছবির পাশাপাশি পুরস্কার দেওয়া হবে সেরা নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী ও চিত্রনাট্যকারকে।
এদিকে সেরা অভিনেতার দৌড়ে সামনের সারিতে আছেন ওয়াগনার মোরা [দ্য সিক্রেট এজেন্ট] ও গিয়েল্ম মারবেক [নুভেল বাগ]। জেনিফার লরেন্সের [ডাই, মাই লাভ] হাতে উঠতে পারে সেরা অভিনেত্রীর পুরস্কার। এ ছাড়া লুসিয়া গার্সিয়ার [সেন্টিমেন্টাল ভ্যালু] নামও শোনা যাচ্ছে।
প্রতি বছরই ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহরে বসে চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘কান চলচ্চিত্র উৎসব’। চলতি বছর ১৩ মে পর্দা ওঠে ৭৮তম আসরের। ১২ দিনব্যাপী চলতে থাকা এই উৎসবের পর্দা নামছে আজ শনিবার। বরাবরের মতো এবারও কানের লাল গালিচায় আলো ছড়ায় হলিউড-বলিউডসহ বিশ্বের বিভিন্ন দেশের নামিদামি তারকা।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শুরু হবে সমাপনী আসর। সঞ্চালনায় থাকবেন লওরা লাফি। পুরস্কার ঘোষণা করবেন জুরিপ্রধান জুলিয়েট বিনোশ।
এদিকে কানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের মূল প্রতিযোগিতায় প্রথমবারের মতো জায়গা করে নিলো বাংলাদেশ, আদনান আল রাজীবের ‘আলী’র সুবাদে ইতোমধ্যেই ইতিহাসের পয়লা অধ্যায় রচিত হয়ে গেছে। এবার কৌতূহল কাঙ্ক্ষিত বিজয়ের।
গতকাল ছবিটির প্রদর্শনী হয়েছে। উপস্থিত ছিলেন নির্মাতা, ছবির প্রধান অভিনেতা আল আমিন, প্রযোজকসহ কয়েকজন। আজ পুরস্কার বিতরণে উচ্চারিত হবে বাংলাদেশের নাম? টানটান উত্তেজনায় অপেক্ষায় আছেন বাংলার চলচ্চিত্রপ্রেমীরা।
এবারের আসরে মূল প্রতিযোগিতায় অংশ নিয়েছে ২৩টি ছবি। এগুলো থেকে চুলচেরা বিশ্লেষণ শেষে সেরা ছবির পাশাপাশি পুরস্কার দেওয়া হবে সেরা নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী ও চিত্রনাট্যকারকে।
এদিকে সেরা অভিনেতার দৌড়ে সামনের সারিতে আছেন ওয়াগনার মোরা [দ্য সিক্রেট এজেন্ট] ও গিয়েল্ম মারবেক [নুভেল বাগ]। জেনিফার লরেন্সের [ডাই, মাই লাভ] হাতে উঠতে পারে সেরা অভিনেত্রীর পুরস্কার। এ ছাড়া লুসিয়া গার্সিয়ার [সেন্টিমেন্টাল ভ্যালু] নামও শোনা যাচ্ছে।

প্রতি বছরই ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহরে বসে চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘কান চলচ্চিত্র উৎসব’। চলতি বছর ১৩ মে পর্দা ওঠে ৭৮তম আসরের। ১২ দিনব্যাপী চলতে থাকা এই উৎসবের পর্দা নামছে আজ শনিবার। বরাবরের মতো এবারও কানের লাল গালিচায় আলো ছড়ায় হলিউড-বলিউডসহ বিশ্বের বিভিন্ন দেশের নামিদামি তারকা।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শুরু হবে সমাপনী আসর। সঞ্চালনায় থাকবেন লওরা লাফি। পুরস্কার ঘোষণা করবেন জুরিপ্রধান জুলিয়েট বিনোশ।
এদিকে কানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের মূল প্রতিযোগিতায় প্রথমবারের মতো জায়গা করে নিলো বাংলাদেশ, আদনান আল রাজীবের ‘আলী’র সুবাদে ইতোমধ্যেই ইতিহাসের পয়লা অধ্যায় রচিত হয়ে গেছে। এবার কৌতূহল কাঙ্ক্ষিত বিজয়ের।
গতকাল ছবিটির প্রদর্শনী হয়েছে। উপস্থিত ছিলেন নির্মাতা, ছবির প্রধান অভিনেতা আল আমিন, প্রযোজকসহ কয়েকজন। আজ পুরস্কার বিতরণে উচ্চারিত হবে বাংলাদেশের নাম? টানটান উত্তেজনায় অপেক্ষায় আছেন বাংলার চলচ্চিত্রপ্রেমীরা।
এবারের আসরে মূল প্রতিযোগিতায় অংশ নিয়েছে ২৩টি ছবি। এগুলো থেকে চুলচেরা বিশ্লেষণ শেষে সেরা ছবির পাশাপাশি পুরস্কার দেওয়া হবে সেরা নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী ও চিত্রনাট্যকারকে।
এদিকে সেরা অভিনেতার দৌড়ে সামনের সারিতে আছেন ওয়াগনার মোরা [দ্য সিক্রেট এজেন্ট] ও গিয়েল্ম মারবেক [নুভেল বাগ]। জেনিফার লরেন্সের [ডাই, মাই লাভ] হাতে উঠতে পারে সেরা অভিনেত্রীর পুরস্কার। এ ছাড়া লুসিয়া গার্সিয়ার [সেন্টিমেন্টাল ভ্যালু] নামও শোনা যাচ্ছে।
প্রতি বছরই ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহরে বসে চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘কান চলচ্চিত্র উৎসব’। চলতি বছর ১৩ মে পর্দা ওঠে ৭৮তম আসরের। ১২ দিনব্যাপী চলতে থাকা এই উৎসবের পর্দা নামছে আজ শনিবার। বরাবরের মতো এবারও কানের লাল গালিচায় আলো ছড়ায় হলিউড-বলিউডসহ বিশ্বের বিভিন্ন দেশের নামিদামি তারকা।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শুরু হবে সমাপনী আসর। সঞ্চালনায় থাকবেন লওরা লাফি। পুরস্কার ঘোষণা করবেন জুরিপ্রধান জুলিয়েট বিনোশ।
এদিকে কানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের মূল প্রতিযোগিতায় প্রথমবারের মতো জায়গা করে নিলো বাংলাদেশ, আদনান আল রাজীবের ‘আলী’র সুবাদে ইতোমধ্যেই ইতিহাসের পয়লা অধ্যায় রচিত হয়ে গেছে। এবার কৌতূহল কাঙ্ক্ষিত বিজয়ের।
গতকাল ছবিটির প্রদর্শনী হয়েছে। উপস্থিত ছিলেন নির্মাতা, ছবির প্রধান অভিনেতা আল আমিন, প্রযোজকসহ কয়েকজন। আজ পুরস্কার বিতরণে উচ্চারিত হবে বাংলাদেশের নাম? টানটান উত্তেজনায় অপেক্ষায় আছেন বাংলার চলচ্চিত্রপ্রেমীরা।
এবারের আসরে মূল প্রতিযোগিতায় অংশ নিয়েছে ২৩টি ছবি। এগুলো থেকে চুলচেরা বিশ্লেষণ শেষে সেরা ছবির পাশাপাশি পুরস্কার দেওয়া হবে সেরা নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী ও চিত্রনাট্যকারকে।
এদিকে সেরা অভিনেতার দৌড়ে সামনের সারিতে আছেন ওয়াগনার মোরা [দ্য সিক্রেট এজেন্ট] ও গিয়েল্ম মারবেক [নুভেল বাগ]। জেনিফার লরেন্সের [ডাই, মাই লাভ] হাতে উঠতে পারে সেরা অভিনেত্রীর পুরস্কার। এ ছাড়া লুসিয়া গার্সিয়ার [সেন্টিমেন্টাল ভ্যালু] নামও শোনা যাচ্ছে।

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত ও অভিনেতা ধানুশের বাড়িতে বোমা আছে এমন খবর ছড়িয়ে পড়ায় চেন্নাইয়ে তুমুল হুলস্থূল শুরু হয়েছে
১ দিন আগে
তাঁর ইস্কেমিক স্ট্রোক হয়েছে এবং মাইল্ড হার্ট অ্যাটাকও শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন
২ দিন আগে
র আগে সালমান শাহ এর সাবেক স্ত্রী এবং খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত
২ দিন আগে
সে সময়ে আমার বয়স ছিল কম। আমার সঙ্গে অনেক পলিটিকস করা হয়েছে। আমি পলিটিকসের শিকার। সেগুলো তখন বুঝতে পারিনি। এখন মনে পড়লে বুঝতে পারি কতটা পলিটিকসের মধ্যে দিয়ে আমাকে এগিয়ে যেতে হয়েছে
৪ দিন আগেদক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত ও অভিনেতা ধানুশের বাড়িতে বোমা আছে এমন খবর ছড়িয়ে পড়ায় চেন্নাইয়ে তুমুল হুলস্থূল শুরু হয়েছে
তাঁর ইস্কেমিক স্ট্রোক হয়েছে এবং মাইল্ড হার্ট অ্যাটাকও শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন
র আগে সালমান শাহ এর সাবেক স্ত্রী এবং খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত
সে সময়ে আমার বয়স ছিল কম। আমার সঙ্গে অনেক পলিটিকস করা হয়েছে। আমি পলিটিকসের শিকার। সেগুলো তখন বুঝতে পারিনি। এখন মনে পড়লে বুঝতে পারি কতটা পলিটিকসের মধ্যে দিয়ে আমাকে এগিয়ে যেতে হয়েছে