ভারতের ‘অপারেশন সিঁদুর’
বিনোদন ডেস্ক
পাকিস্তানের জনপ্রিয় দুই তারকা ভারতের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মোট ৯টি জায়গায় হামলা চালিয়েছে ভারত। এর নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’।
গত ২২ এপ্রিল পহেলগামে ২৬ জন পর্যটক মারা যান জঙ্গি হামলায়। এ ঘটনার প্রতিশোধ নিতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা আর ভারতের এই হমালাকে তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খান ও হানিয়া আমির। এই কাজকে সম্পূর্ণরূপে কাপুরুষোচিত বলে দাবি করেছেন তারা।
পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান একটি টুইট রিপোস্ট করেছেন যেটি লেখিকা ফাতিমা ভুট্টো লিখেছেন। এই পোস্টে মূলত পাকিস্তানের উপর ভারতের এই হামলাকে তীব্র নিন্দা করা হয়েছে। মাহিরা খান সেই পোস্ট সম্পর্কে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘এতটা কাপুরুষের মত কাজ! আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন। সুচিন্তা বজায় থাক, শুভবুদ্ধির উদয় হোক’।
পাকিস্তানের আরেক জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির একটি মাত্র শব্দে এই হামলার ব্যাপারে লিখেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। তিনিও ভারতের এ হামলাকে এক কথায় ‘কাপুরুষোচিত’ বলে দাবি করেছেন। এর আগেই হানিয়া আমিরের নাম সংবাদের শিরোনামে এসেছিল। কারণ ভারতে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। শুধু তিনি একা নন, তার সঙ্গে মাহিরা খান, ফাওয়াদ খান, আলি জাফরের অ্যাকাউন্টও ভারতে নিষিদ্ধ করা হয়েছিল।
ভারতে পাকিস্তানি তারকাদের অনুরাগীদের সংখ্যা কম নয়। তাই পহেলগামের হামলার পরেই ভারত সরকারের পক্ষ থেকে দেশে এ পাকিস্তানের অভিনেতা-অভিনেত্রীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছিল। আটকে গিয়েছিল ‘আবির গুলাল’ সিনেমার মুক্তিও।
তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে এখন ঢুকলেই লেখা দেখা যাচ্ছে ‘অ্যাকাউন্ট নট অ্যাভলেবল ইন ইন্ডিয়া। আর এর কারণ হলো আমরা আইনি অনুরোধে এ প্রোফাইলের কনটেন্ট নিষিদ্ধ করেছি’। অন্যদিকে ভারত সরকার গভীর রাতের এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে এবং একে ‘সুনির্দিষ্ট, পরিমিত এবং উত্তেজনাকর নয়’ বলেই দাবি করেছে।
পাকিস্তানের জনপ্রিয় দুই তারকা ভারতের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মোট ৯টি জায়গায় হামলা চালিয়েছে ভারত। এর নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’।
গত ২২ এপ্রিল পহেলগামে ২৬ জন পর্যটক মারা যান জঙ্গি হামলায়। এ ঘটনার প্রতিশোধ নিতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা আর ভারতের এই হমালাকে তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খান ও হানিয়া আমির। এই কাজকে সম্পূর্ণরূপে কাপুরুষোচিত বলে দাবি করেছেন তারা।
পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান একটি টুইট রিপোস্ট করেছেন যেটি লেখিকা ফাতিমা ভুট্টো লিখেছেন। এই পোস্টে মূলত পাকিস্তানের উপর ভারতের এই হামলাকে তীব্র নিন্দা করা হয়েছে। মাহিরা খান সেই পোস্ট সম্পর্কে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘এতটা কাপুরুষের মত কাজ! আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন। সুচিন্তা বজায় থাক, শুভবুদ্ধির উদয় হোক’।
পাকিস্তানের আরেক জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির একটি মাত্র শব্দে এই হামলার ব্যাপারে লিখেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। তিনিও ভারতের এ হামলাকে এক কথায় ‘কাপুরুষোচিত’ বলে দাবি করেছেন। এর আগেই হানিয়া আমিরের নাম সংবাদের শিরোনামে এসেছিল। কারণ ভারতে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। শুধু তিনি একা নন, তার সঙ্গে মাহিরা খান, ফাওয়াদ খান, আলি জাফরের অ্যাকাউন্টও ভারতে নিষিদ্ধ করা হয়েছিল।
ভারতে পাকিস্তানি তারকাদের অনুরাগীদের সংখ্যা কম নয়। তাই পহেলগামের হামলার পরেই ভারত সরকারের পক্ষ থেকে দেশে এ পাকিস্তানের অভিনেতা-অভিনেত্রীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছিল। আটকে গিয়েছিল ‘আবির গুলাল’ সিনেমার মুক্তিও।
তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে এখন ঢুকলেই লেখা দেখা যাচ্ছে ‘অ্যাকাউন্ট নট অ্যাভলেবল ইন ইন্ডিয়া। আর এর কারণ হলো আমরা আইনি অনুরোধে এ প্রোফাইলের কনটেন্ট নিষিদ্ধ করেছি’। অন্যদিকে ভারত সরকার গভীর রাতের এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে এবং একে ‘সুনির্দিষ্ট, পরিমিত এবং উত্তেজনাকর নয়’ বলেই দাবি করেছে।
তাহসান কমিয়ে দিয়েছেন অভিনয়। প্রকাশ করছেন নতুন নতুন গান, কনসার্ট করছেন দেশ-বিদেশে। আর মিম সিনেমার কাজ করছেন, করছেন বিজ্ঞাপনের কাজও। আবার তারা একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন
৪ ঘণ্টা আগেগত এপ্রিলেই অপু ছেলেকে নিয়ে সিঙ্গাপুর সফরে গিয়েছিলেন। তখন থেকেই অনেকে অনুমান করছিলেন, এটি নিছক ঘোরাঘুরি নয়। এখন জানা গেল সেই অনুমানই সঠিক। ছেলের ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসেবেই ছিল সিঙ্গাপুর সফর
১ দিন আগেখোয়াবনামার প্রধান চরিত্রে দেখা গেছে অভিনেতা তৌসিফ মাহবুবকে। নাটকটিতে তরুণ এবং বৃদ্ধ, দুই লুকে দেখা গেছে তাকে। দুই লুকে প্রশংসা পেলেও জ্যান্ত লাশ হয়ে কবরে শোয়া এবং বৃদ্ধ লুকের জন্য প্রস্থেটিক মেকআপের সাহায্যে বয়স্ক সাজা তার জন্য সহজ ছিল না
২ দিন আগে‘নাওবিবি’ মূলত হাওরের আবেগ, রহস্য এবং জলবায়ু পরিবর্তনের বাস্তবতা নিয়ে গড়া থ্রিলার। গল্পে দেখা যায়- এক ট্র্যাভেলার হাওরে এসে অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়। রাতে পানিতে হঠাৎ জ্বলে ওঠে আগুন, আর সেই আগুনের ওপারে দাঁড়িয়ে থাকে রহস্যতরুণী মায়া। তাকে ধাওয়া করতে গিয়ে ট্র্যাভেলার ঢুকে যায় হাওরের রহস্যের ভেতর
৩ দিন আগেতাহসান কমিয়ে দিয়েছেন অভিনয়। প্রকাশ করছেন নতুন নতুন গান, কনসার্ট করছেন দেশ-বিদেশে। আর মিম সিনেমার কাজ করছেন, করছেন বিজ্ঞাপনের কাজও। আবার তারা একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন
গত এপ্রিলেই অপু ছেলেকে নিয়ে সিঙ্গাপুর সফরে গিয়েছিলেন। তখন থেকেই অনেকে অনুমান করছিলেন, এটি নিছক ঘোরাঘুরি নয়। এখন জানা গেল সেই অনুমানই সঠিক। ছেলের ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসেবেই ছিল সিঙ্গাপুর সফর
খোয়াবনামার প্রধান চরিত্রে দেখা গেছে অভিনেতা তৌসিফ মাহবুবকে। নাটকটিতে তরুণ এবং বৃদ্ধ, দুই লুকে দেখা গেছে তাকে। দুই লুকে প্রশংসা পেলেও জ্যান্ত লাশ হয়ে কবরে শোয়া এবং বৃদ্ধ লুকের জন্য প্রস্থেটিক মেকআপের সাহায্যে বয়স্ক সাজা তার জন্য সহজ ছিল না
‘নাওবিবি’ মূলত হাওরের আবেগ, রহস্য এবং জলবায়ু পরিবর্তনের বাস্তবতা নিয়ে গড়া থ্রিলার। গল্পে দেখা যায়- এক ট্র্যাভেলার হাওরে এসে অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়। রাতে পানিতে হঠাৎ জ্বলে ওঠে আগুন, আর সেই আগুনের ওপারে দাঁড়িয়ে থাকে রহস্যতরুণী মায়া। তাকে ধাওয়া করতে গিয়ে ট্র্যাভেলার ঢুকে যায় হাওরের রহস্যের ভেতর