চট্রগাম প্রতিনিধি
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, যেটা মূল লক্ষ্য সেটা অর্জিত হয়নি। অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, শিক্ষকদের মানোন্নয়ন হয়েছে কিন্তু স্বাক্ষরতার ক্ষেত্রে উন্নয়ন হয়নি।
আজ রবিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আয়োজিত প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সবগুলো বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে নিবন্ধনের আওতায় নিয়ে আসার কাজ চলছে উল্লেখ করে তিনি আরো বলেন, নিবন্ধন করা শেষ হলে বেসরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোকেও সরকার তদারকী করতে পারবে। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা ও অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল হাকিম।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, যেটা মূল লক্ষ্য সেটা অর্জিত হয়নি। অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, শিক্ষকদের মানোন্নয়ন হয়েছে কিন্তু স্বাক্ষরতার ক্ষেত্রে উন্নয়ন হয়নি।
আজ রবিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আয়োজিত প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সবগুলো বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে নিবন্ধনের আওতায় নিয়ে আসার কাজ চলছে উল্লেখ করে তিনি আরো বলেন, নিবন্ধন করা শেষ হলে বেসরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোকেও সরকার তদারকী করতে পারবে। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা ও অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল হাকিম।